হার্ডওয়্যার কি – যদি আপনি কম্পিউটার নিয়ে কাজকর্ম করেন তাহলে, কম্পিউটার হার্ডওয়ার শব্দটি অবশ্যই শুনে থাকবেন। কম্পিউটারের প্রত্যেকটি parts বা অংশই হলো Computer Hardware। কম্পিউটার হার্ডওয়ার ছাড়া কম্পিউটার কোন কাজই করবে না।
যদি আপনি হার্ডওয়ার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলে, কম্পিউটার হার্ডওয়ার কি, কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি, হার্ডওয়ারের নাম, হার্ডওয়ার কত প্রকার ও কি কি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে পার্থক্য; এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই চলুন একটি একটি করে সমস্ত প্রশ্নের উত্তর গুলো জেনে নিই।
সূচিপত্র
হার্ডওয়্যার কি?
কম্পিউটারের যে সমস্ত অংশগুলি আমরা শুনতে এবং হাতের স্পর্শ করতে পারি তাকে কম্পিউটার হার্ডওয়ার বলে। কম্পিউটারের মাউস, কিবোর্ড, প্রিন্টার, সিপিইউ এবং বিভিন্ন ধরনের Part এই সমস্ত কিছুই কম্পিউটার হার্ডওয়ার এর উদাহরণ।
সুতরাং কম্পিউটারে যে সমস্ত ফিজিকাল অংশগুলি আমরা চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি সেগুলি হার্ডওয়ার। এই সমস্ত হার্ডওয়ার এর সাহায্যে কম্পিউটার বিভিন্ন কাজ করতে পারে। এবং হার্ডওয়ার কে যে জিনিসটি কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেয় সেটি হল সফটওয়্যার।
হার্ডওয়ার কাকে বলে?
কম্পিউটারের বিভিন্ন কাজ করবার জন্য, যেসকল Physical ডিভাইসগুলির ব্যবহার করা হয় তাকে কম্পিউটার হার্ডওয়ার বলে।
কম্পিউটারের একটি নাট থেকে শুরু করে, কম্পিউটারের মনিটর পর্যন্ত যে সমস্ত ডিভাইসগুলি, বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের উপর কাজ করবার জন্য ব্যবহৃত হয়; সেই সমস্ত ডিভাইস গুলি কম্পিউটার হার্ডওয়ার এর অংশ।
কম্পিউটারের প্রত্যেকটি কাজ সফটওয়ারের সাহায্যে করা হয়। আরে সফটওয়্যারকে ঠিকমতো কাজ করবার জন্য যে জিনিস গুলো প্রয়োজন সেইগুলোই হার্ডওয়ার এর অন্তর্গত।
হার্ডওয়ার এর শ্রেণীবিভাগ
কম্পিউটারের যে সকল হার্ডওয়ার গুলিকে নিয়ে কাজ করা হয়, সেই সকল হার্ডওয়ার এর অবস্থান অনুযায়ী কম্পিউটার হার্ডওয়ার কে দুই ভাগে ভাগ করা যায়।
এটি হলো Internal এবং অপরটি External।
ইন্টার্নাল হারবার গুলি হল কম্পিউটারের ভেতরে থাকে এবং এক্সটারনাল হার্ডওয়্যার কম্পিউটারের বাইরে থাকে। example of hardware –
কিছু Internal hardware এর উদাহরণ
- Central Processing Unit (CPU)
- Motherboard
- RAM (Random Access Memory)
- ROM (Read Only Memory)
- Hard Drive
- PSU (Power Supply Unit)
- NIC (Network Card)
- Heat Sink (Fan)
- Graphics Card
কিছু Extarnal hardware এর উদাহরণ
এটার কম্পিউটারের বাইরের অংশ যেগুলো ইউজার খুবই সাধারণ ভাবে কাজে লাগাতে পারে। Extarnal hardware মধ্যে ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলো অন্তর্গত।
- Monitor
- Mouse
- Keyboard
- Printer
- Speaker
- USB
- Etc.
