কম্পিউটার বন্ধ করার পদ্ধতি – নিয়ম ও শর্টকাট

যে সব ব্যক্তিরা নতুন নতুন কম্পিউটার ব্যবহার করে তারা অনেকেই কম্পিউটার বন্ধ করতে জানেনা। এই জন্য আজকের এই আর্টিকেল থেকে আমরা কম্পিউটার বন্ধ করার পদ্ধতি এবং কম্পিউটার বন্ধ করার শর্টকাট সম্পর্কে জানব।

যেগুলি জেনে নেওয়ার পর আপনি খুব সহজে যেকোনো কম্পিউটার বন্ধ করতে পারবেন। তাই চলুন দেরী না করে কম্পিউটার বন্ধ করার নিয়ম জেনে নেওয়া যাক।

কম্পিউটার বন্ধ করার পদ্ধতি

কম্পিউটার বন্ধ করার জন্য আপনি এই দুটি স্টেপ ব্যাবহার করতে পারেন। বেশিরভাগ কম্পিউটার কম্পিউটার বন্ধ করার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করে।

STEP ১ :

Mouse এর সাহায্যে Windows Start Button এর ওপর ক্লিক করুন। অথবা keyboard এর সাহায্যে Windows Logo Key টিপুন।

কম্পিউটার বন্ধ করার পদ্ধতি

STEP ২ :

Start button এর ওপর ক্লিক করার সাথে সাথে, Start Menu চলে আসবে। এরপর আপনি Shut Down অপশন পেয়ে যাবেন। এই অপশনের ওপর ক্লিক করলে, কম্পিউটার বন্ধ হয়ে যাবে।

কিবোর্ড দিয়ে কম্পিউটার বন্ধ

কীবোর্ডের সাহায্যে কম্পিউটার বন্ধ করার জন্য আপনাকে কিবোর্ড এর দুটি সুইচ একসাথে টিপতে হবে। আর এটি হলো কম্পিউটার বন্ধ করার শর্টকাট।

কিবোর্ড দিয়ে কম্পিউটার বন্ধ করার জন্য Alt + F4 এই সুইচ গুলি একসাথে টিপে ধরুন।

কিবোর্ড দিয়ে কম্পিউটার বন্ধ

এরপর আপনার সামনে কম্পিউটার Shut Down এর উইন্ডোজ খুলে যাবে। এই অপশন এর ওপর ক্লিক করলেই কম্পিউটার অফ হয়ে যাবে।

কম্পিউটার বন্ধ করার নিয়ম

কম্পিউটার বন্ধ করার সবথেকে সহজ নিয়ম হলো, CPU এর পাওয়ার Button অফ করে দেওয়া। সিপিইউ এর পাওয়ার বাটন অফ করার সাথে সাথে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এবং এটি হলো কম্পিউটার বন্ধ করার সবথেকে সহজ উপায়।

কম্পিউটার বন্ধ করার আগে যেগুলো করবেন

যদি আপনি কম্পিউটার বন্ধ করতে চান তার আগে এই তিনটি কাজ করে নিন।

  1. আমি যদি কম্পিউটারের কোন কাজ করে থাকেন তাহলে কাজ সম্পন্ন করা হয়ে গেলে সেটাকে অবশ্যই Save করুন।
  2. যদি কোন কম্পিউটার প্রোগ্রাম খোলা থাকে সেটিকে ক্লোজ করুন।
  3. যদি কোনো Disk বা Pendrive কম্পিউটারের মধ্যে লাগানো থাকে, তাহলে কম্পিউটার বন্ধ করার আগে এগুলি বের করে নিন।

কম্পিউটার থেকে বিদ্যুৎ সুইচ অফ

  • প্রথমে কম্পিউটারের মধ্যে ব্যবহৃত সব প্রােগ্রাম বন্ধ করুন।
  • কম্পিউটারে START মেনু থেকে Shut down নির্বাচন করুন এবং বাটনটির ওপর ক্লিক করুন।
  • সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • কোন কোন কম্পিউটারের ক্ষেত্রে সিস্টেম ইউনিট বন্ধ করতে হয়। যদি আপনার কম্পিউটারেও এই সুইচ থাকে তাহলে আপনিও অফ করুন।
  • কাজ শেষে হলে মনিটর বন্ধ করুন।
  • ইউপিএস বন্ধ করুন।
  • শেষে ভােলটেজ স্ট্যাবিলাইজার থাকলে বন্ধ করতে হবে।
  • সর্বশেষে বিদ্যুৎ সাপ্লাই সুইচ বন্ধ করুন।

উপসংহার

আশা করি আজকের এই ইনফরমেশন থেকে কম্পিউটার বন্ধ করার পদ্ধতি এবং নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। যদি এখনও আপনার কম্পিউটার বন্ধ করতে কোন অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment