NGO full form in Bengali – Ngo কাকে বলে

NGO full form in Bengali – সমাজে অনেক মানুষ এমনও আছে যাদের অন্যের সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু মানুষ আজ নিজের জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছে যে, তারা অন্যদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন না। এবং সরকারের নজরেও অনেক সময় এইসব মানুষ চোখে আসেনা।

এই জন্য যারা সত্যি কারের সাহায্য করতে চান তারা এনজিও নামক একটি বেসরকারি সংস্থা গঠন করেছেন। এই সংস্থা গুলির মূল উদ্দেশ্য হলো দুস্থ গরিব দুঃখিদের সাহায্য করা। অসহায় মানুষদের কাছে এই সকল সংস্থাগুলি স্বয়ং ভগবান এর থেকে কম নয়।

আজকের এই আর্টিকেল থেকে আমরা Ngo সংস্থা সম্পর্কে বিস্তারিত জানব। যেখান থেকে আপনারা এনজিও ফুল ফর্ম কি, এনজিও কাকে বলে, এনজিও এর কাজ এবং এনজিও গঠনের নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

যদি আপনিও এই সংস্থাটি সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে আজকের আর্টিকেলটি পড়তে পারেন।

NGO full form in Bengali – এনজিও ফুল ফর্ম কি?

এনজিও ফুল ফর্ম হলো Non Governmental Organization। এটি কে বাংলায় “বেসরকারি প্রতিষ্ঠান” বলা হয়।

এই প্রতিষ্ঠান গুলির কাজ হল সমাজের কল্যাণ করা। এই এই প্রতিষ্ঠানগুলোর প্রধান উদ্দেশ্য টাকা কামানো নয়। বরং নিজেদের এবং অন্যদের টাকার সাহায্যে বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য করা।

Ngo কাকে বলে?

দেশের বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য করবার জন্য সরকার ছাড়া যে সকল বেসরকারি সংস্থা গুলি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেগুলিকে এনজিও বলা হয়।

এনজিও সংস্থা গুলি বিভিন্ন ধরনের অসহায় মানুষকে সাহায্য করে। যেমন বিধবা মহিলাদের জন্য বাসস্থান দেওয়া, দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়া, মহিলাদের নিরাপত্তা রক্ষা করা ইত্যাদি।

সমাজের কল্যাণ করাই হল এনজিওর প্রধান লক্ষ্য। এরকম সংস্থা যে কোন ব্যক্তি তৈরি করে, মানুষের সাহায্য করতে পারে।

Ngo কাজ কি – এনজিও কার্যক্রম

এনজিও সংস্থা গুলি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন

  • দরিদ্র মানুষদের খাবার এবং বাসস্থান দেওয়া
  • শুধুমাত্র দরিদ্র নয়। এর সাথে সাথে শারীরিকভাবে কাজ করতে অক্ষম ব্যক্তিদের দেখাশোনা করা।
  • গরিব শিশুদের শিক্ষাদান করা।
  • জল সংরক্ষণ করার কাজ।
  • সমাজের যে কোন রোগীকে সাহায্য করা।
  • অর্থনৈতিকভাবে গরীব শিশুদের খাবার এবং বই প্রদান করা।
  • বয়স্কদের বাসস্থান দেওয়া।
  • মহিলাদের আবাসন প্রদান করা।
  • ইত্যাদি।

এনজিও গঠনের নিয়ম

এনজিও গঠন করবার জন্য আপনার দলে মোটামুটি সাত জন সদস্য রাখতে হবে। এরকম সদস্য রাখতে হবে যারা অপরকে সাহায্য করবার জন্য এবং যেকোন কাজ করবার জন্য সর্বদা প্রস্তুত থাকবে।

এবং যে নির্দিষ্ট এনজিওটি গঠন করা হচ্ছে তাদের উদ্দেশ্য কি হবে এবং কোন ব্যক্তিদের তারা সাহায্য করবে এটা আগে পরিকল্পনা করতে হবে।

এবং তাদের পরিকল্পনা অনুযায়ী তারা কিভাবে তাদের লক্ষ্যে পৌঁছবে এটা নির্ণয় করতে হবে।

এছাড়া মানুষের সাহায্যের জন্য তারা টাকা-পয়সার জোগান কোথা থেকে পাবে এবং কোন কোন ব্যক্তির সাহায্যের প্রয়োজন এই সমস্ত কিছু সম্পর্কে মনোভাব এবং সম্পূর্ণ প্ল্যান তৈরি করতে হবে।

NGO কয় প্রকারের হয়?

কাজের ভিত্তিতে এনজিও প্রতিষ্ঠানগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো

  • Bingo (Business Friendly International NGO)
  • Engo (Environmental NGO)
  • Gongo (Government-organized Non-governmental Organization)
    Ingo (International NGO)
  • Quango (Quasi-autonomous NGO)

এনজিও এর বৈশিষ্ট্য

এনজিও এর প্রধান বৈশিষ্ট্য হলো এই প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্র ভাবে, তাদের গঠন এবং কার্যক্রম অনুযায়ী বিভিন্ন অসহায় ও গরীব দুঃস্থ মানুষদের সাহায্য করে।

এবং এদের উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়। বরং যারা সাহায্য করতে চান তাদের মুনাফা নিয়ে, যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করা।

এদের কাজে সরকার হস্তক্ষেপ করেন না। যার কারণে এই প্রতিষ্ঠানগুলি স্বাধীনভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারে।

ভারতের কিছু এনজিও সংস্থার নাম

এখানে কিছু এনজিও সংস্থার নাম দেওয়া হলো। এগুলি ভারতের টপ টেন জায়গার স্থান অধিকার করে আছে।

  • Smile Foundation
  • Nanhi Kali
  • Helpage India
  • CRY (Child Rights and You)
  • Give India Foundation
  • Care India
  • Childline India Foundation
    Goonj

বাংলাদেশের কিছু এনজিও সংস্থা

বাংলাদেশের এনজিও সংস্থা গুলির মধ্যে অন্যতম হলো –

  • ব্র্যাক
  • আশা
  • বুরো বাংলাদেশ
  • এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন- এডুকো
  • ওয়াল্ড ভিশন বাংলাদেশ
  • দি হাঙ্গার প্রজেক্ট
  • সোনালী সমাজ ফাউন্ডেশন

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে এনজিও ফুল ফর্ম কি (NGO full form in Bengali), এনজিও এর সংজ্ঞা এবং এনজিওর কাজ সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এখনও এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

Also Read

Leave a Comment