Hanuman chalisa in Bengali – হনুমান চালিসা হল একটি হিন্দু ভক্তিমূলক স্তোত্র। যা ভগবান হনুমানকে সম্বোধন করা হয়। মূলত হনুমান চালিসা উত্তরপ্রদেশ ও বিহারে কথিত আওয়াধি ভাষায় লেখা হয়েছিল। সাধু তুলসী দাস দ্বারা লিখিত এই হনুমান চালিসা হল ভগবান হনুমানের অন্যতম জনপ্রিয় বৈদিক পথ।
যে সকল পাঠকরা বাংলায় Hanuman Chalisa পাঠ করতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে যেখান থেকে আপনি Hanuman Chalisa in Bengali পাঠ করতে পারেন।
সূচিপত্র
Hanuman Chalisa in Bengali
॥ দোহা ॥
শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি |
বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি ‖
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার |
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার ‖
॥ ধ্যানম্ ॥
গোষ্পদীকৃত বারাশিং মশকীকৃত রাক্ষসম্ |
রামাযণ মহামালা রত্নং বংদে-(অ)নিলাত্মজম্ ‖
যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাংজলিম্ |
ভাষ্পবারি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসাংতকম্ ‖
॥ চৌপাঈ ॥
জয হনুমান জ্ঞান গুণ সাগর |
জয কপীশ তিহু লোক উজাগর ‖ 1 ‖
রামদূত অতুলিত বলধামা |
অংজনি পুত্র পবনসুত নামা ‖ 2 ‖
মহাবীর বিক্রম বজরংগী |
কুমতি নিবার সুমতি কে সংগী ‖3 ‖
কংচন বরণ বিরাজ সুবেশা |
কানন কুংডল কুংচিত কেশা ‖ 4 ‖
হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ |
কাংথে মূংজ জনেবূ সাজৈ ‖ 5‖
শংকর সুবন কেসরী নংদন |
তেজ প্রতাপ মহাজগ বংদন ‖ 6 ‖
বিদ্যাবান গুণী অতি চাতুর |
রাম কাজ করিবে কো আতুর ‖ 7 ‖
প্রভু চরিত্র সুনিবে কো রসিযা |
রামলখন সীতা মন বসিযা ‖ 8‖
সূক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা |
বিকট রূপধরি লংক জলাবা ‖ 9 ‖
ভীম রূপধরি অসুর সংহারে |
রামচংদ্র কে কাজ সংবারে ‖ 10 ‖
লায সংজীবন লখন জিযাযে |
শ্রী রঘুবীর হরষি উরলাযে ‖ 11 ‖
রঘুপতি কীন্হী বহুত বডাযী |
তুম মম প্রিয ভরত সম ভাযী ‖ 12 ‖
সহস্র বদন তুম্হরো যশগাবৈ |
অস কহি শ্রীপতি কংঠ লগাবৈ ‖ 13 ‖
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা |
নারদ শারদ সহিত অহীশা ‖ 14 ‖
যম কুবের দিগপাল জহাং তে |
কবি কোবিদ কহি সকে কহাং তে ‖ 15 ‖
তুম উপকার সুগ্রীবহি কীন্হা |
রাম মিলায রাজপদ দীন্হা ‖ 16 ‖
তুম উপকার সুগ্রীবহি কীন্হা |
রাম মিলায রাজপদ দীন্হা ‖ 16 ‖
তুম্হরো মংত্র বিভীষণ মানা |
লংকেশ্বর ভযে সব জগ জানা ‖ 17 ‖
যুগ সহস্র যোজন পর ভানূ |
লীল্যো তাহি মধুর ফল জানূ ‖ 18 ‖
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী |
জলধি লাংঘি গযে অচরজ নাহী ‖ 19 ‖
দুর্গম কাজ জগত কে জেতে |
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে ‖ 20 ‖
রাম দুআরে তুম রখবারে |
হোত ন আজ্ঞা বিনু পৈসারে ‖ 21 ‖
সব সুখ লহৈ তুম্হারী শরণা |
তুম রক্ষক কাহূ কো ডর না ‖ 22 ‖
আপন তেজ সম্হারো আপৈ |
তীনোং লোক হাংক তে কাংপৈ ‖ 23 ‖
ভূত পিশাচ নিকট নহি আবৈ |
মহবীর জব নাম সুনাবৈ ‖ 24 ‖
নাসৈ রোগ হরৈ সব পীরা |
জপত নিরংতর হনুমত বীরা ‖ 25 ‖
সংকট সে হনুমান ছুডাবৈ |
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ‖ 26 ‖
সব পর রাম তপস্বী রাজা |
তিনকে কাজ সকল তুম সাজা ‖ 27 ‖
ঔর মনোরধ জো কোযি লাবৈ |
তাসু অমিত জীবন ফল পাবৈ ‖ 28 ‖
চারো যুগ প্রতাপ তুম্হারা |
হৈ প্রসিদ্ধ জগত উজিযারা ‖ 29 ‖
সাধু সংত কে তুম রখবারে |
অসুর নিকংদন রাম দুলারে ‖ 30 ‖
অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা |
অস বর দীন্হ জানকী মাতা ‖ 31 ‖
রাম রসাযন তুম্হারে পাসা |
সদা রহো রঘুপতি কে দাসা ‖ 32 ‖
তুম্হরে ভজন রামকো পাবৈ |
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ‖ 33 ‖
অংত কাল রঘুপতি পুরজাযী |
জহাং জন্ম হরিভক্ত কহাযী ‖ 34 ‖
ঔর দেবতা চিত্ত ন ধরযী |
হনুমত সেযি সর্ব সুখ করযী ‖ 35 ‖
সংকট ক(হ)টৈ মিটৈ সব পীরা |
জো সুমিরৈ হনুমত বল বীরা ‖ 36 ‖
জৈ জৈ জৈ হনুমান গোসাযী |
কৃপা করহু গুরুদেব কী নাযী ‖ 37 ‖
জো শত বার পাঠ কর কোযী |
ছূটহি বংদি মহা সুখ হোযী ‖ 38 ‖
জো যহ পডৈ হনুমান চালীসা |
হোয সিদ্ধি সাখী গৌরীশা ‖ 39 ‖
তুলসীদাস সদা হরি চেরা |
কীজৈ নাথ হৃদয মহ ডেরা ‖ 40 ‖
॥ দোহা ॥
পবন তনয় সঙ্কট হরণ – মঙ্গল মূরতি রূপ |
রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ ||
সিয়াবর রামচন্দ্রকী জয় | পবনসুত হনুমানকী জয় | বোলো ভায়ী সব সন্তনকী জয় |
Hanuman Chalisa in Bengali pdf (হনুমান চালিশা বাংলা)
বাংলায় সম্পূর্ণ হনুমান চালিশা ডাউনলোড করার জন্য ওপরের লিংকটি খুলে ডাউনলোড করে নিন।
https://www.printfriendly.com/p/g/DCjbKW
সম্পূর্ণ হনুমান চলিশা
হনুমান চালিশা পাঠ করার নিয়ম
যদি প্রতি মঙ্গলবার হনুমানের পূজা করেন এবং হনুমান চালিশা পাঠ করেন তাহলে উপকৃত হবেন। মঙ্গলবার দিন ছাড়া হনুমান চালিশা পাঠ করলে সেরকম ফল পাওয়া যায় না। হনুমান চালিশা পাঠ করার উপযুক্ত সময় হল, সকালে বা সন্ধ্যায়। সকালে পাঠ করলে স্নান করার পর শুদ্ধ বস্ত্র ব্যবহার করে পাঠ করুন হনুমান চালিশা। আর সন্ধ্যায় হলে, হাত পা ধুয়ে হনুমান চালিশা পাঠ করতে হবে। এগুলো তো প্রাথমিক নিয়ম, এছাড়াও রয়েছে আরও কতকগুলি নিয়ম, তা নীচে উল্লেখ করা হল।
- পূজার সময় আসনে বসে বজরংবলীর মন্ত্র পড়ুন।
- হনুমান চালিশা পাঠ করার পূর্বে গণেশের আরাধনা করুন।
- গণেশের আরাধনার পর সীতা ও রামকে স্মরণ করে হনুমানের স্মরণ করুন।
- এরপর ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে তারপর হনুমান চালিশা পাঠ করুন।
- হনুমান চালিশা পাঠ করা হয়ে গেলে রামকে স্মরণ করুন।
- পাঠ শেষে বোঁদে বা বেসনের লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করুন।
- হনুমান খুব সিঁদুর ভালোবাসেন, আর তাই পূজা করার সময় যদি সিঁদুর দেওয়া হয়, তাহলে মন কামনা পূরণ হবে।
হনুমান চালিশা কে রচিত করেন?
তুলসী দাস গোস্বামী হনুমান চালিশা রচিত করেন।
উপসংহার
আশা করছি আজকের এই আর্টিকেল থেকে Hanuman Chalisa in Bengali (সম্পূর্ণ হনুমান চালিশা) পেয়ে গেছেন। এখন আপনি প্রত্যেকদিন পার করার নিয়ম অনুযায়ী এটি পাঠ করতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।