How many swarabarna in bengali

Today in this article we know about how many swarabarna in Bengali. আগের আর্টিকেলটি থেকে আমরা স্বরবর্ণ কি বা স্বরবর্ণ কাকে বলে এই সম্পর্কে জেনেছিলাম।

এবং সেখানে আমরা বাংলায় স্বরবর্ণের সংখ্যা কয়টি এ সম্পর্কে বিস্তারিত জেনেছি। তবে আজকের এই আর্টিকেলটি থেকে আমরা আর একবার বাংলায় স্বরবর্ণ সংখ্যা গুলি জেনে নেব। তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বাংলায় স্বরবর্ণ কয়টি ও কি কি।

What is swarabarna in bengali?

যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলা হয়।

How many swarabarna in bengali?

বাংলা বর্ণমালায় স্বর বর্ণের সংখ্যা 11 টি। সেগুলি হলো –

অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ

Types of swarabarna in bengali

স্বরবর্ণ দুই প্রকারের হয়।

১. মৌলিক স্বরবর্ণ
২. যৌগিক স্বরবর্ণ

মৌলিক স্বরবর্ণ কাকে বলে?

বাংলা বর্ণমালায় মোট মৌলিক স্বর বর্ণের সংখ্যা 7 টি। অ, আ, ই, উ, এ, অ্যা, ও – এই সাতটি বর্ণকে মৌলিক স্বরবর্ণ বলা হয়।

যৌগিক স্বরবর্ণ কাকে বলে?

বাংলা বর্ণমালায় মোট যৌগিক স্বর বর্ণের সংখ্যা দুটি। ঐ, ঔ কে যৌগিক স্বরবর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

Lastly,

আমি আশা করছি যে আজকের এই আর্টিকেলের থেকে আপনারা স্বরবর্ণ কয়টি ও কি কি (How many swarabarna in bengali) এই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পেয়ে গেছেন। যদি এই আর্টিকেলটি সম্পর্কে আপনার এখনো কিছু জানার থাকে তাহলে “স্বরবর্ণ কাকে বলে” – এই আর্টিকেলটি একবার মনোযোগ দিয়ে পড়ে নিন।

Leave a Comment