ওয়েব পেজ | ওয়েব পেজ কি | ওয়েব পেজ কাকে বলে?

ওয়েব পেজ কি – আজকের দিনে বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করে। এবং ইন্টারনেটের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং ওয়েব পেজ ভিজিট করে। এদের মধ্যে অনেক ব্যক্তি ওয়েবসাইট সম্পর্কে জানেন, কিন্তু ওয়েব পেজ কথাটি অনেকের কাছে একদমি নতুন।

এই জন্য ওয়েব পেজ সম্পর্কে না জানা ব্যক্তিদের জন্য আজকের আর্টিকেলে আমরা ওয়েব পেজ কাকে বলে, ওয়েব পেজ খোলার নিয়ম এবং ওয়েব পেজ কিভাবে তৈরি করে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেখান থেকে আপনারা ওয়েব পেজ সম্পর্কে সম্পূর্ণ ইনফর্মেশন পেয়ে যাবেন।

তাই চলুন দেরী না করে ওয়েবপেজ সম্পর্কে এসমস্ত প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।

ওয়েব পেজ কি?

ওয়েব পেজ হলো এক ধরনের এইচটিএমএল ডকুমেন্ট। যেটি ইন্টারনেটের মাধ্যমে এবং ওয়েব ব্রাউজার এর সাহায্যে access করা যায়।

প্রত্যেক ওয়েব সাইট একটি বা একাধিক ওয়েবপেজের সমষ্টির দ্বারা তৈরি হয়। এবং প্রত্যেকটি ওয়েবপেজের আলাদা আলাদা ইউ আর এল অ্যাড্রেস থাকে। যার মাধ্যমে নির্দিষ্ট ওয়েব পেজটি user ব্যবহার করতে পারে।

ওয়েবপেজে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো এইচটিএমএল ডকুমেন্ট লেখার কারণে এটিকে এইচটিএমএল ডকুমেন্ট ও বলা হয়। তবে কিছু কিছু সময় ওয়েব পেজে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ও ব্যবহার করা হয়।

নির্দিষ্ট ওয়েবপেজকে ইউজারের সামনে পরিবেশন করার জন্য, ওয়েব পেজটিকে সার্ভারের সাথে কানেক্ট করতে হয়। যেখানে নির্দিষ্ট ওয়েবপেজের সমস্ত ডাটা জমা হয়। এবং কোন ভিজিটর নির্দিষ্ট ওয়েবসাইটের ওয়েবপেজে আসার পর সেই সমস্ত ডাটা গুলো দেখতে ও পড়তে পারে।

ওয়েব পেজ এর উদাহরণ

এখন আপনি আমার এই পেজটি থেকে “ওয়েব পেজ কাকে বলে” – এই সম্পর্কে ইনফরমেশন নিচ্ছেন। তাই এটিও একটি ওয়েব পেজ এর উদাহরণ।

ওয়েব পেজ কাকে বলে - ওয়েব পেজ খোলার নিয়ম

আপনি ইন্টারনেট ব্যবহার করে যে কোন ওয়েব সাইটের যে কোন একটি পেজ খুলে নিলে, সেটিকেই ওয়েব পেজ এর উদাহরণ হিসেবে ধরা হবে।

ওয়েব পেজ কাকে বলে?

ওয়েব পেজ হলো HTML (Hypertext Markup Language) এ লেখা এক ধরনের ডকুমেন্ট। যেটি ইন্টারনেটের সাহায্যে নির্দিষ্ট ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে হয়।

একটি ওয়েব পেজে নির্দিষ্ট url থাকে। এই url টি খুললেই, ওয়েব পেজে থাকা গ্রাফিক্স, টেক্সট এবং হাইপেরলিনক দেখতে পাওয়া যায়।

ওয়েব পেজে কি কি থাকতে পারে?

যদি আপনি ওয়েব পেজ বানাতে চান তাহলে তার মধ্যে অনেক কিছু জিনিস যুক্ত করতে পারবেন। যেগুলোর সাহায্যে আপনি ব্যবহারকারীদের ইনফর্মেশন দিতে পারবেন।

সেগুলি হলো –

  • টেক্সট
  • অডিও
  • ভিডিও
  • ছবি
  • পিডিএফ ফাইল
  • অন্যান্য ওয়েব পেজ লিংক
  • ইত্যাদি।

পৃথিবীর প্রথম ওয়েব পেজ কে, কবে তৈরি করেন?

১৯৯১ সালে, Sir Tim Berners Lee নামক এক ব্যক্তি প্রথমবার ওয়েবপেজ তৈরী করেন। এবং তিনি ওয়েবপেজটি তৈরি করবার জন্য এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করেন।

এবং তিনি যে ওয়েবপেজটি বানিয়ে ছিলেন তার ওয়েব এড্রেস টি হল – http://info.cern.ch/

ওয়েব পেজ কয় প্রকার কি কি?

ওয়েব পেজ দুই প্রকারের হয়। ১. Static Webpage এবং ২. Dynamic Webpage

১. Static Webpage

এই ধরনের ওয়েব পেজকে flat page ও বলা হয়ে থাকে। এই ধরনের ওয়েবপেজ বানানোর জন্য এইচটিএমএল এবং সিএসএস ল্যাঙ্গুয়েজ এর প্রয়োজন হয়।

স্ট্যাটিক ওয়েবপেজে প্রত্যেকদিন নতুন নতুন ইনফর্মেশন পাবলিশ ও আপডেট করা হয় না। এখানে শুধুমাত্র 1 থেকে 2 বার ইনফর্মেশন যুক্ত করে, ওয়েব পেজ গুলি পাবলিশ করে দেওয়া হয়।

কোন ব্যক্তিগত বা কোম্পানির ইনফরমেশন দেওয়ার জন্য স্ট্যাটিক ওয়েব পেজ ব্যবহৃত হয়।

এই ধরনের ওয়েবপেজ লোড হতে সময় কম লাগে।

২. Dynamic Webpage

এই ধরনের ওয়েব পেজে নতুন নতুন ইনফর্মেশন যুক্ত করার সাথে সাথে পোস্ট গুলি প্রত্যেকদিন আপডেট করা হয়।

আবহাওয়ার খবর, খেলার খবর এবং বিভিন্ন ধরনের সংবাদ দেওয়ার জন্য ডাইনামিক ওয়েব পেজ ব্যবহার করা হয়।

এই ধরনের ওয়েবপেজ লোড হতে সময় বেশি লাগে।

ওয়েব পেজ খোলার নিয়ম

যদি আপনি ইন্টারনেট ব্যবহার করার নির্দিষ্ট ওয়েব পেজ দেখতে চান তাহলে এই সমস্ত স্টেপগুলো ফলো করতে পারেন।

তবে একটা কথা বলে রাখি। ইন্টারনেটে লক্ষ লক্ষ ওয়েব পেজ আছে। যদি আপনি তার মধ্য থেকে নির্দিষ্ট ওয়েব পেজে প্রবেশ করতে চান তাহলে নির্দিষ্ট ওয়েবপেজের ইউ আর এল এড্রেসটি আপনাকে জানতে হবে। এবং ইউ আর এল অ্যাড্রেস এর মাধ্যমেই আপনি নির্দিষ্ট ওয়েবপেজে পৌছাতে পারবেন।

ওয়েব পেজ দেখবার জন্য আপনি প্রথমে আপনার ডিভাইস এর যেকোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিন। এবং এরপর ওয়েব ব্রাউজার এর মধ্যে নির্দিষ্ট ওয়েব পেজের এড্রেসকে দিয়ে দিন।

এড্রেসটি দেওয়ার পর সার্চ বাটন বা এন্টার বাটনে ক্লিক করলেই, আপনি ওয়েবপেজে পৌঁছে যাবেন।

এরপর সেই ওয়েব পেজে থাকা ইনফরমেশন গুলো একসেস করতে পারবেন।

এভাবে আপনি শুধুমাত্র ইউআরএল অ্যাড্রেস জেনে নিয়ে যেকোন ওয়েবপেজ ভ্রমণ করতে পারেন।

ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য

১. ওয়েব পেজ হলো একটি এইচটিএমএল ডকুমেন্ট। ওয়েব সাইট হল অনেকগুলি ওয়েবপেজের সমষ্টি।

২. ওয়েব পেজ বিনামূল্যে বানানো যায়। কিন্তু ওয়েবসাইট বানানোর জন্য ইনভেস্ট করতে হয়।

৩. ওয়েব পেজ বানানোর জন্য ওয়েবসাইট এর প্রয়োজন হয় না। ওয়েবসাইট বানানোর জন্য ওয়েবপেজের প্রয়োজন হয়।

৪. ওয়েব পেজ বানানোর জন্য নোটপ্যাডের প্রয়োজন হয়। ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন টুলস এর প্রয়োজন হয়।

৫. ওয়েব পেজ বানানোর জন্য, প্রচুর পরিমাণে জানার দরকার নেই। কিন্তু ওয়েবসাইট বানানোর জন্য দক্ষ হতে হয়।

কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয় (how to create a web page)

একটি ওয়েব পেজ বানানোর জন্য তিনটি জিনিসের প্রয়োজন। সেগুলি হলো

  1. HTML ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান
  2. Web Browser
  3. Notepade (Text Editor)

ওয়েব পেজ তৈরি করবার জন্য, আপনি কম্পিউটারে প্রথমে ওয়েব ব্রাউজার এবং নোটপ্যাড ইন্সটল করে নিন। এবং এরপর HTML coding শিখে নিন।

Html coding শিখে নেওয়ার পর, আপনি ইউটিউব এ থাকা বিভিন্ন টিউটোরিয়াল দেখে, যেকোন ওয়েবপেজ তৈরি করতে পারবেন।

এরজন্য এই ভিডিওটি দেখতে পারেন।

ওয়েব পেজ ডিজাইন কি?

নির্দিষ্ট ওয়েব পেজকে Appearance করার জন্য সঠিক color, scheme, page layout এবং fonts এর ব্যাবহার করা হয়। যার সাহায্যে ওয়েব পেজকে ডিজাইন দেওয়া যায়। এটিকেই ওয়েব পেজ ডিজাইন বলে।

ওয়েব পেজ কি দিয়ে লেখা হয়?

ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ এর প্রয়োগ করা হয়। তবে ওয়েব পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়ার জন্য, CSS language এরও ব্যাবহার করা হয়।

ওয়েব পেজের এড্রেসকে কি বলা হয়?

ওয়েব পেজের এড্রেসকে URL বলা হয়। যার পুরো কথা হলো Universal Resource Locator।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে ওয়েব পেজ কি, কয় প্রকার ও কি কি এবং ওয়েব পেজ খোলার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এখনও web page সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment