অনেকেই মহাপ্রাণ বর্ণের নাম শুনে থাকবেন। কিন্তু মহাপ্রাণ বর্ণ কাকে বলে এই সম্পর্কে অনেকেরই অজানা।
এইজন্য আজকের আর্টিকেল থেকে আমরা মহাপ্রাণ বর্ণ কাকে বলে, মহাপ্রাণ বর্ণ কোনগুলো এবং
মহাপ্রাণ বর্ণ কয়টি – এই সম্পর্কে জেনে নেব।
যদি আপনিও মহাপ্রাণ বর্ণ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের আর্টিকেলটা পড়ে নিন।
মহাপ্রাণ বর্ণ কাকে বলে?
যে সকল বর্ণগুলি উচ্চারণ করবার সময় ফুসফুস থেকে নির্গত বায়ু অধিক পরিমাণে বের হয় সেগুলিকে মহাপ্রাণ বর্ণ বলা হয়।
অর্থাৎ মহাপ্রাণ বর্ণ উচ্চারণ করার সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে।
মহাপ্রাণ বর্ণ গুলি কি কি?
বাংলা বর্ণমালায় যে পাঁচটি বর্গ রয়েছে, তাদের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ গুলি হলো মহাপ্রাণ বর্ণ। বাংলা বর্ণমালায় মোট ১০ টি মহাপ্রাণ বর্ণ রয়েছে। এগুলি হল –
খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ
উপসংহার
আশা করি উপরের ইনফরমেশন থেকে মহাপ্রাণ বর্ণ কাকে বলে, মহাপ্রাণ বর্ণ কয়টি ও বর্ণ গুলি কি কি – এই সম্পর্কে জানতে পেরেছেন। যদি আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং তাদেরকেও মহাপ্রাণ বর্ণ সম্পর্কে ধারণা দিতে পারেন।
আরও জানুন