ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত

ডোমেইন কিভাবে কিনব – আজকের দিনে অনেক ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করে। এবং ইন্টারনেটের মাধ্যমে তারা অনেক ওয়েবসাইট access করে থাকে।

এদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা নিজের ওয়েবসাইট ও ব্লগ বানাতে চায়। কিন্তু সর্বপ্রথম ওয়েবসাইট বানানোর আগে যেটা দরকার সেটি হলো ডোমেইন নেম।

যেকোনো ওয়েবসাইট বানানোর আগে সর্বপ্রথম আপনাকে ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। এটিকে বলা হয় ডোমেইন নেম। তাই ওয়েবসাইট বানানোর আগে আপনাকে একটি ডোমেইন নেম কিনতে হবে।

কিন্তু অনেকেই ডোমেইন কিভাবে কিনব এ সম্পর্কে জানেনা। যদি আপনি ব্লগ ও ওয়েব সাইট বানাতে চান এবং ডোমেইন নেম কিনতে চান তাহলে আজকের আর্টিকেল এর মাধ্যমে ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত – এই সম্পর্কে জানতে পারবেন।

এবং এই আর্টিকেলটি পড়বার পর আপনি খুব সহজে ডোমেইন কিনতে পারবেন।

ডোমেইন কেনো কিনবেন?

ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য ডোমেইন নামের প্রয়োজন হয়। আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি ইন্টারনেটে খুঁজে পাওয়া সহজ হবে। এবং যে কোন ব্যক্তি আপনার ওয়েবসাইটের নাম এর সাহায্যে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।

প্রত্যেকটি ওয়েবসাইটের আলাদা আলাদা ডোমেইন নেম বা নাম থাকে। যার মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটটি ইন্টারনেটে খুঁজে পাওয়া সহজ হয়। যদি আপনি আপনার ওয়েবসাইটের একটি ভালো নাম দিতে চান তাহলে আপনাকেও ডোমেইন নেম কিনতে হবে।

ডোমেইনের দাম কত?

ডোমেইন নেমের এক্সটেনশন এর ভিত্তিতে ডোমেইন এর দাম নির্ধারণ করা হয়। যদি আপনি .com ডোমেন নিতে চান তাহলে এটির জন্য আপনাকে প্রথম বছরে ৪০০-৫০০ টাকা পর্যন্ত দিতে হবে।

এবং যদি আপনি .in এক্সটেনশন এর ডোমেইন নিতে চান, তাহলে আপনাকে প্রথম বছরে ১৫০-২৫০ টাকা খরচ করতে হবে।

এরকমভাবে প্রত্যেকটি ডোমেন এক্সটেনশন এর ভিত্তিতে ডোমেইনের নাম নির্ধারণ করা হয়। আপনি সরাসরি গুগল থেকে নির্দিষ্ট এক্সটেনশন এর দাম দেখতে পারেন।

ডোমেইন কিভাবে কিনতে হয়?

ডোমেইন কেনার জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে। তবে সবথেকে জনপ্রিয় যে ওয়েবসাইটে থেকে ডোমেইন কেনা হয় সেটি হল Godaddy

এটি হলো সবথেকে বিশ্বস্ত এবং সবথেকে বড় ডোমেইন প্রোভাইডার ওয়েবসাইট। আমরা আজকের আর্টিকেলে ডোমেইন কেনার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করবো।

তাই চলুন আর সময় না বাড়িয়ে ডোমেইন কিভাবে কিনতে হয় এই সম্পর্কে জেনে নেওয়া যাক।

1. Open GoDaddy & Search Domain

ডোমেইন কেনার জন্য আপনাকে সর্বপ্রথম GoDaddy ওয়েবসাইটে যেতে হবে। আপনি এখান থেকে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারেন।

GoDaddy Website

ওয়েবসাইট খুলে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। যেখানে আপনি একটি সার্চ বাটন দেখতে পাবেন।

ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত

আপনি পছন্দ অনুযায়ী যে কোন একটি নাম এখানে দেবার পর সার্চ করুন (যে নামটি আপনার ওয়েবসাইটের জন্য রাখতে চান)।

উদাহরণস্বরূপ আমি Bangla লিখে সার্চ করলাম।

2. Cart Your Domain Name

আপনার পছন্দের যেকোন নাম লিখে সার্চ করবার পর আপনার সামনে ওই সম্পর্কিত অনেকগুলি ডোমেইন নেম দেখানো হবে।

