গ্রহ কয়টি | গ্রহ কাকে বলে | সৌরজগতের গ্রহ কয়টি | গ্রহ কি?

আজকের আর্টিকেল থেকে আমরা গ্রহ কাকে বলে এবং সৌরজগতের গ্রহ কয়টি এই সম্পর্কে জানব।

যদি আপনিও গ্রহ কয়টি ও কি কি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের আর্টিকেলটা পড়তে পারেন।

গ্রহ কাকে বলে?

গ্রহ কি? – যে সব জ্যোতিষ্ক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে, তাদের গ্রহ বলা হয়। জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই। জ্যোতিষ্ক গুলি সূর্যের আলোয় আলোকিত হয়।

এক কথায় বলতে গেলে যেসব জ্যোতিষ্ক সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে গ্রহ বলে।

সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি?

সৌরজগতে মোট আটটি গ্রহ আছে। এগুলি হল

  1. বুধ
  2. শুক্র
  3. পৃথিবী
  4. মঙ্গল
  5. বৃহস্পতি
  6. শনি
  7. ইউরেনাস ও
  8. নেপচুন

এরা সকলেই সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে এবং এদের নিজস্ব আলো নেই।

বেশিরভাগ গ্রহের আবার নিজস্ব উপগ্রহ রয়েছে। যে উপগ্রহগুলি নির্দিষ্ট গ্রহগুলিকে পরিভ্রমণ করে থাকে।

এরকমভাবে পৃথিবীর ১ টি, মঙ্গলের ২ টি, বৃহস্পতির ৬৭ টি, শনির ৬২ টি, ইউরেনাসের ২৭ টি এবং নেপচুনের ১৪ টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে।

৮ টি গ্রহ সম্পর্কে বিস্তারিত

গ্রহ কাকে বলে - গ্রহ কয়টি ও কি কি?

১. বুধ

বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে বুধের দূরত্ব ৫.৮৩ কোটি কিলোমিটার আর এর ব্যাস ৪৮৫০ কিলোমিটার। এই গ্রহটি সূর্যের সবথেকে কাছে অবস্থান করার জন্য এর আলোর তীব্রতা অনেক বেশি।

২. শুক্র

শুক্র গ্রহকে ভোরের আকাশের শুকতারা এবং সন্ধ্যা আকাশের সন্ধ্যাতারা হিসেবে ধরা হয়ে থাকে।

সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। আর এই গ্রহটি সূর্য থেকে প্রায় ১০.৮ কোটি কিলোমিটার দূরে অবস্থান করে।

৩. পৃথিবী

এই গ্রহে প্রাণীরা প্রাণখুলে বাঁচতে পারে। বর্তমানে আমরা যেখানে বাস করছি। সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।

৪. মঙ্গল

মঙ্গল পৃথিবীর নিকটতম একটি গ্রহ। সূর্য থেকে দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার আর এর ব্যাস ৬৭৬৭ কিলোমিটার যা পৃথিবীর প্রায় অর্ধেক।

৫. বৃহস্পতি

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই কারণে বৃহস্পতি কে সৌরজগতের রাজা বলা হয়। এর আয়তন পৃথিবীর চেয়ে ১০০ গুণ বেশি

৬. শনি

শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। যার দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার এর ব্যাস ১২০০০০ কিলোমিটার।

৭. ইউরেনাস

সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ হলো ইউরেনাস। আর এই ইউরেনাসের পৃথিবী থেকে প্রায় ২৮৭ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে।

৮. নেপচুন

সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে নেপচুন। আর এর দূরত্ব ৪৫০ কোটি কিলোমিটার। এই কারণে, এই গ্রহের সূর্যের আলো ও তাপ খুব কম।

সূর্যের গ্রহ কয়টি ও কি কি?

সৌরজগতের গ্রহ মানেই সূর্যের গ্রহ। অর্থাৎ সূর্যেরও আটটি গ্রহ। এগুলি হল –

বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন

পৃথিবীর গ্রহ কয়টি ও কি কি?

পৃথিবীর কোন গ্রহ নেই কারণ পৃথিবী নিজেই একটি গ্রহ। তবে পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে যেটি পৃথিবির চারদিকে ঘুরতে থাকে।

পৃথিবীর উপগ্রহটির নাম হল চাঁদ

সৌরজগতের গ্রহগুলোর ইংরেজি নাম

মার্কারি, ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস ও নেপচুন

  • Mercury – বুধ
  • Venus – শুক্র
  • Earth – পৃথিবী
  • Mars – মঙ্গল
  • Jupiter- বৃহস্পতি
  • Saturn – শনি
  • Uranus- ইউরেনাস
  • Neptune – নেপচুন

গ্রহের কি নিজস্ব আলো আছে?

গ্রহের নিজস্ব কোন আলো নেই। গ্রহ সূর্যের আলোয় আলোকিত হয়। তবে নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে।

গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য

১. গ্রহগুলি সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। উপগ্রহগুলি গ্রহের চারদিকে পরিক্রমণ করে।

২. গ্রহ, উপগ্রহের তুলনায় আকারে বড় হয়। উপগ্রহ, গ্রহের তুলনায় আকারে ছোট হয়।

৩. উপগ্রহ ছাড়া গ্রহের অস্তিত্ব সম্ভব কিন্তু গ্রহ ছাড়া উপগ্রহের অস্তিত্ব সম্ভব নয়।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে গ্রহ কয়টি ও কি কি এবং গ্রহ কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি এখনও এই আর্টিকেলের সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

Leave a Comment