কম্পিউটার চালু করার পদ্ধতি – নিয়ম ও ধাপ গুলি

যদি আপনি কম্পিউটারে কোন কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার চালু করা জানতে হবে। যদি আপনি কম্পিউটার চালাতে না জানেন তাহলে কম্পিউটার আপনি কিছুই করতে পারবেন না।

যদি আপনিও একজন বিগিনার হয়ে থাকেন এবং কম্পিউটার চালাতে না জানেন তাহলে আজকের এই আর্টিকেল থেকে কম্পিউটার চালু করার পদ্ধতি এবং ধাপগুলি জেনে যাবেন। এবং এরপর আপনি খুব সহজেই যেকোনো কম্পিউটার চালাতে পারবেন।

যদি আপনিও কম্পিউটার চালু করার নিয়ম গুলি জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়ে নিন।

কম্পিউটার চালু করার পদ্ধতি

STEP ১)

কম্পিউটার চালু করার জন্য, সর্বপ্রথম আপনাকে কম্পিউটারের (বিদ্যুৎ বোর্ড) মেইন সুইচটি চালু করতে হবে।

STEP ২)

এরপর আপনাকে UPS এর বোতাম টিপতে হবে। (যদি UPS এর সাথে আপনার কম্পিউটার connect করা থাকে)।

STEP ৩)

এরপর CPU এর পাওয়ার বোতাম টিপুন।

STEP ৪)

পাওয়ার বোতাম টেপার সাথে সাথে কম্পিউটার বুট করা শুরু করে দেবে এবং আপনি লগইন স্ক্রিন দেখতে পাবেন।

STEP ৫)

যদি আপনার কম্পিউটার password protect থাকে, তাহলে password এন্টার করলেই computer খুলে যাবে।

কম্পিউটার চালু করার ধাপ গুলি

কম্পিউটার চালু করার ধাপ গুলি আপনার জানা থাকলে, আপনি খুব সহজে যেকোনো কম্পিউটার চালু করতে পারবেন।

কম্পিউটার চালু করার ধাপ গুলি হলো –

  1. বিদ্যুৎ বোর্ডের switch on করুন
  2. UPS অন করুন
  3. CPU এর পাওয়ার বোতাম টিপুন
  4. Computar বুট করা শেষ হলে, Password দিন।

ল্যাপটপ কম্পিউটার চালু করার নিয়ম

ল্যাপটপ চালানোর জন্য আপনাকে প্রথমে ল্যাপটপের পাওয়ার সুইচ অন করতে হবে। পাওয়ার সুইচ অন করার সাথে সাথে আপনার সামনে ল্যাপটপ স্ক্রিন খুলে যাবে।

যদি আপনি ল্যাপটপ চালু করতে চান তাহলে ল্যাপটপের পাওয়ার সুইচ খুঁজে নিয়ে, সুইচটি 3 থেকে 4 সেকেন্ড চেপে ধরে, ছেড়ে দিন।

এরপর ল্যাপ্টপ booting করা শুরু হয়ে যাবে। booting শেষ হওয়ার পর আপনি ল্যাপটপ স্ক্রিন দেখতে পাবেন।

যদি ল্যাপটপের পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে পাসওয়ার্ড enter করলেই, ল্যাপটপ খুলে যাবে।

এরপর আপনার ল্যাপটপের মাধ্যমে যেকোনো কাজ করতে পারবেন।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে কম্পিউটার চালু করার পদ্ধতি এবং কম্পিউটার চালু করার উপায় গুলি জানতে পেরেছেন। যদি এখনও কম্পিউটার চালু করতে আপনার কোন অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment