অল্পপ্রাণ বর্ণ কাকে বলে – অল্পপ্রাণ বর্ণ কি কি?

আগের আর্টিকেল থেকে আমরা মহাপ্রাণ বর্ণ সম্পর্কে জেনেছিলাম। আজকের আর্টিকেল থেকে আমরা অল্পপ্রাণ বর্ণ সম্পর্কে জেনে নেব।

যেখান থেকে আপনি অল্পপ্রাণ বর্ণ কাকে বলে এবং অল্পপ্রাণ বর্ণ কি কি – এই দুটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি আপনিও অল্পপ্রাণ বর্ণ সম্পর্কে জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন।

অল্পপ্রাণ বর্ণ কাকে বলে?

যে সকল বর্ণগুলি উচ্চারণ করার সময় নিঃশ্বাস জোরে সংঘটিত হয় না এবং বাতাসের জোর কম থাকে, সেই সকল বর্ণ গুলিকে অল্পপ্রাণ বর্ণ বলে।

এই সকল বর্ণগুলি উচ্চারণ করবার সময় ফুসফুস থেকে নির্গত বায়ু কম পরিমাণে বের হয়।

অল্পপ্রাণ বর্ণ কি কি?

বাংলা বর্ণমালায় যে পাঁচটি বর্গ রয়েছে, তাদের প্রথম এবং তৃতীয় বর্ণ গুলি হলো মহাপ্রাণ বর্ণ। বাংলা বর্ণমালায় মোট ১০ টি অল্পপ্রাণ বর্ণ রয়েছে। এগুলি হল –

ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব

উপসংহার

আশা করি উপরের ইনফরমেশন থেকে অল্পপ্রাণ বর্ণ কাকে বলে, অল্পপ্রাণ বর্ণ কয়টি ও বর্ণ গুলি কি কি – এই সম্পর্কে জানতে পেরেছেন। যদি আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং তাদেরকেও অল্পপ্রাণ বর্ণ সম্পর্কে ধারণা দিতে পারেন।

আরও জানুন

Leave a Comment