লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

লোকেশন ম্যাপ – আপনি কি গুগল ম্যাপ ব্যবহার করে গুগল ম্যাপে আপনার বাড়ির ঠিকানা যোগ করতে চান? হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনি নিজেই গুগল ম্যাপে, আপনার ঠিকানা যোগ করতে পারবেন। যার মাধ্যমে কোনো নতুন জায়গায় গেলে আপনার বাড়ীর ঠিকানাটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন এবং খুব সহজেই বাড়ি পৌঁছে যেতে পারবেন।

গুগল ম্যাপ কি?

গুগল ম্যাপ হলো গুগলের তৈরি একটি ম্যাপ অ্যাপ্লিকেশন, যার সাহায্যে আপনি কোনো নতুন জায়গায় ঘুরতে বা একটি জায়গা থেকে অন্য জায়গায় যেতে কতক্ষণ সময় লাগবে এই সমস্ত কিছু দেখতে পাবেন।

এবং আপনি যদি কোনো নতুন জায়গায় যেতে চান তাহলে আপনি Sarting পয়েন্ট থেকে যেই জায়গায় যাবেন (Destination), সেই জায়গার এড্রেসটা দিলেই গুগল ম্যাপ আপনাকে ওই জায়গায় লোকেশন দেখিয়ে নিয়ে চলে যাবে। যেহেতু এই ম্যাপ অ্যাপ্লিকেশনটি, গুগোল এর দ্বারা তৈরি তাই এটিকে গুগল ম্যাপ বলা হয়ে থাকে।

যদি গুগল ম্যাপে আপনারা লোকেশন এড করতে চান তাহলে প্রথমে তুমি/আপনি

  • গুগল ম্যাপ ইনস্টল করো
  • তারপর গুগল ম্যাপ অন করো
  • একদম শেষে গুগল স্যাটেলাইট ম্যাপ এর সাহায্যে লোকেশন এড করুন।

গুগল ম্যাপে ঠিকানা এড করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে।

গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড কিভাবে করব?

গুগল ম্যাপ ডাউনলোড করার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে যান। এবং প্লে স্টোরে সার্চ বক্সে গুগল ম্যাপ লিখে ইনস্টল অপশন এর সাহায্যে অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করে নিন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

তবে বেশিরভাগ এন্ড্রয়েড মোবাইলে গুগল ম্যাপ প্রথম থেকেই ইনস্টল থাকে। তবে হ্যা, যদি অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল থাকে এবং যদি আপডেট করা না থাকে, তাহলে প্রথমে আপডেট করে নিন। গুগল ম্যাপ ডাউনলোড করা হয়ে গেলে চলুন এবার জেনে নিই কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব।

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

গুগল ম্যাপে ঠিকানা যোগ করার জন্য আপনি মোবাইল থেকে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে নিয়ে উপরের তিন ডট অপশন থেকে জিমেইল আইডি দিয়ে লগইন করে নিন। আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট না বানাতে জানেন তাহলে এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন

গুগল ম্যাপে কন্ট্রিবিউট করুন

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

জিমেইল একাউন্টে লগইন করা হয়ে গেলে আপনি একদম নিচে Contribute (+) নামে একটি অপশন দেখতে পাবেন। নতুন ঠিকানা Add করার জন্য আপনি এই অপশনটি প্রেস করুন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

তারপর Add Place অপশনটিতে হাত দিন।

নতুন জায়গাটির ঠিকানা দিন

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

তারপর যে জায়গাটি গুগল ম্যাপে অ্যাড করতে চান; সেই জায়গাটির নাম, ক্যাটাগরি এবং লোকেশন দিন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

আমি যেহেতু একটি স্কুলের অ্যাড্রেস যোগ করতে চাই তাই আমি এখানে স্কুল দিয়ে আপনাদের দেখাচ্ছি। সবকিছু সঠিকভাবে দেবার পর Add Phone, Hours, Opening Date এই অপশনটির উপর ক্লিক করুন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

যদি আপনি স্কুল কবে খোলা থাকে, ফোন নাম্বার কি এসব দিতে চান তাহলে এই জায়গাটি আপনি পূরণ করতে পারেন। যদি আপনি কোন প্রতিষ্ঠান বা কোম্পানির অ্যাড্রেস এড করতে চান তাহলে এই অপশন গুলি কাজে লাগে। তারপর যদি আপনি ওই স্কুল বা প্রতিষ্ঠান এর ফটো অ্যাড করতে চান তাহলে Add a Photo অপশনটি এর সাহায্যে ফটো দিতে পারেন।

সঠিক জায়গাটি খুঁজে বের করুন

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

সবকিছু সঠিক ভাবে দেওয়া হয়ে গেলে Update Location on Map অপশনটি এর ওপর হাত দিয়ে, ওই নতুন জায়গার লোকেশন টি কোথায় সেটা দেখিয়ে দিন। এর জন্য আপনি লাল রঙের আইকনের উপর ওই নির্দিষ্ট স্থানটি নিয়ে যান।