হার্ডওয়ার এর কয়টি অংশ – hardware এর প্রকারভেদ
কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়ার গুলিকে বিভিন্ন কাজ করাবার জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটি হার্ডওয়ারের কাজ আলাদা ধরনের। তাই কাজের ধরন অনুযায়ী হার্ডওয়্যারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। হার্ডওয়ার প্রধানত চারটি অংশে বিভক্ত। সেগুলি হল –
Input device
ইনপুট হার্ডওয়ার কী – কম্পিউটারকে ইনপুট দেয়ার জন্য যে সমস্ত ডিভাইস ব্যবহার করা হয় সেগুলিকে ইনপুট ডিভাইস বলে। ইনপুট ডিভাইসের সাহায্যে ইউজার কম্পিউটারকে ডাটা দিয়ে, নিজের কাজ সম্পন্ন করতে পারে।
Mouse, Keyboard, Scanner, Microphone এই সমস্ত কিছু ইনপুট ডিভাইস এর উদাহরণ।
Output device
কম্পিউটারে ডাটাকে ইউজারের কাছে পৌঁছানোর জন্য, যে সমস্ত হার্ডওয়ার গুলি ব্যবহার করা হয় সেগুলো কে আউটপুট ডিভাইস বলে। কম্পিউটারের স্ক্রিনে আমরা ভিন্ন ধরনের কাজ করে আউটপুট পেয়ে থাকি। এই জন্য কম্পিউটার মনিটর হলো আউটপুট ডিভাইস এর মুখ্য উদাহরণ।
মনিটর ছাড়াও হেডফোন, প্রিন্টার, প্রজেক্টর এসব কিছু আউটপুট ডিভাইস এর উদাহরণ।
Storage device
কম্পিউটারের ইনপুট ডাটা গুলিকে যেখানে স্টোর করা হয় এবং আউটপুট দেওয়ার আগে পর্যন্ত ডাটা গুলিকে যেখানে রাখা হয়, সেই সকল ডিভাইসগুলোকে স্টোরেজ ডিভাইস বলে।
স্টোরেজ ডিভাইসের আবার দুটি ভাগ রয়েছে।
1. Primary storage device
কিছুক্ষণের জন্য কোন ডাটা প্রসেসিং করবার জন্য যে স্টুডেন্ট ডিভাইসে ডাটা করিয়ে রাখা হয় তাকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে বলে। কম্পিউটারের RAM, ROM, Cache Memory প্রাইমারি স্টোরেজ ডিভাইসের মধ্যে পড়ে। এখানে ডাটা টেম্পোরারি ক্ষণিক সময়ের জন্য স্টোর কোরে রাখা হয়।
2. Secondary storage device
পার্মানেন্টলি কোন ডাটা কম্পিউটারে স্টোর করবার জন্য Secondary storage device গুলির প্রয়োজন পড়ে।
Hard Disk Drive (HDD), Solid State Drive (SSD), Optical Disk Drive, Flash Memory এই সমস্ত ডিভাইসগুলি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এর উদাহরণ।
Processing device
কম্পিউটারের ইনপুট ডিভাইস এর মাধ্যমে ইনপুট নিয়ে সেই ডাটাগুলোকে প্রসেসিং করে আউটপুট ডিভাইসের পাঠানো হয়। এই প্রসেসিং প্রক্রিয়া টি যে সমস্ত ডিভাইসের সাহায্যে করা হয়, সেই সমস্ত ডিভাইসগুলোকে প্রসেসিং ডিভাইস বলে।
CPU (Central Processing Unit), GPU (Graphics Processing Unit), Control Unit (CU) এবং Network Card, প্রসেসিং ডিভাইস এর উদাহরণ।
হার্ডওয়ার এর কাজ কি?
- হার্ডওয়ার ডিভাইসের সাহায্যে কম্পিউটারের ইনপুট দেওয়া
- আউটপুট ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে আউটপুট নেওয়া এবং ইউজারকে দেওয়া
- প্রসেসিং ডিভাইস এর সাহায্যে কোন ডাটা কে প্রসেস করা
- স্টোরেজ ডিভাইসের সাহায্যে কোন ডেটা স্টোর করে ধরে রাখা
- সফটওয়্যারকে নিজের কাজ করবার সুযোগ করে দেওয়া
কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়ার এর নাম –
এখানে কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়ার এর নাম দেওয়া হল। কম্পিউটারের বেশিরভাগ কাজ এই সকল হার্ডওয়ার গুলির সাহায্যে সম্পন্ন করা হয়।
কম্পিউটারের বিশেষ হার্ডওয়ার কি কি?
- কিবোর্ড
- মাউস
- প্রিন্টার
- স্ক্যানার
- সিপিইউ
- কন্ট্রোল ইউনিট
- মাদারবোর্ড
- স্পিকার
- মনিটর
- Disk
- ইত্যাদি
হার্ডওয়্যার ও সফটওয়্যার কি?
