Block Letter meaning in Bengali | ইংরেজি ব্লক লেটার মানে কি?

ব্লক লেটার মানে কি – কম্পিউটার বা পেপারে লেখালেখি করবার সময় ব্লক লেটার শব্দটি শুনতে পাওয়া যায়। এবং লেখার সময় আমাদের কখনো কখনো ব্লক লেটার ব্যবহার করার প্রয়োজন পড়ে। কোন কিছু লিখতে গেলে ব্লক লেটার এবং স্মল লেটার এর সম্মিলিত কোন word বা sentece একত্রে লিখতে হয়।

আজকের আর্টিকেলে আমরা ব্লক লেটার কি, ব্লক লেটার লেখার নিয়ম এবং ব্লক লেটার কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি মনোযোগ দিয়ে পড়ার পর, আপনি ব্লক লেটার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তাই চলুন দেখে নেওয়া যাক প্রকৃতপক্ষে ব্লক লেটার মানে কি।

ব্লক লেটার কি?

কোন কিছু লেখার সময় আমরা যে সকল বড় হাতের অক্ষর গুলি ব্যবহার করি সেগুলিকে ব্লক লেটার বলা হয়। বাংলায় বড় হাতের অক্ষর বলা হয় এবং ইংরেজিতে Block Letter নামে পরিচয় দেওয়া হয়।

ব্লক লেটার মানে কি? (Block Letter meaning in Bengali)

Block মানে হলো বড় এবং Letter মানে হল অক্ষর। সুতরাং ব্লক লেটার মানে হল বড় হাতের অক্ষর

তবে ব্লক লেটার শুধুমাত্র ইংরেজি লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ ইংরেজি লেখার সময় স্মল লেটার লিখতে লিখতে কখনো কখনো ব্লক লেটার লেখার প্রয়োজন পড়ে।

এবং দুই লেটার এর কম্বিনেশন তৈরি করে একটি ওয়ার্ড এবং পুরো বাক্য তৈরি করা হয়।

ব্লক লেটার কাকে বলে

ইংরেজি লেখার সময় যে সকল বড় হাতের word গুলি ব্যবহার করা হয় সেগুলিকে এক কথায় ব্লক লেটার বলে।

Capital ‘A থেকে Z’ পর্যন্ত ওয়ার্ড গুলি হল ব্লক লেটার এর উদাহরণ।

ব্লক লেটার মিনিং ইন বেঙ্গলি (Block Letter meaning in Bengali)

Block মানে বড় হাতের লেখা এবং Letter মানে হলো শব্দ বা ওয়ার্ড (word)।

সুতরাং ইংরেজিতে এটিকে Block Letter এবং বাংলায় এটিকে বড় হাতের ওয়ার্ড বলা হয়।

ইংরেজিতে কতগুলি ব্লক লেটার আছে ও কি কি?

ইংরেজিতে মোট 26 টি ব্লক লেটার আছে। যেগুলি নির্দিষ্ট শব্দ বা বাক্যের প্রথমে ব্যবহার করা হয়।

ব্লক লেটার কি এবং ব্লক লেটার লেখার নিয়ম

ব্লক লেটার গুলি হল –

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z.

ব্লক লেটার লেখার নিয়ম

ব্লক লেটার লেখার কিছু নিয়ম আছে। তবে যে নিয়মগুলি সবথেকে বেশি ব্যবহার করা হয় সেগুলি হল –

  1. কোন ব্যক্তি বা বস্তুর নামের প্রথম অক্ষরটি ব্লক লেটারে লিখতে হয়।
  2. কোন sentence শুরু করবার সময়, প্রথম অক্ষরের প্রথম শব্দটি ব্লক লেটারে লিখতে হয়।
  3. কোন জিনিস এর short form লেখার সময়, নির্দিষ্ট ওয়ার্ড গুলির শুধুমাত্র ব্লক লেটার গুলি ব্যবহার করা হয়।

ব্লক লেটার কিভাবে লেখে?

ব্লক লেটার লেখার সময়, আপনি যে কোন বাক্য লেখার আগে, বাক্যের একদম শুরুর প্রথম শব্দটি block লেটার করতে হবে। এবং কোনো ব্যক্তি বা বস্তুর নামের প্রথম অক্ষর বড় হাতের লিখতে হয়।

আপনি যদি কোন বাক্য বা প্যারাগ্রাফ লিখতে যান, তাহলে এই সকল জিনিসগুলি মাথায় রেখে আপনাকে লিখতে হবে।

এবং কম্পিউটারে ব্লক লেটার লিখবার জন্য আপনি Shift key এবং Caps Lock এর সাহায্য নিতে পারেন।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে ব্লক লেটার কি, ব্লক লেটার কাকে বলে, ব্লক লেটার মানে কি এবং ব্লক লেটার লেখার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এখনও ব্লক লেটার সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্ট এর মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

1 thought on “Block Letter meaning in Bengali | ইংরেজি ব্লক লেটার মানে কি?”

Leave a Comment