গুগলকে সাবমিট করে দিন

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

সবকিছু সঠিক ভাবে দেওয়া হয়ে গেলে দেখবেন এই অপশনটি নীল হয়ে যাবে। যদি আপনার নতুন জায়গাটির ঠিকানা পুরোপুরিভাবে এবং সঠিকভাবে দেওয়া হয়ে থাকে আপনি এই অপশনটিতে ক্লিক করে নতুন জায়গাটি গুগোল ম্যাপে সাবমিট করে দিন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

নীল রঙের আইকনের উপর ক্লিক করার সাথে সাথে গুগল ম্যাপ থেকে আপনাকে একটি successful message দেখানো হবে। এটি দেখানো মাত্র আপনি বুঝবেন আপনি যে নতুন জায়গাটি গুগল ম্যাপে এড করেছেন এটি 24 ঘন্টার মধ্যে গুগল ম্যাপে দেখানো হবে।

যদি এক নজরে গুগল ম্যাপে ঠিকানা এড করার কথা বলা হয় তাহলে আপনি এই স্টেপ গুলি ফলো করবেন।

  • প্রথমে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন টা খুলে নেবেন
  • তারপর Contribute (+) অপশনটিতে ক্লিক করবেন
  • জায়গাটির নাম এবং ঠিকানা দেবেন
  • ম্যাপের ছবিটিতে হাত দিয়ে সঠিক ঠিকানা, তীর চিহ্ন এর সাহায্যে গুগোল কে দেখিয়ে দেবেন।
  • তারপর নীল রংয়ের Arrow চিহ্নটি উপরে ক্লিক করে গুগলকে নতুন ঠিকানার ইনফরমেশন গুলো দিয়ে দেবেন।

এই পদ্ধতি অনুসরণ করে আপনি যতগুলি চান ততগুলি নতুন জায়গা গুগল ম্যাপে এড করতে পারেন।

গুগল ম্যাপ কিভাবে কাজ করে?

প্রথমে গুগল স্যাটেলাইট থেকে ইমেজ এবং জিপিএসের সাহায্যে ডাটাগুলোকে কালেক্ট করে নেয়। এবং প্রত্যেকটি দেশের যে লোকাল গভর্নমেন্ট গুলি আছে তাদের থেকে অনুমতি নিয়ে লোকাল ডাটা গুলি অ্যাক্সেস করার পারমিশন নেয়। তারপর লোকাল ডাটাগুলোর সাহায্যে বিভিন্ন রোডের নাম, স্কুল-কলেজ, হাসপাতাল এর ঠিকানা গুলি তাদের ম্যাপে এড করে নেয়। এরকমভাবে গুগোল বিভিন্ন পর্যায় ক্রমে তাদের গুগল ম্যাপ এর জন্য ডাটা গুলিকে কালেক্ট করে।

সাথে সাথে গুগোল আমাদের মত ইন্টারনেট ব্যবহারকারীদের একটি অনুমতি দিয়েছে যার মাধ্যমে আমরা কোন missing place কে Google ম্যাপ এর মাধ্যমে যুক্ত করতে পারি।

গুগল ম্যাপ লাইভ ট্রাফিক কিভাবে দেখায়?

আপনি গুগল ম্যাপের সাহায্যে যেকোনো রাস্তার যানজট সম্পর্কেও দেখতে পাবেন কিন্তু কখনো ভেবে দেখেছেন কি গুগোল এটা কিভাবে দেখায়।

আজ প্রায় প্রত্যেকটি মানুষই এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকে এবং বেশিরভাগ মোবাইলে জিপিএস চালু থাকে। যেসব চালকেরা রাস্তায় যাতায়াত করার সময় তাদের মোবাইলে জিপিএস অন রাখেন গুগোল সেইসব ডাটা গুলির সাহায্যে জানতে পারে কোন রাস্তায় জমায়েত বেশি এবং কোন রাস্তায় কম।

যদি গাড়ির মধ্যে থাকা ড্রাইভারটি গাড়ি টি আসতে চালায় তাহলে গুগোল ঐ রোডে থাকা সমস্ত জিপিএস চালু করা মোবাইলগুলো কে ট্র্যাক করে খুব সহজেই বুঝতে পারে রাস্তাটি জমায়েত না খালী। আশা করি আপনি গুগোল লাইভ ট্রাফিক কিভাবে দেখায় সেটা বুঝতে পেরেছেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক গুগল ম্যাপ কিভাবে ব্যবহার করে।

কিভাবে গুগল ম্যাপে লোকেশন সেট করবেন?

গুগল ম্যাপ এর ব্যবহার করবার জন্য যদি আপনি কোন নতুন গন্তব্যে পৌঁছাতে চান তাহলে আপনি গুগল ম্যাপ এর সাহায্য নিয়ে লোকেশন সেট করে সেই জায়গায় খুব সহজেই পৌছাতে পারেন।

এইজন্য আপনাকে মোবাইলের মধ্যে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে নিয়ে Search Here অপশন এর ওপর ক্লিক করে আপনি যেখানে যেতে চান সেই ঠিকানাটা দিন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

তারপর Direction অপশনে ক্লিক করুন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

এবার আপনার সামনে এরকম একটি পেজ আসবে, যেখানে একদম উপরে আপনি কোথা থেকে যেতে চাইছেন এবং কোথায় যাবেন সেটি ঠিকভাবে দেওয়া হয়ে গেলে, একদম নিচের Start অপশনটি প্রেস করুন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

তারপর আপনি ওই জায়গায় পৌঁছাতে কত সময় লাগবে এবং ওই জায়গাটি কতটা দূরত্বের পথ ওই সব কিছু দেখতে পাবেন। এবং আপনার স্টার্টিং পয়েন্ট থেকে গন্তব্য স্থল পর্যন্ত একটি নীল রেখা দেখানো হবে। আপনি গন্তব্য স্থলে যাওয়া শুরু করলে, একটি তীর চিহ্ন ওই নীল রেখাটা ধরে আপনার সাথে এগিয়ে যাবে। গন্তব্যস্থলে ঠিকানায় ওই তির চিহ্নটি গিয়ে থেমে যাবে এবং আপনিও বুঝতে পারবেন যে আপনি গন্তব্যস্থলে পৌঁছে গেছেন।

গুগল ম্যাপে লোকেশন বের করার নিয়ম

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

গুগল ম্যাপে লোকেশন বের করার জন্য আপনি গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে নিয়ে সার্চ বক্সে (Search Here) গিয়ে যে লোকেশনটি বের করতে চান, তার ঠিকানা দিন। সার্চ করার সাথে সাথেই আপনার সামনে ওই লোকেশন টি বের হয়ে যাবে।

কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায়?

যদি আপনার মনে হয় গুগল ম্যাপে কোন এড্রেস বা ঠিকানা ভুল আছে তাহলে আপনি সেটিকে এডিট করে গুগোল কে জানাতে পারেন।

এজন্য আপনি গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে Contribute (+) অপশনের মাধ্যমে Edit Map অপশনটিতে ক্লিক করুন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

তারপর আপনি যে ধরনের ভুল দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী একটি অপশন পছন্দ করুন।

তারপর যদি আপনি ওই জায়গাটির নাম পরিবর্তন করতে চান বা জায়গাটিকে ডিলিট করতে চান সেই অনুযায়ী অপশন বেছে নিন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

তারপর ওই নির্দিষ্ট জায়গাটির উপর হাত দিন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

ওই জায়গাটির উপর হাত দিলে আপনার সামনে এ সমস্ত অপশনগুলি চলে আসবে। যেখানে আপনি কেন ওই জায়গা থেকে ডিলিট করতে চাইছেন তার কারণ দেখান।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

এবং সবশেষে Submit অপশন টি ক্লিক করুন।

আমি এখন কোথায় আছি কিভাবে বুঝব?

আপনি এখন কোন জায়গায় আছেন এবং সেই জায়গাটির নাম কি যদি আপনি গুগল ম্যাপের সাহায্য নিয়ে জানতে চান তাহলে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন টি খোলার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনি কোথায় আছেন।

লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

গুগল ম্যাপের মধ্যে দেখুন এক জায়গায় লেখা আছে ‘You are Here>‘ ওই জায়গাটি কে জুম্ করে দেখে নিন ওই জায়গাটির ঠিকানা কি। You are Here মানে হল আপনি এখানে আছেন।

উপসংহার

আশাকরি এই আর্টিকেল থেকে আপনি বুঝতে পেরেছেন কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব এবং গুগল ম্যাপ এর ব্যবহার কিভাবে করতে হয়। যদি এই আর্টিকেলটি সম্পর্কে এখনও আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

8 thoughts on “লোকেশন ম্যাপ | গুগল ম্যাপ | কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?”

  1. আপনার এই লেখা দ্বারা অনেকেরই উপকার হবে।
    একটা বিষয় জানার ছিল । যদি জানা থাকে আশা করি সাহায্য করবেন ।
    গুগল ম্যাপে জায়গা এড করার পর কিছুদিন পরে দেখি ঐ জায়গা দেখতে হলে অনেক জুম করা লাগে। কিন্তু আশপাশের আরো জায়গা এড করা আছে কিন্তু গুগল ম্যাপে ঢুকলেই জুম না করেই দেখা যায় । এর কারণ কি?

    Reply
  2. আমার গুগল ম্যাপে ফোন নাম্বার টা এপরুভ হচ্ছে না।

    Reply
  3. নিজের মোবাইলে শুধু দেখা যায় অন্য মোবাইল থেকে খুঁজে পাওয়া যায়না , তাহলে কি করতে হবে?

    Reply

Leave a Comment