স্পর্শ বর্ণ কাকে বলে | স্পর্শ বর্ণ কয়টি | স্পর্শ ধ্বনি কাকে বলে

বাংলা বর্ণমালায় স্পর্শ বর্ণ কাকে বলে এবং স্পর্শ বর্ণ কয়টি ও কি কি এই সম্পর্কে অনেকেই জানেন না। এইজন্য আজকের আর্টিকেল থেকে আমরা বাংলা বর্ণমালায় কোন বর্ণগুলিকে স্পর্শ বর্ণ বলা হয় এই সম্পর্কে জানব। তাই চলুন দেরী না করে জেনে নেওয়া যাক।

স্পর্শ বর্ণ কাকে বলে?

যেসকল বর্ণগুলি উচ্চারণ করার সময়, জিভের কোনো অংশের সাথে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠের স্পর্শ ঘটে, সেই সকল বর্ণ গুলিকে স্পর্শ বর্ণ বলে।

অর্থাৎ যে সকল বর্ণগুলি উচ্চারণকালে, জিভের সাথে মুখ গহ্বরের কোন না কোন অংশের স্পর্শ ঘটে, সেগুলিকেই স্পর্শ বর্ণ বলা হয়।

স্পর্শ বর্ণ কয়টি?

বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত মোট 25 টি বর্ণ, স্পর্শ বর্ণের মধ্যে পরে। অর্থাৎ বাংলা বর্ণমালায় মোট 25 টি স্পর্শ বর্ণ রয়েছে।

এই পঁচিশটি বর্ণ উচ্চারণ করার সময় জিভের সাথে মুখ গহবরের কোন না কোন অংশের সাথে স্পর্শ ঘটে।

স্পর্শ বর্ণ কি কি?

ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে সেগুলি হলো স্পর্শ বর্ণ। এই পঁচিশটি স্পর্শ বর্ণ হল –

ক খ ঘ ঘ ঙ

চ ছ জ ঝ ঞ

ট ঠ ড ঢ ণ

ত থ দ ধ ন

প ফ ব ভ ম

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে স্পর্শ বর্ণ কাকে বলে, স্পর্শ বর্ণ কয়টি ও কি কি – এই সম্পর্কে জানতে পেরেছেন। যদি এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

2 thoughts on “স্পর্শ বর্ণ কাকে বলে | স্পর্শ বর্ণ কয়টি | স্পর্শ ধ্বনি কাকে বলে”

Leave a Comment