আজকের এই থেকে আমরা নক্ষত্র সম্পর্কে বিস্তারিত জানব। অনেকের মনে নক্ষত্র সম্পর্কে অনেক প্রশ্ন থাকে আজকের এই আর্টিকেল থেকে আমরা এই সকল প্রশ্নের উত্তর গুলো জেনে নেব।
যেমন নক্ষত্র কাকে বলে, নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়, নক্ষত্র দিন এবং নক্ষত্র মন্ডল কি, নক্ষত্র পতন কাকে বলে ইত্যাদি।
যদি আপনিও নক্ষত্র সম্পর্কে এই সকল প্রশ্ন গুলোর উত্তর পেতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
সূচিপত্র
নক্ষত্র কি?
রাত্রিবেলা আকাশের দিকে তাকালে অনেক আলোকবিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায়। এইগুলি হলো নক্ষত্র। নক্ষত্রের নিজস্ব আলো এবং উত্তাপ উভয়ই আছে।
উদাহরণ হিসেবে আমরা সূর্যকে নক্ষত্র হিসেবে ধরতে পারি। কারণ সূর্যের নিজস্ব আলো রয়েছে।
সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হল প্রক্সিমা সেন্টুরি। মহাকাশে এরকম অসংখ্য নক্ষত্র রয়েছে।
নক্ষত্র কাকে বলে?
মহাকাশে ভাসমান যেসকল জ্যোতিষ্কের নিজের আলাে ও উত্তাপ আছে এবং যারা আয়তনে বৃহৎ ও মিটমিট করে জ্বলে, তাদের নক্ষত্র বলে।
এরা প্রধানত এক-একটি অতিবিশাল গ্যাসীয় পিণ্ড।
সোজা ভাবে বলতে গেলে যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে।
উদাহরণ – সূর্য,ধ্রুবতারা ইত্যাদি।
নক্ষত্রের বৈশিষ্ট্য
- নক্ষত্রের নিজস্ব আলো ও তাপ রয়েছে
- বিভিন্ন ধরনের পরমাণু একত্রিত হয়ে নক্ষত্র সৃষ্টি হয়
- এগুলি গ্রহের তুলনায় বড়
- নক্ষত্রের আলোয় গ্রহ আলোকিত হয়
- নক্ষত্র তুলনায় গ্রহ অনেক ছোট হয়
- ইত্যাদি।
নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়?
মহাকাশে মধ্যে অনেক গ্যাসীয় পরমাণু রয়েছে যেগুলি খালি চোখে দেখা যায় না। এর মধ্যে বিশেষ করে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি। এবং এগুলি মহাকাশের মধ্যে বিকৃতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকে।
এগুলি একে অপরের সাথে ঘনীভূত হতে থাকলে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এই বিক্রিয়া কারণে এদের মধ্যে চুম্বকীয় আকর্ষণ তৈরি হয়।
এরকম ভাবে একে অপরের সাথে অসংখ্য গ্যাসীয় পরমাণু, সংযুক্ত হয়ে কয়েক মিলিয়ন বছর পর এটি একটি নক্ষত্রে পরিণত হয়।
এবং পারমাণবিক বিক্রিয়ার ফলে এর মধ্যে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং এই কারণেই নক্ষত্র থেকে তাপ ও আলো বিকিরণ হয়।
এইভাবেই নক্ষত্র সৃষ্টি হয়।
নক্ষত্র কয়টি ও কি কি?
বিজ্ঞানীদের মতে সাধারণত নক্ষত্র তিন ধরনের হয়ে থাকে।
- ছোট নক্ষত্র
- মাঝারি নক্ষত্র বা সক্রিয় নক্ষত্র
- অধিক সক্রিয় বৃহদাকার দানব নক্ষত্র।
আমাদের সূর্য একটি মধ্যম সারির নক্ষত্র।
নক্ষত্র কয়টি, এটি কখনোই বলা সম্ভব নয়। কারণ মহাকাশে অসংখ্য গ্যালাক্সি রয়েছে এবং সেই সমস্ত গ্যালারির মধ্যে অসংখ্য নক্ষত্র রয়েছে। সেগুলিকে গোনা কখনোই সম্ভব নয়।
নক্ষত্র দিন কাকে বলে?
সূর্যের পরিবর্তে দূরের কোন নক্ষত্রকে স্থির বিন্দু হিসাবে ধরে পৃথিবীর আবর্তনের সময় গণনা করলে দেখা যায়, একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখার ঠিক মাথার ওপর সেই নক্ষত্রটির পরপর দুবার আসার সময়ের ব্যবধান হয় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড।
এইভাবে কোন নক্ষত্রকে স্থির বিন্দু হিসাবে ধরে ২৪ ঘণ্টার চেয়ে ৩ মিনিট ৩৬ সেকেন্ড কম সময়ে পৃথিবীর একটি পূর্ণ আবর্তন অনুসারে যে সময় বা দিন গণনা করা হয়, তাকেই বলে নাক্ষত্রদিন।
নক্ষত্র মন্ডল কাকে বলে?
কাছাকাছি থাকা অনেক গুলি তারার একত্র সমাবেশ কে নক্ষত্র মন্ডল বলে। সোজা কথায়, তারার ঝাঁককে একত্রে নক্ষত্র মন্ডল বলে।
যেমন – সপ্তর্ষি মন্ডল, ক্যাসিওপিয়া প্রভৃতি।
নক্ষত্র পতন কাকে বলে?
রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ল। এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারাখসা বলে।
নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য
নক্ষত্র | গ্রহ |
এগুলি এক একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড | এগুলি শীতল ও কঠিন |
এদের নিজস্ব আলো উত্তাপ রয়েছে | নিজস্ব আলো উত্তাপ নেই |
গ্রহের কক্ষপথের কেন্দ্রে থাকে | নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে |
নক্ষত্র, গ্রহের তুলনায় বিশাল | নক্ষত্রের তুলনায়, গ্রহগুলি ছোট |
গ্রহের আগে সৃষ্টি হয়েছে | নক্ষত্রের পর উৎপত্তি ঘটেছে |
উপসংহার
আশা করি আজকে ইনফর্মেশন থেকে নক্ষত্র কাকে বলে, নক্ষত্র কয়টি ও কি কি, নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য কি এই সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি নক্ষত্র সম্পর্কে আপনার মনে এখনো কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন