Internet explorer কি এবং এর ইতিহাস

ইন্টারনেট এক্সপ্লোরার কি – ইন্টারনেট এক্সপ্লোরারের নাম অনেকেই শুনে থাকবেন। জেটি উইন্ডোসের তৈরি একটি ওয়েব ব্রাউজার। আজকের দিনে microsoft-এর সবথেকে জনপ্রিয় ভার্সন হল উইন্ডোজ 10

এর আগে যে সমস্ত ভার্সন গুলি ব্যবহার করা হতো সেগুলি হল – উইন্ডোজ 7, উইন্ডোস 8 এবং উইন্ডোজ XP। এই সমস্ত ভার্শন গুলিতে ইন্টারনেট একসেস করার জন্য যে ডিফল্ট ব্রাউজার টি ব্যইবহার করা হয় সেটির নাম হলো ইন্টারনেট এক্সপ্লোরার। যেটি microsoft-এর নিজস্ব তৈরি একটি ওয়েব ব্রাউজার।

আজকের আর্টিকেলে আমরা Internet explorer কি এবং এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি ইন্টারনেট এক্সপ্লোরার সম্পর্কে জানতে চান তাহলে নিচের আর্টিকেলটি পড়তে থাকুন।

Internet explorer কি?

ইন্টার্নেট এক্সপ্লোরার হলো এক ধরনের ওয়েব ব্রাউজার। যেটি ইন্টারনেট একসেস করার জন্য, মাইক্রোসফট কোম্পানি নিজে তৈরি করে।

এটি প্রধানত উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা কম্পিউটারে, ব্রাউজিং করার জন্য তৈরি করা হয়। মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারী, বিনামূল্যে এই ওয়েব ব্রাউজার টি তাদের ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করতে পারে।

সুতরাং ইন্টারনেট এক্সপ্লোরার; গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি এর মতই এক ধরনের ওয়েব ব্রাউজার।

ইন্টারনেট এক্সপ্লোরার এর ইতিহাস

১৯৯৫ সালের ১৬ ই আগস্ট, ৯৫ টি ভাষার সাথে ইন্টার্নেট এক্সপ্লোরের আবির্ভাব হয়। যেটি মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য তৈরি করে।

উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকায়, সেই সময়কার সবথেকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার Netscape কেও পেছনে করে দেয়, এই ওয়েব ব্রাউজার টি। এবং সেই সময়কার সবথেকে জনপ্রিয় এবং এক নম্বর ওয়েব ব্রাউজার ছিল, এই ইন্টারনেট এক্সপ্লোরার।

কিন্তু পরবর্তীকালে ২০০৪ সালে firefox এবং ২০০৮ সালে Google Crome লঞ্চ হওয়ার পর, ইন্টারনেট এক্সপ্লোরারের চাহিদা এবং কাস্টমার ধীরে ধীরে কমে যায়। কারণ ইন্টারনেট এক্সপ্লোরার শুধুমাত্র উইন্ডোজে সাপোর্ট করতো।

কিন্তু পরবর্তীকালে ব্যবহারকারীদের আগ্রহ, মোবাইলের ওপর আসার ফলে, বেশির ভাগ ব্যবহারকারী গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স এর ব্যবহার শুরু করে। কিন্তু তখনও পর্যন্ত মোবাইলের মধ্যে, ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট না করায়, ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা একদমই কমে যায়।

পরবর্তীকালে ২০১৫ সালে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে দিয়ে, নতুন একটি ওয়েব ব্রাউজার তৈরি করে যেটির নাম হলো, Microsoft Edge। এখনো পর্যন্ত, বর্তমান যুগে এই নতুন ব্রাউজারটি ব্যবহার হয়ে আসছে।

ইন্টারনেট এক্সপ্লোরার কে কি বলা হয়?

ইন্টারনেট এক্সপ্লোরার কে, মাইক্রোসফট উইন্ডোজ এর ডিফল্ট ওয়েব ব্রাউজার বলা হয়।

Internet এক্সপ্লোরার এর ভার্সনের তালিকা –

  • ইন্টারনেট এক্সপ্লোরার ১ – ১৯৯৫ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ১.৫ – ১৯৯৫ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ২ – নভেম্বর ২২, ১৯৯৬ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৩ – আগস্ট ১৩, ১৯৯৬ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৪ – সেপ্টেম্বর, ১৯৯৭
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৪.৫ – ১৯৯৯ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৫ – ১৯৯৯ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৫.৫ – জুলাই, ২০০০ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৬ – আগস্ট ২৭, ২০০১ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৭ – অক্টোবর ১৮, ২০০৬ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৮ – মার্চ ১৯, ২০০৯ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ৯ – মার্চ ১৪, ২০১১ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ১০ – অক্টোবর ২৬, ২০১২ সালে
  • ইন্টারনেট এক্সপ্লোরার ১১ – অক্টোবর ১৭, ২০১৩

ইন্টারনেট এক্সপ্লোরার কিভাবে ডাউনলোড করবেন?

এক্সপ্লোরের ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে মাইক্রোসফটের ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে ইন্টারনেট এক্সপ্লোরার খুঁজে বের করে, ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে হবে।

উপসংহার:

আশা করি আপনি Internet explorer কি এবং এর ইতিহাস সম্পর্কে জেনে কিছু ইনফরমেশন পেয়েছেন। যদি এইরকম আর্টিকেল বা ইনফরমেশন আরোও পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্য আর্টিকেলগুলো পড়ুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন:

Leave a Comment