Teletalk Balance Check | টেলিটক ব্যালেন্স চেক

আগের আর্টিকেল থেকে আমরা টেলিটক নাম্বার দেখার উপায় জেনেছিলাম। আজকের আটিকেল থেকে আমরা জানবো টেলিটক ব্যালেন্স চেক কিভাবে করতে হয়।

যদি আপনি টেলিটক সিম ব্যবহার করে থাকেন তাহলে বলে রাখি আপনাদের একটি কোড ডায়াল করে টেলিটক ব্যালেন্স চেক করতে হবে।

তাই চলুন জেনে নেওয়া যাক Teletalk Balance check করবার উপায়টি কি।

Teletalk Balance Check (টেলিটক ব্যালেন্স চেক)

টেলিটক ব্যালেন্স আনার জন্য আপনাকে প্রথমে মোবাইলের ডালপ্যাড ওপেন করতে হবে। এবং সেখানে *১৫২# ডায়াল করলেই, আপনি টেলিটক ব্যালেন্স জানতে পারবেন।

এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি টেলিটকের যেকোনো ব্যালেন্স চেক করতে পারবেন।

উপসংহার

আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে টেলিটক ব্যালেন্স কিভাবে চেক করতে হয় এই সম্পর্কে বুঝতে পেরেছেন। সম্পর্কে আপনার এখনো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

Leave a Comment