বর্গীয় বর্ণ কাকে বলে – বর্গীয় বর্ণ কয়টি ও কত প্রকার

বর্গীয় বর্ণ কি – বাংলা বর্ণমালায় বর্গীয় বর্ণ সম্পর্কে অনেকেই জানেন না। এই জন্য আজকের আর্টিকেল থেকে আমরা বর্গীয় বর্ণ সম্পর্কে বিস্তারিত জানব।

যেখান থেকে আপনারা বর্গীয় বর্ণ কাকে বলে, বর্গীয় বর্ণ কয়টি এবং বর্গীয় বর্ণ কত প্রকার – এই সম্পর্কে জানতে পারবেন। তাই যদি আপনিও বর্গীয় বর্ণ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন।

বর্গীয় বর্ণ কাকে বলে?

গণিতের ক্ষেত্রে আমরা জানি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাকে মূল সংখ্যার বর্গ বলে। এবং যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান, তাকেও বর্গক্ষেত্র বলে।

ব্যাকরণের বর্গের ধারণাটিও গণিতের বর্গের ধারণা থেকেই এসেছে।

বর্গীয় বর্ণ কাকে বলে - বর্গীয় বর্ণ কয়টি ও কত প্রকার

ক থেকে ম পর্যন্ত বর্ণগুলির সজ্জা ভালো করে করলে দেখতে পাবেন, বর্ণগুলি বর্গাকারে সাজানো আছে। আড়াআড়ি ও লম্বালম্বিভাবে গুনলে দু দিক থেকেই ৫টি বর্ণ পাওয়া যাবে। এইজন্য এই ২৫ টি বর্ণকে বাংলা বর্ণমালায় বর্গীয় বর্ণ বলা হয়।

বর্গীয় বর্ণ কয়টি?

বাংলা বর্ণমালায় মোট ২৫ টি বর্গীয় বর্ণ রয়েছে। বর্গীয় বর্ণের অপর নাম হল স্পর্শ বর্ণ। এই ২৫ টি বর্ণ হলো –

ক খ ঘ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম

বর্গীয় বর্ণ কত প্রকার?

বর্গীয় বর্ণ পাঁচ প্রকারের। প্রত্যেকটি বর্ণ কে আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। এই গোষ্ঠীগুলি হলো –

ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ ও প বর্গ।

এই পাঁচটি গোষ্ঠীর মধ্যে ২৫ টি বর্গীয় বর্ণ রয়েছে। কোন গোষ্ঠীতে কোন বর্গীয় বর্ণ রয়েছে এগুলো জেনে নিন।

  • বর্গে রয়েছে – ক খ গ ঘ ঙ
  • বর্গে রয়েছে – চ ছ জ ঝ ঞ
  • বর্গে রয়েছে – ট ঠ ড ঢ ণ
  • বর্গে রয়েছে – ত থ দ ধ ন
  • বর্গে রয়েছে – প ফ ব ভ ম

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে বর্গীয় বর্ণ কাকে বলে, বর্গীয় বর্ণ কয়টি এবং বর্গীয় বর্ণ কত প্রকার – এই সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। যদি এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও জানুন

Leave a Comment