আমাজন শপিং | Amazon Online Shopping | Amazon Shopping

আমাজন শপিং (amazon shopping) – আজ এই ইন্টারনেটের যুগে আমরা সবাই প্রায় ইন্টারনেট ব্যবহার করে থাকি। এবং আজ অনেক ধরনের কাজের চাপের কারণে বাইরে বেরিয়ে শপিং করা সম্ভব হয়ে ওঠে না।

কারন মানুষ আজ এত ব্যস্ত হয়ে পড়েছে যে নিজের জন্য টাইম তো দূরের কথা ভালো করে খাবার সময় টুকু পায় না। তাই যেসব মানুষ একটু শপিং করতে ভালোবাসেন তাদের জন্য আজ একটি সুখবর আছে। তারা তাদের মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে মন পছন্দের জিনিস কিনে ফেলতে পারবেন।

আজ আমি আপনাদের অনলাইন শপিং কিভাবে করে তার বিস্তারিত তথ্য এই আর্টিকেল এর মাধ্যমে শেয়ার করব। যেটা পড়ার পর আপনি ঘরে বসে যেকোনো ধরনের জিনিস অর্ডার করতে পারবেন এবং অর্ডার রিসিভ করার পর টাকা পেমেন্ট করে ওই অর্ডারটি নিজের করে নিতে পারবেন।

এবং অনলাইন থেকে পণ্য ক্রয় করার সবথেকে বড় সুবিধা হল, অনলাইনে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি সাধারণ মার্কেটে পাবেন না কিন্তু অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন।

অনলাইনে শপিং করার জন্য অনেক ধরনের সাইট আছে। কিন্তু সবথেকে Popular সাইটটি থেকে কিভাবে অর্ডার করতে হয় আমরা এখানে শিখব। সেই সাইটের নামটা আশাকরি সকলেই শুনে থাকবেন, যার নাম হল অ্যামাজন। আমাজন থেকে পণ্য ক্রয় করা খুবই সোজা। যেখানে আপনাকে অ্যাকাউন্ট বানিয়ে প্রোডাক্ট খুঁজে নিয়ে অর্ডার করতে হবে।

তাই চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে নিই Amazon থেকে পণ্য কেনার উপায় অর্থাৎ অ্যামাজন এর সাহায্যে অনলাইন শপিং কিভাবে করে।

আমাজন শপিং কি? (Amazon Shopping)

অ্যামাজন থেকে কোন কিছু জিনিস কেনা কে অ্যামাজন শপিং (Amazon Shopping) বলা হয়ে থাকে। আমরা সবাই জানি শপিং মানে হল কেনাকাটা করা।এবং যেহেতু অ্যামাজন থেকে আমরা কেনাকাটা করেছি তাই এটিকে অ্যামাজন শপিং বলা হয়ে থাকে।

আজকের দিনে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হল অ্যামাজন এর মালিক। তাহলে আপনি বুঝতেই পারছেন অ্যামাজন কত বড় একটি অনলাইন শপিং কোম্পানি। তাই আমাজনের থেকে শপিং করার জন্য কোন ভয় খাওয়ার দরকার নেই। এখানে আপনার টাকা মার যাবে না।

অনলাইনে অর্ডার করবো কিভাবে?

অনলাইন শপিং করার জন্য অনলাইনে অনেক ধরনের শপিং সাইট উপলব্ধ আছে। কিন্তু তাদের মধ্যে সবথেকে অন্যতম এবং সবথেকে বিখ্যাত হল আমাজন।

অনলাইন শপিং করার জন্য আপনাকে প্রথমেই কোন নির্দিষ্ট সাইটে গিয়ে অ্যাকাউন্ট বানাতে হবে এবং আপনি যে প্রোডাক্টটি কিনতে চান সেটি কে পছন্দ করার পর প্রোডাক্টটি অর্ডার করতে হবে। এবং পেমেন্ট কমপ্লিট হলে আপনি প্রোডাক্টটি বাড়িতে বসে পেয়ে যাবেন।

