ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো – লোগো তৈরি করার নিয়ম

যদি আপনি কোন ব্লগার হয়ে থাকেন তাহলে আপনার সাইটের লোগো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যেকোন সাইটের লোগো ভবিষ্যতে ওই সাইটের ব্যান্ড তৈরি হয়ে যায়। যার ফলে যে কেউ দেখে বলতে পারে এই লোগোটি কোন সাইটের।

তাই যদি আপনিও না জেনে থাকেন ব্লগের জন্য লোগো তৈরি কিভাবে করতে হয় তাহলে চিন্তা করার দরকার নেই কারন আজ আমি এই পোষ্টের মাধ্যমে এমন একটি লোগো তৈরি করার সফটওয়্যার এর সাহায্যে লোগো তৈরি করে দেখাবো যেটার সাহায্যে আপনি আপনার ব্লগের জন্য নামের লোগো তৈরি করতে পারবেন। আর যেটার জন্য আপনাকে কোন পয়সা দিতে হবে না। আপনি একদম বিনামূল্যে বাংলা লোগো ডিজাইন করতে পারবেন।

এখানে আমি দুই ধরনের লোগো তৈরীর সফটওয়্যার থেকে লোগো বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমটি হলো মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে এবং দ্বিতীয়টি অনলাইনে লোগো তৈরি করে। আর ব্লগের জন্য লোগো তৈরি করার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটার দরকার নেই।আপনি আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে খুব সহজে লোগো তৈরি করতে পারবেন।

তাই চলুন আর দেরি না করে তাড়াতাড়ি জেনে নেওয়া যাক ব্লগের জন্য লোগো কিভাবে বানাতে হয়।

ব্লগের জন্য লোগো তৈরি করার নিয়ম

প্রথমে আমি লোগো বানানোর জন্য যে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করব তার নাম হলো পিক্স আর্ট। যেটাকে আপনি বিনামূল্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমি অনলাইনে লোগো তৈরি করবার জন্য canva ওয়েবসাইটের সাহায্য নেব।

PicsArt এর সাহায্যে লোগো বানানোর নিয়ম

বাংলা লোগো ডিজাইন করার জন্য পিকসার্ট খুবই পপুলার সাইট। পিকসার্ট থেকে লোগো বানানোর জন্য প্রথমে আপনাকে মোবাইলে প্লে স্টোর থেকে PicsArt অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন টি খুলে নিয়ে নিচের স্টেপগুলো কে অনুসরণ করুন।

1. Open the application

অ্যাপ্লিকেশনটি খুলে নেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে।

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

যেটিকে scroll করে একদম নিচে গেলে বেগুনি রঙের একটি (+) আইকন দেখতে পাবেন। ওই আইকনটির ওপর ক্লিক করে আপনি নতুন প্রোগ্রাম তৈরি করতে পারবেন। তাই ব্লগ তৈরি করার নতুন প্রোগ্রাম অ্যাড করতে ওই অপশনটিতে ক্লিক করুন।

2. Select Drawing option

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

তারপর নতুন একটি পেজ খুলে যাবে। ওই পেজটি scroll করলে আপনি Drawing নামক একটি সেকশন দেখতে পাবেন এবং ওখান থেকে Create New অপশনটি সাহায্যে আপনি লোগো তৈরি করতে পারবেন। এইজন্য Create New অপশনটি প্রেস করুন।

3. Click on 3 Layer option

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

এবার যে নতুন পেজ ওপেন হবে তার একদম নিচের দিকে আপনি ৩ লেয়ার যুক্ত একটি অপশন দেখতে পাবেন। আপনি ওই অপশনটির সাহায্যে png ফরমেটে লোগো তৈরি করতে পারবেন। এটার সুবিধা হল আপনার লোগো ছাড়া কোন ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ আপনার লোগোতে যুক্ত হবে না।

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

তাই প্রথমে ৩ লেয়ার অপশনটিতে ক্লিক করে ওপরের দুটি চোখের আইকন এর মধ্যে নিচের চোখের আইকনটিতে ক্লিক করুন। তারপর একদম উপরের তীর চিহ্নতে ক্লিক করে Edit image অপশনটি প্রেস করুন।

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম
  • ৩ লেয়ার অপশন এর সাহায্যে png ফরম্যাট তৈরি করতে পারবেন
  • পিএনজি ফরম্যাট তৈরি হয়ে গেলে Edit image এর সাহায্যে png image টি এডিট করতে পারবেন।

4. Add Text on logo

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

এবার আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং লোগোতে text এড করার জন্য একদম নিচের Text অপশন টি প্রেস করতে হবে। আমি যেহেতু এই সাইটের জন্য লোগো বানাতে চাইছি তাই আমি এখানে হিন্দি ট্রাস্ট নামটি দিচ্ছি। আপনি আপনার সাইটের নামটি এখানে দিয়ে দিন।

নাম দেওয়া হলে অপশনটিতে ক্লিক করুন।

তারপর আপনি ওই পোস্টে কোন ধরনের কালার ইউজ করতে চান সেই কালার টি বেছে নিয়ে লোগোটি সঠিকভাবে সেট করুন।

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

সব কিছু হয়ে গেলে একদম উপরের => অ্যারো অপশনটি প্রেস করে দিন।

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

তারপর আপনার লোগোটি gallery তে সেভ করার জন্য Gallery অপশনটিতে ক্লিক করুন।

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

আপনি এখানে দেখতে পারেন আমি আমার সাইটের জন্য যে লোগোটি বানিয়েছি সেটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই লোগোটি আমার সাইটে কিভাবে সেট করব এটা আপনাদের দেখাবো।

ওয়ার্ডপ্রেস ব্লগে লোগো কিভাবে লাগাতে হয়

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

ওয়ার্ডপ্রেস ব্লগে লোগো সেট করার জন্য প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যান।তারপর ওখান থেকে প্রথমে Apperance অপশনে ক্লিক করে Customize অপশনে ক্লিক করুন।

ব্লগের জন্য লোগো কিভাবে বানাবো - লোগো তৈরি করার নিয়ম

এরপর site identity অপশন এ গিয়ে logo section এর নিচের select image অপশনটিতে ক্লিক করুন। তারপর গ্যালারি থেকে নতুন লোগোটি তুলে নিয়ে সেটিকে crop করে publish করে দিন। পাবলিশ করার সাথে সাথে আপনার লোগোটি আপনার সাইটে দেখা দেবে।

অনলাইনে লোগো তৈরি কিভাবে করতে হয়?

  • প্রথমে Canva ওয়েবসাইটে গিয়ে Signup অপশন এর সাহায্যে নিজের নাম, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট বানিয়ে নিন।
  • তারপর I want to Create a… সেকশন টি থেকে Logo অপশনটি বেছে নিন।
  • এরপর What type a Logo? সেকশন টি থেকে আপনি কোন ধরনের লোগো তৈরী করতে চান সেটি বাছুন। আপনি কি ব্লগ এর জন্য লোগো তৈরি করছেন তাই আপনি Brand logo অপশনটি প্রেস করবেন।
  • এখানে আপনি অনেক ধরনের লোগো ডিজাইন ছবি দেখতে পাবেন। এখান থেকে মন পছন্দের লোগোটি বেছে নিয়ে লোগোটি কাস্টমাইজেশন করে নিন
  • এবার লোগোটি ডাউনলোড করার জন্য Download অপশন এ ক্লিক করে file type, png দিয়ে লোগোটি ডাউনলোড করে নিন।

উপসংহার

আমি আশা করি আপনি আপনার বাংলা ব্লগের জন্য বাংলা লোগো ডিজাইন করা শিখে গেছেন। উপরের এই দুটি পদ্ধতির মধ্যে লোগো বানানো খুবই সোজা।তবে যদি এখনো আপনি আপনার ব্লগের জন্য লোগো বানাতে না পেরে থাকেন তাহলে আপনি আমাদের সাথে কমেন্ট এর সাহায্যে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment