দিক নির্ণয় কম্পাস – অনেক ব্যক্তি আছে যারা দশটি দিক নির্ণয় করতে জানেন না। এই জন্য আজকের আর্টিকেল থেকে আমরা দিক চেনার উপায় এবং কিভাবে দিক নির্ণয় করা যায় সেই সম্পর্কে জানবো।
যদি আপনিও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর সাথে সাথে বাকি ছয়টি দিক নির্ণয় করতে চান, তাহলে আর্টিকেলটা পড়ে নিন।
সূচিপত্র
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চেনার উপায় (দিক নির্ণয়)
যেদিকে সূর্য উদয় হয় সেটি হলো পূর্ব দিক। এবং এর বিপরীতে পশ্চিম দিক বা সূর্য যেদিকে অস্ত যায়, সেটি হলো পশ্চিম দিক।
যদি আপনি পূর্ব দিকে মুখ করে থাকেন তাহলে আপনার হাতের বাম দিক হলো উত্তর, আর হাতের ডান দিক হলো দক্ষিণ দিক।
দিক চেনার উপায় (দিক নির্ণয়)
- সূর্য যেই দিকে ওঠে সেটি হলো ‘পূর্ব দিক‘
- যে দিকে অস্ত যায় সেটি ‘পশ্চিম দিক‘
- পূর্বদিকে মুখ করে দাঁড়ালে বাম দিক হলো ‘উত্তর‘ আর হাতের ডান দিক হলো ‘দক্ষিণ‘
- উত্তর-পূর্ব দিকটি হলো ‘ঈশান‘, এবং দক্ষিণ-পশ্চিম দিকটি হলো ‘নৈরত‘
- একইভাবে দক্ষিণ-পূর্ব দিকটি হলো ‘অগ্নি‘ এবং উত্তর-পশ্চিম দিকটি হলো ‘বায়ু‘।
- উপরের দিকে তাকালে ‘ঊর্ধ্ব‘ এবং নিচের দিকটি হলো ‘অধ:‘।
কিভাবে দিক নির্ণয় করা যায়
আপনি উপরের ইনফরমেশন থেকে সূর্যের সাহায্যে খুব সহজে দিক নির্ণয় করতে পারেন। তবে এর জন্য আপনাকে সূর্য উদয় হওয়ার অপেক্ষায় থাকতে হবে।
দিক নির্ণয় কম্পাস
যদি আপনি যেকোন সময় দিক নির্ণয় করতে চান তাহলে আপনি, কম্পাস ব্যবহার করতে পারেন।
কম্পাসের কাঁটা সর্বদা উত্তর দিকে মুখ করে থাকে। উত্তর দিক জানা হয়ে গেলে আপনি বাকি দিক গুলি খুব সহজেই বের করে নিতে পারবেন।
বেশিরভাগ compas এ চারটি দিক উল্লেখ করা থাকে। আপনি কম্পাসের কাঁটা দেখলেই সেগুলি খুব সহজে অনুমান করে নিতে পারবেন।
পশ্চিম দিক চেনার উপায়
সূর্য যে দিকে অস্ত যায় সেটি হল পশ্চিম দিক। এছাড়া অন্যভাবে বলতে গেলে সূর্য যেদিকে উদিত হয় সেটি হলো পূর্বদিক এবং এটির ঠিক উল্টো দিকটি হলো পশ্চিম দিক।
আপনি সূর্য উদয় বা অস্ত যেকোনো একটি দেখে নিলেই, খুব সহজেই পশ্চিম দিক চিনতে পারবেন।
মোবাইলের মাধ্যমে দিক চেনার উপায়
মোবাইল এর মাধ্যমে দিক নির্ণয় করার জন্য আপনি প্লে স্টোর থেকে যে কোন একটি কম্পাস অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন।
প্লে স্টোরে আপনি অনেক ধরনের কম্পাস অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেখান থেকে যে কোন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লিকেশনটি খুলে নিলেই, আপনি মোবাইলের মাধ্যমে দিক নির্ণয় করতে পারবেন।
উপসংহার
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে দিক চেনার উপায় এবং কিভাবে দিক নির্ণয় করা যায় – এ সম্পর্কে ইনফরমেশন পেয়ে গেছেন। যদি দিক নির্ণয় করতে এখনো কোনো অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও জানুন