যেটা নির্দিষ্ট শপিং সাইট এর ডেলিভারি বয়রা আপনাকে দিয়ে যাবেন। যেহেতু আমরা অ্যামাজন থেকে কিভাবে অনলাইন শপিং করতে হয় সেটা জানবো তাই চলুন এবার Amazon থেকে পণ্য কেনার উপায় গুলি জেনে নিই।

আমাজন থেকে কিভাবে শপিং করতে হয় (Amazon Online Shopping)

Amazon সাইটে যান

কিভাবে অনলাইনে শপিং করতে হয় - Amazon থেকে পণ্য কেনার উপায়

প্রথমে মোবাইলের ব্রাউজার ওপেন করে amazon site এ প্রবেশ করুন। তারপর সাইট খুলে গেলে সার্চ অপশনটিতে ক্লিক করুন। এর মানে, আপনি যে প্রোডাক্টটি কিনতে চান তার নাম লিখে সার্চ করুন। আমি এখানে উদাহরণ এর খাতিরে মোবাইল লিখে সার্চ করলাম

মন পছন্দের জিনিসটি বাছুন

কোন জিনিস সার্চ করার সাথে সাথে একই ধরনের অনেক প্রডাক্ট আপনার সামনে হাজির হবে। আপনি যদি চান বা দিকের অপশন থেকে প্রোডাক্টগুলো দাম, রেটিং, কালার এর হিসাবে সেটিং করে নিতে পারেন। এবার আপনি ওই লিস্ট থেকে যে জিনিসটা কে কিনতে চান সেটার উপর ক্লিক করুন।

জিনিসটি buy করুন

কিভাবে অনলাইনে শপিং করতে হয় - Amazon থেকে পণ্য কেনার উপায়

কোন জিনিস পছন্দ করা হয়ে গেলে, যদি প্রোডাক্টটি কিনতে চান ওই প্রোডাক্ট এর উপর ক্লিক করে Buy Now অপশনটি প্রেস করতে হবে। আমি যেহেতু মোবাইলটা কিনতে চাই তাই আমি Buy Now অপশনটিতে ক্লিক করলাম।

অ্যামাজনের একাউন্ট বানান

যেহেতু আপনার অ্যামাজনে কোনো অ্যাকাউন্ট নেই তাই আপনি কোন জিনিস কেনার জন্য প্রথমে অ্যামাজন অ্যাকাউন্ট বানাতে হবে। এইজন্য buy now অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে।

যেখানে আপনাকে নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বারটিও ভেরিফাই করে নিতে হবে। যেহেতু আপনি নতুন, তাই আপনিও এই ইনফর্মেশন গুলো দিয়ে একাউন্টটি বানিয়ে নিন।

ডেলিভারি ঠিকানা দিন

কিভাবে অনলাইনে শপিং করতে হয় - Amazon থেকে পণ্য কেনার উপায়

একাউন্ট বানানো এবং মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে ওই প্রোডাক্ট ডেলিভারি কোথায় হবে ওর পুরো ঠিকানা বা এড্রেস আপনাকে দিতে হবে।

আপনি এখানে যে ঠিকানা দেবেন সেইখানেই আপনার প্রোডাক্ট, ডেলিভারি বয়রা আপনাকে পৌঁছে দেবে। ঠিকানার ফরমটি পূরণ করার পর Add Address অপশন এ ক্লিক করে দিন।

পেমেন্ট কিভাবে করবেন

এবার আপনি প্রোডাক্টটি কেনার জন্য যেভাবে পেমেন্ট দিতে চান সেটি নির্বাচন করুন। যদি আপনি Net Banking, UPI apps বা ATM কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ওই অপশন গুলির মধ্যে একটি প্রেস করুন।

আর যদি আপনি প্রোডাক্ট রিসিভ করার পরে পেমেন্ট করতে চান তাহলে একদম নিচের Pay on Delivery অপশনে ক্লিক করুন। যার মানে হল “আপনি প্রোডাক্টটি পেয়ে গেলে ডেলিভারি বয় কেই টাকাটা পেমেন্ট করে দিন”।

অর্ডার দিয়ে দিন

কিভাবে অনলাইনে শপিং করতে হয় - Amazon থেকে পণ্য কেনার উপায়

এবার একটি নতুন পেজ আসবে সেখানে আপনার প্রোডাক্ট এর পুরো ডিটেলস এবং কত দাম তার একটা বিল আসবে। আপনি দাম সমেত, সমস্ত ডিটেলস সবকিছু দেখে নেয়ার পর Place your order অপশন এর সাহায্যে অর্ডার করা সম্পূর্ণ করুন।

অর্ডার দেওয়া কমপ্লিট হলে আপনার সামনে একটি কংগ্রাচুলেশন মেসেজ আসবে যেখানে বলা হবে আপনার অর্ডারটি সম্পন্ন করা হয়েছে। এবং কোন তারিখে আপনার প্রোডাক্টটি আপনি পাবেন সেটাও দেখতে পাবেন।

কিভাবে অনলাইনে শপিং করতে হয় - Amazon থেকে পণ্য কেনার উপায়

এবার আপনি যদি আপনার প্রোডাক্টটি সঠিকভাবে অর্ডার হয়েছে নাকি দেখতে চান তাহলে অ্যাকাউন্ট সেকশন এ গিয়ে Your Order অপশনটিতে ক্লিক করুন।

এখানে আপনার দ্বারা, করা সমস্ত অর্ডার একসাথে দেখতে পাবেন।

প্রোডাক্ট Track কিভাবে করবেন?

অর্ডার দেওয়া প্রোডাক্টটি আপনার বাড়ি থেকে কত দূরে, মানে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছাতে আর কত সময় লাগবে বা কত দূরে এটি জানার জন্য, আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট সেকশন এ গিয়ে Your Order অপশনটিতে ক্লিক করুন

কিভাবে অনলাইনে শপিং করতে হয় - Amazon থেকে পণ্য কেনার উপায়

এখানে আপনি অ্যামাজন থেকে বর্তমানে যতগুলো অর্ডার করেছেন সবগুলো একসাথে দেখতে পাবেন। আপনি যেই প্রোডাক্টটি কে ট্র্যাক করতে চান ওই প্রোডাক্টটির উপর ক্লিক করে Track Package অপশনটি প্রেস করুন।

কিভাবে অনলাইনে শপিং করতে হয় - Amazon থেকে পণ্য কেনার উপায়

সাথে সাথে আপনার প্রোডাক্টটি আপনার থেকে কত দূরে এবং আপনি ওটা কবে পাবেন সব কিছু দেখতে পাবেন।

অ্যামাজন অর্ডার cancel কিভাবে করবেন?

অ্যামাজনের কোন অর্ডার ধরুন ভুল করে হয়ে গেছে তাহলে আপনি ওটা Cancel করার জন্য account সেকশন থেকে ইওর অর্ডার (Your Order) এ গিয়ে যে প্রোডাক্টটি ক্যানসেল করতে চান ওটিকে বেছে নিয়ে Cancel items অপশনে ক্লিক করুন

কিভাবে অনলাইনে শপিং করতে হয় - Amazon থেকে পণ্য কেনার উপায়

তারপর ক্যানসেল কেন করতে চান তার কোন কারণ দিয়ে cancel selected items on this order অপশনে ক্লিক করলেই অর্ডার টি cancel হয়ে যাবে।

উপসংহার

তাহলে আশা করি আপনি জেনে গেছেন Amazon থেকে পণ্য কেনার উপায় গুলি কি কি। এখনও এই পোষ্টটি সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

এবং কিভাবে অনলাইনে শপিং করতে হয় এটি আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। কারণ তারা হয়তো জানেনা অ্যামাজন থেকে শপিং (Amazon Shopping) কিভাবে করতে হয়। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন:

Leave a Comment