যদি আপনি বাড়িতে বসে আপনার ক্লায়েন্টদের সাথে মিটিং করতে চান তাহলে গুগোল মিত অ্যাপ আপনার জন্য খুবই ব্যবহারযোগ্য একটি অ্যাপ্লিকেশন। আজকাল বাড়িতে বসে পড়াশোনা করার জন্য ছাত্র এবং শিক্ষকরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন। এটি গুগলের দ্বারা তৈরি একটি video conferencing platform।
আপনি যদি Google Meet সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাকে খুবই সাহায্য করবে। কারণ আজকে আমরা গুগোল মিত কি এবং এটা কিভাবে ব্যবহার করে তার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে প্রদান করব। যদি আপনিও গুগোল মিত সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আর্টিকেলটি পড়া শুরু করতে পারেন।
সূচিপত্র
গুগোল মিট কি?
গুগোল মিত একটি video conferencing platform। যার মাধ্যমে আপনি সর্বোচ্চ 100 জন ব্যক্তির সাথে এক ঘন্টা ভিডিও কলের মাধ্যমে কনফারেন্সিং এ কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। কোন কোম্পানি বা প্রতিষ্ঠান এর মিটিং বা স্কুল কলেজের ছাত্র দের বাড়িতে বসে পড়াশোনার জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রফেশনাল ভাবে তৈরি করা হয়। গুগোল এই অ্যাপ্লিকেশনটি কে ভিডিও এর সাহায্যে কমিউনিকেশনের জন্য তৈরি করে।
শুধুমাত্র একটি জিমেইল একাউন্ট এর সাহায্যে লগইন করে যেকোনো ইউজার Google meet এর ব্যবহার করতে পারবেন। জিমেইল আইডি কিভাবে বানাতে হয় সেটি এখান থেকে জানতে পারবেন।
গুগোল মিত এ আইডি কিভাবে বানাবেন?
যদি আপনার কোন জিমেইল আইডি থাকে তাহলে আপনি ওই আইডিটাকে গুগোল মিট অ্যাপ্লিকেশনের মধ্যে সাইন ইন করে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।
আর যদি আপনি G-suite user হয়ে থাকেন তাহলে G-suite এর মাধ্যমে, ডাইরেক্টলি এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবেন।
গুগোল Meet এর সুবিধা
এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি ঘরে বসে যে কোন কোম্পানি বা প্রতিষ্ঠান এর যেকোনো meeting অ্যাটেন্ড করতে পারবেন।
কোন কোম্পানির মালিকের যদি জরুরী মিটিং এর দরকার পড়ে তাহলে সে বিদেশে থেকেও তার স্টাফেদের সাথে মিটিং করতে পারেন।
তাছাড়া যদি আপনি ছাত্র হন তাহলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।
Google meet app download কিভাবে করবেন?
গুগোল মিট ডাউনলোড করবার জন্য আপনি মোবাইলে প্লে স্টোরে গিয়ে Google Meet লিখে সার্চ দিন। তারপর ওখান থেকে গুগোল মিত অ্যাপ্লিকেশনটি খুঁজে নিয়ে, Install অপশনে ক্লিক করুন। এরপর সাথে সাথে এপ্লিকেশনটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে।
এখন যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে https://meet.google.com এই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন।
গুগোল মিট ব্যবহারের নিয়ম – গুগোল মিট কিভাবে ব্যবহার করবেন?
গুগোল মিত ব্যবহার করার জন্য প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন।
তারপর আপনার সামনে এইরকম দুটি অপশন আসবে।
New Meeting : নতুন কোনো মিটিং শুরু করতে পারেন।
Join with a Code : মিটিং এর কোন ইনভাইটেশন কোডের সাহায্যে কোন মিটিং এ জয়েন দিতে পারেন।
নতুন মিটিং কিভাবে শুরু করবেন?
New Meeting অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই অপশনগুলি আসবে। যেখানে আপনি নতুন কোন মিটিং শুরু করার পূর্বে ‘Get a Meeting link to share‘ অপশন এর সাহায্যে কোনো মিটিং শুরু করার আগে আপনার ওয়ার্কার বা বন্ধুদের মিটিং সম্পর্কে জানিয়ে দিতে পারেন। এর মানে হলো তাদের আপনি বলে দিচ্ছেন নির্দিষ্ট মিটিংয়ে জয়েন করার জন্য এই লিংকটি এর সাহায্য নিতে হবে।
যদি আপনি স্বয়ং, এখনই কোন মিটিং শুরু করতে চান তাহলে Start an instant meeting অপশনটি আপনার কাজে আসবে।
instant meeting শুরু করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। যেখানে আপনি দেখতেই পারছেন আপনি খুবই সহজ ভাবে আপনার মিটিং টি কন্ট্রোল করতে পারবেন।
এবং মিটিং শুরু করার পর কোন ব্যক্তিকে আপনার মিটিং এ যোগদান করার অনুমতি দেওয়ার জন্য ‘Share invite‘ অপশনের মাধ্যমে তাকে ডাক দিতে পারেন।
যদি কোনো নির্দিষ্ট দিনে আপনি কোন মিটিং শুরু করতে চান তাহলে Schedule in Google Calender অপশনের মাধ্যমে আপনার clients বা স্টুডেন্টদের আগাম জানিয়ে দিতে পারেন।
কোন মিটিং এ কিভাবে জয়েন করবেন?
Join with a Code অপশনটিতে ক্লিক করার পর, এখানে কোন মিটিং এর ইনভাইটেশন কোড দিলে আপনি মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।
[sc_fs_multi_faq headline-0=”h2″ question-0=”Google meet কোন দেশের অ্যাপ্লিকেশন?” answer-0=”এটি আমেরিকার একটি অ্যাপ্লিকেশন। যেটি পৃথিবীর সবথেকে বড় কোম্পানি গুগোল এর দ্বারা তৈরি।” image-0=”” headline-1=”h2″ question-1=”Google meet এর ব্যবহার কেন করবেন?” answer-1=”গুগোল যেহেতু গুগোল এর প্রোডাক্ট। তাই অন্য সব মিটিং অ্যাপ্লিকেশনের থেকে এর ফিচার এবং বৈশিষ্ট্য বেশি। তাই আপনি কোন মিটিং শুরু করতে বা join করতে গুগল মিত এর ব্যবহার করতে পারেন। এর কিছু ফিচার নিচে দেওয়া হল- নির্দিষ্ট মিটিংয়ে একসাথে 100 জনের মধ্যে আলোচনা করতে পারবেন। যে কোন ডিভাইসে এটি সাপোর্ট করে। সেটি এন্ড্রয়েড বা ল্যাপটপ বা আইফোন যাই হোক না কেন। কোন মিটিংয়ে যাওয়ার আগে Preview দেখতে পারেন। অন্য মেম্বারদের সাথে নিজের স্ক্রিন শেয়ার করতে পারবেন। অন্যদের সাথে টেক্সট মেসেজ, লিংক, ডকুমেন্টস খুব সহজ ভাবে share করতে পারবেন। পার্টিসিপেন্ট এর ব্যবহার খারাপ লাগলে তাকে মিটিং থেকে Remove এবং Mute করতে পারবেন।” image-1=”” count=”2″ html=”true” css_class=””]
উপসংহার
আশাকরি উপরের এই ইনফরমেশন থেকে আপনি বুঝতে পেরেছেন গুগোল মিট কি এবং গুগোল মিট ব্যবহার করে ভিডিও কলিং কিভাবে করতে হয়। এই আর্টিকেলটি সম্পর্কে যদি আপনার এখনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।