অঘোষ বর্ণের নাম অনেকেই শুনে থাকবেন কিন্তু অঘোষ বর্ণ কোনগুলিকে বলা হয় এই সম্পর্কে অনেকেরই অজানা।
এইজন্য, আজকের আর্টিকেল থেকে আমরা অঘোষ বর্ণ কাকে বলে এবং অঘোষ বর্ণ কি কি এই সম্পর্কে আলোচনা করব।
যদি আপনিও অঘোষ বর্ণ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন।
সূচিপত্র
অঘোষ বর্ণ কাকে বলে?
বাংলা বর্ণমালায় এমন কিছু বর্ণ আছে যেগুলি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে কম বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নাদিত হয়। এই সকল বর্ণগুলি কে অঘোষ বর্ণ বলা হয়।
অঘোষ বর্ণ কয়টি?
বাংলা বর্ণমালায় মোট পাঁচটি বর্গ রয়েছে। এবং প্রত্যেকটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ গুলি অঘোষ বর্ণের অন্তর্গত।
অর্থাৎ বাংলা বর্ণমালায় মোট দশটি অঘোষ বর্ণ রয়েছে।
অঘোষ বর্ণ কি কি?
বাংলা বর্ণমালায় যে দশটি অঘোষ বর্ণ রয়েছে সেগুলি হল –
ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ
অঘোষ অল্পপ্রাণ বর্ণ কোনটি?
যে সকল বর্ণ গুলি অঘোষ বর্ণ এবং অল্পপ্রাণ, উভয় বর্ণের মধ্যে পড়ে সেগুলি হল –
ক, চ, ট, ত, প
অঘোষ মহাপ্রাণ বর্ণ কোনটি?
যে সকল বর্ণ গুলি অঘোষ বর্ণ এবং মহাপ্রাণ, উভয় বর্ণের মধ্যে পড়ে সেগুলি হল –
খ, ছ, ঠ, থ, ফ
অঘোষ ব্যঞ্জনধ্বনি কাকে বলে?
প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনকে উচ্চারণ করার সময় কোনও সুর সৃষ্টি হয় না। অর্থাৎ, এই বর্ণগুলি উচ্চারণের সময় ‘ঘোষ’ তৈরি হয় না। এইসকল ব্যঞ্জনবর্ণ গুলি কে অঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয়।
ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ – এই দশটি বর্ণ অঘোষ ব্যঞ্জনধ্বনির মধ্যে পড়ে।
উপসংহার
আশাকরি উপরে ইনফর্মেশন থেকে অঘোষ বর্ণ কাকে বলে এবং অঘোষ বর্ণ কি কি, এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি এই আর্টিকেলটি সম্পর্কে আপনার মনে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন