আমরা জানি যে itel সর্বদা কম দামের মোবাইল নিয়ে এসে আমাদের সকলের মন জয় করে নেয়। এবং কম্পিটিশন মার্কেটে এই সমস্ত মোবাইল গুলির কোয়ালিটি ও খুব একটা খারাপ নয়।
আইটেল এর আগে দুইটি মডেলের ফোন বাজারে নিয়ে এসেছিল যেগুলির মডেল ছিল আইটেল এ৬০এস এবং আইটেল পি৪০। এই ফোনগুলোর দাম ছিল ভারতে সাড়ে ছয় হাজার এবং ৮ হাজার টাকা।
এবার আইটেল নিয়ে আসছে আইটেল পি৫৫। এটি একটি ফাইভ জি স্মার্ট ফোন এবং যার ভারতে বাজার মূল্য হবে ১০০০০ টাকারও কম।
শোনা যাচ্ছে যে এই ফোন চলতি সেপ্টেম্বর মাসেই ভারতের বাজারে আসবে।