সেভিংস একাউন্ট কাকে বলে | সেভিংস একাউন্ট খোলার নিয়ম

আজকের দিনে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেতে প্রত্যেক ব্যক্তির একটি করে সেভিংস একাউন্ট থাকা আবশ্যক। যার মাধ্যমে আপনি আপনার পরিশ্রমের টাকা ব্যাংকে জমা করতে পারবেন এবং যেকোন সময় সেটি তুলে ব্যবহার করতে পারবেন। এবং এই টাকা সরকার দ্বারা সুরক্ষিত থাকে।

যদি আপনার সেভিংস একাউন্ট না থাকে এবং আপনি সেভিংস একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আজকের এই আর্টিকেল থেকে আপনি সেভিংস একাউন্ট কাকে বলে, সেভিংস একাউন্ট খোলার নিয়ম এবং সেভিংস একাউন্ট এর সুবিধা গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

যদি এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আপনি জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

সেভিংস একাউন্ট কি?

সেভিংস একাউন্ট হলো ব্যাংকের এমন একটি অ্যাকাউন্ট যেখানে আপনি আপনার পরিশ্রম এর টাকা জমা রাখতে পারবেন।

Savings account হল একটি ইংরেজী কথা যার বাংলা হল মৌলিক একাউন্ট। সেভিংস মানে হল সঞ্চয় করা এবং অ্যাকাউন্ট মনে হলো হিসাব।

অর্থাৎ নির্দিষ্ট জায়গায় একটি হিসাব খাতা খুলে সেখানে সঞ্চয় করা হলে সেটি সেভিংস একাউন্ট এর অন্তর্ভুক্ত হবে।

সেভিংস একাউন্ট এর মধ্যে টাকা রাখলে আপনার সেই টাকা ব্যাংক এবং সরকার কর্তৃপক্ষ দ্বারা সুরক্ষিত থাকবে। এবং আপনি ব্যাংক থেকে বিভিন্ন ধরনের পরিষেবা পাবেন।

সেভিংস একাউন্টের মাধ্যমে আপনি যেকোন সময় টাকা জমা দিতে এবং তুলতে পারবেন।

ব্যক্তির সঞ্চয় টাকা এবং মাসিক সেলারি রিসিভ করতে এই ধরনের অ্যাকাউন্ট খোলা হয়। এটি হলো এক প্রকারের ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পার্সোনাল একাউন্ট।

সেভিংস একাউন্ট কাকে বলে?

ব্যাংকের মধ্যে টাকা জমা দিতে এবং টাকা তুলতে এবং ব্যাংকের বিভিন্ন পরিষেবা পেতে নির্দিষ্ট ব্যক্তি তার নামে যে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে থাকে তাকে সেভিংস একাউন্ট বলে।

সেভিংস একাউন্ট এর সুবিধা

  1. আপনি যেকোনো সময় টাকা জমা দিতে এবং টাকা তুলতে পারবেন
  2. এটিএম কার্ড ব্যবহার করি যেকোনো সময় যেকোনো এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন
  3. ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন
    চেকবুক এর মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারবেন
  4. লোন নিতে পারবেন
  5. ব্যাংক তারা আপনার পরিশ্রমের টাকা secure থাকবে
  6. নির্দিষ্ট সময়ের পর সুদ পাবেন
  7. ইত্যাদি।

সেভিংস একাউন্ট খোলার নিয়ম

সেভিংস একাউন্ট খোলার জন্য আপনাকে নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চ এ যেতে হবে। এর জন্য আপনি যে ব্যাংকে একাউন্ট খুলতে চান সেই ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে হাজির হন। এবং সেখান থেকে একটি অ্যাকাউন্ট ওপেনিং এর ফরম নিয়ে সেটিকে ফিলাপ করে, ইম্পরট্যান্ট ডকুমেন্টস এর সাথে সেগুলি জমা দিন।

কম সাবমিট করার কিছুদিন পর আপনার বাড়ির ঠিকানায় আপনার অ্যাকাউন্ট বই চলে যাবে। আপনি এরপর সেই অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে টাকা জমা দিতে এবং টাকা তুলতে পারবেন।

সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে?

ভারতে, সেভিংস একাউন্ট খোলার জন্য আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সহ্য দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগে।

সেভিংস একাউন্ট অপেনিং ফর্ম এর সাথে এইগুলি এটাচ করে জমা দিলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে সেভিংস একাউন্ট কি, সেভিংস একাউন্ট এর সুবিধা এবং সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে এই সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার সেভিংস একাউন্ট না থাকে তাহলে আপনি নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে আপনার নামে একটি সেভিংস একাউন্ট খুলতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment