ইন্টারনেট স্পিড টেস্ট করার উপায় জেনে নিন

আজকের দিনে ইন্টারনেট সকলেই ব্যবহার করে থাকে। এবং অনলাইনের মাধ্যমে, বিভিন্ন ধরনের কাজকর্ম করবার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়। এই জন্য ইন্টারনেটের মাধ্যমে সঠিক ভাবে কোন কাজ করার জন্য কখনো কখনো আমাদের ইন্টারনেট স্পিড টেস্ট করবার প্রয়োজন হয়।

যদি আপনি ইন্টারনেট স্পিড টেস্ট না করে, অনলাইনের মাধ্যমে বিশেষ কিছু কাজ করতে যান, তাহলে কোন কারনে ইন্টারনেট স্পিড না থাকার কারণে আপনার কাজটি আটকে যেতে পারে।

তবে অনেক ব্যক্তি আছে যারা ইন্টারনেট স্পিড টেস্ট করতে জানেনা। এই জন্য আজকের আর্টিকেলে আমরা কিভাবে ইন্টারনেট স্পিড টেস্ট করা যায় এই সম্পর্কে জেনে নেব।

যদি আপনিও, আপনার ডিভাইসে ইন্টারনেটের স্পিড কত এটি জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন।

ইন্টারনেট স্পিড কি?

ইন্টারনেট চালানোর সময় আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য যে স্পিডটি পাই, সেটাই হলো ইন্টারনেট স্পিড।

নির্দিষ্ট ডিভাইসে ইন্টারনেট কতটা দ্রুত চলছে, এটি ইন্টারনেট স্পিড পরিমাপ করে জেনে নেওয়া যায়।

এছাড়াও ইন্টারনেটে কাজ করবার সময়, ইন্টারনেটের ডাউনলোডিং স্পিড এবং আপলোডিং স্পিড কত, এটিও ইন্টারনেট স্পিড থেকে জেনে নেওয়া যায়।

ডাউনলোডিং স্পিড কি?

ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করবার সময় যে speed টি পাওয়া যায় সেটি হল ডাউনলোডিং স্পীড।

ধরুন আপনি ইন্টারনেট থেকে কোনো গান বা গেম ডাউনলোড করছেন। সেই মুহূর্তে আপনি যে স্পীডটি পাবেন, সেটিই হবে ডাউনলোডিং স্পিড।

আপলোডিং স্পিড কি?

অনলাইন কোন কিছু আপলোড করবার সময় যে speed টি পাওয়া যায় সেটি হল আপলোডিং স্পীড।

আমরা অনেক সময় ফেসবুকে ছবি আপলোড করে থাকি বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে থাকি। এইসব জিনিস গুলি করার সময়, আমরা ইন্টারনেট থেকে যে পরিমাণ speed পাই, সেটি হবে আপলোডিং স্পিড।

ইন্টারনেট স্পিড টেস্ট করার উপায়

ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে। আপনি সেই সমস্ত ওয়েবসাইটগুলোতে গিয়ে, খুব সহজে আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন।

এছাড়াও প্লেস্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি সেই সকল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারেন।

ইন্টারনেট স্পিড টেস্ট কিভাবে করবেন?

আমি এখানে ইন্টারনেট স্পিড টেস্ট করবার জন্য দুটি জনপ্রিয় ওয়েবসাইট এর নাম বলবো। যেই ওয়েবসাইটগুলো সাহায্যে আপনি খুব সহজে ইন্টারনেট স্পিড পরিমাপ করতে পারবেন। সেগুলি হল –

  1. speedtest.net
  2. fast.com

তাই চলুন এই দুটি ওয়েবসাইট থেকে কিভাবে ইন্টারনেট স্পিড টেস্ট করতে হয়, সেটা জেনে নেওয়া যাক।

১. speedtest.net

আপনি যে কোন একটি ওয়েব ব্রাউজার খুলে নিয়ে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে এরকম একটি dashboard খুলে যাবে।

ইন্টারনেট স্পিড টেস্ট করার উপায় জেনে নিন

এবং সেখানে আপনি কোন সার্ভার এবং কোন কোম্পানির সিম ব্যবহার করেন সেটির সাথে সাথে ‘Go‘ নামক একটি অপশন দেখতে পাবেন।

ইন্টারনেট স্পিড টেস্ট করার উপায় জেনে নিন

Go অপশনটিতে ক্লিক করা মাত্র প্রতি সেকেন্ডে আপনি কত পরিমান বা কত Mbps speed পাচ্ছেন সেটি দেখতে পাবেন।

ইন্টারনেট স্পিড টেস্ট করার উপায় জেনে নিন

এবং কিছুক্ষণ পর আপনার ইন্টারনেটের Download এবং Upload স্পিড কত, সেটিও দেখতে পাবেন।

২. fast.com

ইন্টারনেট স্পিড টেস্ট করার উপায় জেনে নিন

এই ওয়েবসাইট খোলার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিড কত, সেটি আপনি দেখতে পাবেন।

ইন্টারনেট স্পিড টেস্ট করার উপায় জেনে নিন

এবং Show more info অপশনটিতে ক্লিক করলে, আপনি কি সিম ব্যবহার করেন, আপনার বর্তমান সার্ভার কি, আপলোডিং এবং ডাউনলোডিং স্পিড কত – এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবেন।

ইন্টারনেট স্পিড টেস্ট করার অ্যাপস

যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্টারনেট স্পিড পরিমাপ করতে চান তাহলে প্লে স্টোর থেকে বিনামূল্যে অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেগুলো থেকে যে কোন একটি ডাউনলোড করে, ইন্টারনেট স্পিড চেক করতে পারেন। এগুলির মধ্যে জনপ্রিয় কিছু অ্যাপ্লিকেশন এর নাম হলো –

  • Speedtest by Ookla
  • Free internet speed test
  • FAST speed test
  • Meteor
  • Etc.

উপসংহার

আশাকরি উপরে ইনফর্মেশন থেকে ইন্টারনেট স্পিড টেস্ট করা সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আপনি ইন্টারনেটের মাধ্যমে কোনো কাজ করবার আগে আপনার ইন্টারনেট স্পিড কত – এটি দেখে নিতে পারেন। যার ফলে অনলাইনে কাজ করবার সময় আপনাকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।

আর এই আর্টিকেলটি সম্পর্কে যদি কোন আপনার প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।

Leave a Comment