হার্ডওয়ার বলতে কি বুঝ – হার্ডওয়ার হল কম্পিউটারের ফিজিক্যাল অংশ যেগুলো দিয়ে বিশেষ ধরনের কাজ সম্পন্ন করা যায়। বিভিন্ন ধরনের হার্ডওয়ার, কম্পিউটারের আলাদা আলাদা কাজ সম্পন্ন করে থাকে।
কম্পিউটার হার্ডওয়ার গুলিকে, কাজ করার অনুমতি এবং হার্ডওয়ারকে পরিচালনা করবার জন্য সফটওয়্যার এর প্রয়োজন। সফটওয়্যার নির্দিষ্ট হার্ডওয়ার কে, বিভিন্ন প্রকার কাজ করবার নির্দেশ দেয়। সফটওয়্যার হলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এর সমষ্টি। আলাদা আলাদা সফটওয়্যার প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার হার্ডওয়ার, বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করে থাকে।
সোজা কথায়, হার্ডওয়ার হল কম্পিউটারের দেহ (body) এবং সফটওয়্যার হল কম্পিউটারের আত্মা।
কম্পিউটার হার্ডওয়্যার কি দ্বারা পরিচালিত
কম্পিউটার হার্ডওয়ার পরিচালনা করবার জন্য সফটওয়্যার প্রয়োজন। এই জন্য কম্পিউটারের সবকটি হার্ডওয়ার, সফটওয়্যার দ্বারা পরিচালিত। সফটওয়্যার ছাড়া হার্ডওয়ার কোন কাজে করতে পারবে না। সুতরাং সফটওয়্যার যদি না থাকে তাহলে কম্পিউটার অচল।
তাই, হার্ডওয়্যার কি দ্বারা পরিচালিত হয়? এই প্রশ্নের সরাসরি উত্তর হবে সফটওয়্যার দ্বারা।
কম্পিউটার হার্ডওয়ার প্রতিষ্ঠানসমূহ
এখানে কিছু বিখ্যাত কম্পিউটার হার্ডওয়ার কোম্পানির নাম দেয়া হলো। কম্পিউটার হার্ডওয়ার তৈরি করার জন্য, এ সমস্ত কোম্পানিগুলি পুরো পৃথিবী জুড়ে জনপ্রিয়।
- Apple Inc
- Samsung electronics co ltd
- Hon Hai Precision Industry co ltd
- Dell technologies ltd
- Hon Hai Precision Industry co ltd
- Sony Corporation
- Panasonic corporation
- HP Inc
- Lenovo group ltd
- LG electronics ltd
হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে পার্থক্য
উপরে ইনফর্মেশন থেকে আপনারা হার্ডওয়ার সম্পর্কে জানতে পেরেছেন। সফটওয়্যার সম্পর্কে জানতে হলে, সফটওয়্যার কাকে বলে এখান থেকে দেখতে পারেন। এবার আমরা হার্ডওয়ার এন্ড সফটওয়্যার ডিফারেন্স গুলি কি কি – এই সম্পর্কে জেনে নেব।
কম্পিউটার হার্ডওয়ার | কম্পিউটার সফটওয়্যার |
হার্ডওয়্যার হল কম্পিউটারের ফিজিক্যাল ডিভাইস যেগুলি কম্পিউটারের সাথে ভৌতিক রূপে জোড়া হয়। | কম্পিউটার হার্ডওয়ার কে বিভিন্ন প্রোগ্রাম এর দ্বারা নির্দেশ দেওয়ার কাজটি করে সফটওয়্যার। |
কম্পিউটার হার্ডওয়ার স্পর্শ করা যায় | সফটওয়্যার স্পর্শ করা যায় না। |
হার্ডওয়ার হল বিভিন্ন যন্ত্রপাতির সমষ্টি | সফটওয়্যার হল প্রোগ্রাম এর সমষ্টি |
সফটওয়্যার এর নিয়ন্ত্রণে হার্ডওয়ার কাজ করে | হার্ডওয়ার্ককে, সফটওয়্যার নিয়ন্ত্রণ করে |
কম্পিউটার ভাইরাস, হার্ডওয়ার এর উপর প্রভাব ফেলতে পারে না | কম্পিউটার ভাইরাস দ্বারা সফটওয়্যার ক্ষতিগ্রস্ত হয় |
হার্ডওয়ার খারাপ হলে, পুনরায় সারিয়ে তোলা যায় | সফটওয়্যার খারাপ হলে, পুনরায় ইন্সটল করতে হয় |
উপসংহার:
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে হার্ডওয়ার কি, কম্পিউটার হার্ডওয়ার গুলি কি কি এবং কয় প্রকার এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। কম্পিউটার হার্ডওয়ার সম্পর্কে এখনও কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্টের মাধ্যমে আপনাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর পৌঁছে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন।
আরও পড়ুন: