How to say congratulations in Bengali

How to say congratulations in bengali – এই কথাটির মানে হল বাংলায় কংগ্রাচুলেশন কে কি বলতে হয়, এটার মানে জানা। কংগ্রাচুলেশন কথাটি অনেক মানুষ ব্যবহার করে থাকেন। কিন্তু অনেক বাঙালি আছেন যারা এর প্রকৃত অর্থ জানেন না। এইজন্য আজকের এই আর্টিকেলটি থেকে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

How to say congratulations in bengali

বাংলায় আপনি কাউকে কংগ্রাচুলেশন জানানোর জন্য যে কথাটি ব্যবহার করবেন সেটি হল ‘অভিনন্দন‘ ।

ইংরেজি কংগ্রাচুলেশন কথাটির বাংলা অর্থ অভিনন্দন। এখন আপনি কাউকে ধন্যবাদ দেওয়ার জন্য অভিনন্দন কথাটি ব্যবহার করতে পারেন।

Example of congratulation in Bengali

আপনারা অভিনন্দন কথাটি কখন ব্যবহার করবেন তার কিছু উদাহরণ এখানে দেয়া হলো।

যদি কোন স্টুডেন্ট স্কুলে ভালো রেজাল্ট করে তখন তাকে আপনি অভিনন্দন জানাতে পারেন।

যদি কোন খেলোয়ার ভালো রান করে বা গোল করে তাকে আপনি অভিনন্দন জানাতে পারেন।

সোজা কথায় বলতে গেলে যখন কেউ কোন বিষয়ে সাকসেসফুল হয় এবং আপনি তার এই সফলতা সম্পর্কে জানতে পারবেন তখন তাকে আপনি কংগ্রাচুলেশন বা অভিনন্দন জানাতে পারেন।

এছাড়া যদি আপনার কোন বন্ধু বান্ধবীর বিবাহ হয় আপনি তা জেনে যান তাহলে তাকেও আপনি অভিনন্দন জানাতে পারেন।

Finally,

তাহলে আমরা আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে আপনারা কংগ্রাচুলেশন কথাটির বাংলা অর্থ কি এই সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এখনো এই প্রশ্নটি (how to say congratulations in bengali) নিয়ে আপনার কোন সমস্যা থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

Leave a Comment