নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় – যদি আপনাকে বাংলায় নিজের সম্পর্কে দশটি বাক্য লিখতে বলা হয় তাহলে আপনি কি লিখবেন এটা হয়তো অনেকেই জানেনা। এইজন্য আজকের এই আর্টিকেলটি থেকে আমরা আপনাকে ১০ টি বাক্য নিজের সম্পর্কে দেব। এগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন।

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

  1. আমার নাম —–
  2. আমার জন্ম —— সালে
  3. আমার বয়স —— বছর
  4. আমি কলকাতায় থাকি
  5. আমি ক্লাস টুয়েলভে পড়ি
  6. আমার বিদ্যালয়ের নাম ——
  7. আমি গান শুনতে ভালবাসি
  8. আমার জীবনের লক্ষ্য হলো ডাক্তার হওয়া
  9. স্কুলের সব শিক্ষক আমাকে ভালোবাসে
  10. আমি রোজ সন্ধ্যা বেলা বন্ধুর সাথে বেড়াতে যাই।

নিজের সম্পর্কে কিছু কথা

নিজের সম্পর্কে কথা বলার জন্য আপনি কোথায় থাকেন বা আপনি কি করতে ভালোবাসেন এইসব সম্পর্কে কথা বলতে পারেন। আমি এখানে আমার সম্পর্কে কিছু কথা আপনাদের বলছি এগুলো আপনি আপনার মত করে ব্যবহার করতে পারেন।

আমার নাম সঞ্জু রাউত। আমার বাড়ি কলকাতায়। আমি বিবিএ নিয়ে গ্রাজুয়েট করেছি। আমি ব্লগিং করতে ভালোবাসি তাই, নিজের শখ পূরণ করতে আমি ব্লগিংকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি। এছাড়াও আমার গান শুনতে এবং নতুন নতুন জিনিস অনলাইন থেকে শিখতে ভালো লাগে।

উপসংহার

আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় আপনি পেয়ে গেছেন। এখন আপনি এরকম ভাবে যে কোন ব্যক্তিকে নিজের সম্পর্কে ১০টি বাক্য বলতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

Leave a Comment