বর্তমানে কলিযুগে যে সকল জিনিস গুলি করছে সেগুলি ভগবান শ্রীকৃষ্ণ অনেক আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন। এবং আপনি জেনে অবাক হবেন যে সে সমস্ত ভবিষ্যৎ বাণী গুলি আজকের এই কলিযুগে ঘটে চলেছে। তাই আপনারও কলিযুগ নিয়ে কৃষ্ণের ভবিষ্যৎবাণী গুলি জেনে রাখা দরকার।
কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী
কলিযুগে, ভগবান কৃষ্ণের মতে, (কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী)
1. জগৎ তার সমস্ত ধার্মিকতা হারাবে
2. মানুষ দুর্নীতিগ্রস্ত এবং প্রতিদিনের ভিত্তিতে খারাপ কাজ করবে।
3. রোগ এবং দুর্দশা প্রতিটি মানুষকে জর্জরিত করবে।
বেদ সম্পূর্ণরূপে এবং এর প্রকৃত সারমর্ম কেউ জানার চেষ্টা করবে না।
4. মানুষ ভৌতিক ধর্ম ও জমির মতো তুচ্ছ বিষয় নিয়ে লড়াই করবে।
5. কঠোর পরিশ্রম করলেও ভাল ফল দিতে অস্বীকার করবে
6. এবং যারা খারাপ কাজ করে তারা সমাজের সিঁড়ির শীর্ষে বসে থাকবে।
আপনারা দেখতে পারেন যে বর্তমানে কলিযুগে যে সকল জিনিস গুলি করে চলেছে সেগুলি অনেক আগেই কৃষ্ণ আমাদের বলে গেছেন।