আপনি Domain কিনবার জন্য এগুলোর মধ্যে থেকে, যে কোন একটি ডোমেইন নেম বেছে নিতে পারেন।

ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত

ডোমেইন বেছে নেওয়ার পর আপনি Cart (+) অপশনটি press করে দিন।

ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত

Domain Cart করবার পর “কত বছরের জন্য ডোমেইন নেম কিনছেন”, এটি ঠিক করে নিয়ে Continue Shopping অপশনে ক্লিক করুন।

ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত

এবং দাম দেখে নেওয়ার পর, Ready to Pay অপশন প্রেস করুন।

3. Create Account

ডোমেইন রেজিস্ট্রেশন করবার জন্য এখন আপনাকে Godaddy তে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত

একাউন্ট তৈরি করবার জন্য আপনি Facebook, Google বা Email যেকোনো একটি অপশন বেছে নিতে পারেন।

এখন, যেকোনো একটি অপশন এর উপরে ক্লিক করে আপনি Godaddy ওয়েবসাইটে পুরোপুরিভাবে প্রবেশ করুন।

4. Give Your Details

এরপর আপনার ডিটেইলস দেওয়ার জন্য আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, পিন কোড এগুলি দিন।

ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত

আপনার কাছে সমস্ত ডিটেইলস (Organization, GSTIN) নাও থাকতে পারে। এইজন্য আপনি শুধুমাত্র যেগুলি লাল রংয়ের * দেওয়া আছে, এগুলি ফিলাপ করতে পারেন।

সাধারণ ডিটেইলস গুলি দেওয়ার পর, Save অপশনে ক্লিক করুন।

5. Complete Payment

এরপর এগুলির মধ্যে থেকে যে কোন একটি পেমেন্ট অপশন বেছে নিয়ে পেমেন্ট করে দিন।

ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত

পেমেন্ট করবার সাথে সাথে আপনার নামে ডোমেইন রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

এবং এরপর আপনি ডোমেইন নেমটির সাহায্যে যেকোনো ওয়েবসাইট, তৈরি করতে পারবেন।

কিছু Domain Provider ওয়েবসাইট

Godaddy ছাড়াও আরো অনেক ডোমেন প্রোভাইডার কোম্পানি রয়েছে। আপনি চাইলে সেখান থেকেও ডোমেইন নেম কিনতে পারেন।

কিছু বিশ্বস্ত ডোমেইন প্রোভাইডার ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হল।

Domain Renew কিভাবে করবেন?

ডোমেইন কেনার সময় একটি নির্দিষ্ট ভ্যালিড অনুযায়ী ডোমেইন কেনা হয়। যেমন এক বছর, দুই বছর বা দশ বছরের জন্য।

এই নির্দিষ্ট সময়ে অতিক্রম হয়ে গেলে আপনাকে পুনরায় ডোমেইন renew করতে হবে। তা না হলে আপনার ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে পারবে না।

মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে যেমন কথা বলার জন্য পুনরায় রিচার্জ করতে হয়, ঠিক তেমনি ডোমেইন এর ভ্যালিডিটি শেষ হয়ে গেলে সেটি পুনরায় Renew করতে হবে।

যদি আপনি Godaddy থেকে ডোমেইন কিনে থাকেন তাহলে,

Godaddy থেকে Domain Renew করবার জন্য, Godaddy ওয়েব সাইটে যাওয়ার পর, My Domain সেকশনে যেতে হবে।

সেখানে আপনি Domain Renew নামক একটি অপশন পাবেন। এই অপশনের মাধ্যমে আপনি নির্দিষ্ট ডোমেইনটি, কতদিনের জন্য Renew করতে চান, সেটি বেছে নেওয়ার পর, পেমেন্ট করে Renew করে নিন।

Notes:

আপনি যে ওয়েবসাইট থেকে ডোমেইন নেম কিনেছেন আপনাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডোমেইন টি Renew করতে হবে।

এবং যদি আপনি ভবিষ্যতে একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ডোমেইন ট্রান্সফার করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি টান্সফার করা ওয়েবসাইটটি থেকে Renew করতে পারেন।

উপসংহার

আশা করি উপরের ইনফরমেশন থেকে ডোমেইন কিভাবে কিনতে হয় ও ডোমেইনের দাম কত এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি এখনও ডোমেইন কিনতে গিয়ে আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

আরও পড়ুন

Leave a Comment