খাদ্য সাথী রেশন কার্ড চেক | খাদ্য সাথী | Khadya Sathi Card

খাদ্য সাথী কার্ড রেশন চেক – আজকের আর্টিকেল থেকে আমরা জানবো খাদ্যসাথী রেশন কার্ডের নাম কিভাবে চেক করতে হয়।

যদি আপনিও খাদ্যসাথী রেশন কার্ডের নাম চেক করতে চান তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

খাদ্য সাথী রেশন কার্ড চেক

খাদ্য সাথী কার্ড নাম চেক করার জন্য আপনাকে নিচে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

https://wbpds.wb.gov.in/(S(hdzozpmlm0ytuv1yeno2fnfs))/CheckApplicationStatus.aspx

এটি হলো খাদ্য দপ্তরের নিজস্ব ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে।

খাদ্য সাথী কার্ড নাম চেক

এখানে আপনার রেশন কার্ডের টাইপ, রেশন কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং ক্যাপচা এন্ট্রি করে, সার্চ করলেই আপনি আপনার খাদ্য সাথী কার্ড চেক করতে পারবেন।

এরকমভাবে আপনি যে কোন ব্যক্তির যেকোনো রেশন কার্ড খুব সহজে চেক করতে পারবেন।

Khadya Sathi Card ডাউনলোড

যদি আপনি খাদ্য সাথী কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনাকে আর একটি লিঙ্কে প্রবেশ করতে হবে।

https://wbpds.wb.gov.in/(S(ybltgoe0j15gxzbnqufewrhd))/E_Card_Download.aspx

এই লিংকটিতে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে।

খাদ্য সাথী কার্ড নাম চেক

এখানে আপনি Ration card number এবং category দিয়ে, ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্র, খাদ্যসাথী রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।

উপসংহার

আশা করি উপরে দেওয়া ইনফর্মেশন থেকে খাদ্যসাথী রেশন কার্ড চেক এবং ডাউনলোড কিভাবে করতে হয় এই সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের খাদ্যসাথী রেশন কার্ড চেক এবং ডাউনলোড করতে চান তাহলে উপরের পদ্ধতি অনুসারে করে নিন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও জানুন

Leave a Comment