Love Shayari Bengali – আজকের দিনে বাংলা লাভ শায়েরি এর প্রচলন শুরু হয়েছে। যেখানে ভালোবাসার মানুষ এবং বন্ধুদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাইরি শেয়ার করা হয়। কিন্তু কখনো কখনো ভালো সাইরি না পাওয়ার কারণে আমরা হতাশায় পড়ে যাই।
এইজন্য আপনার হতাশা দূর করতে আজ এখানে আপনি প্রচুর পরিমাণে Bengali love shayari, Bangla Shayari Love, Bangla sad shayari, Bengali love poem, ভালো ভালো সাইরি এর লিস্ট পাবেন। এবং এখান থেকে ভালো ভালো সাইরি বেছে নিয়ে আপনার আপনজনদের পাঠাতে পারবেন।
Love Shayari Bengali
১. তোমার জন্য রইল আমার স্বপ্নে ভেজা ঘুম
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম ঘুম।
তোমার জন্য রইলো আমার দুষ্টু চোখের ভাষা
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা।
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো
হৃদয়ের মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো।
স্বপ্নগুলো দিলাম তাতে আরও দিলাম আশা
মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা।
আবার যদি বৃষ্টি আসে আমিই তোমার প্রথম হবো
লেপ্টে যাওয়া শাড়ির মতো অঙ্গে তোমার জড়িয়ে যাব।
২. রাস্তার ধারে ধান গাছ আর বড় বড় শিস
তোমায় যদি কাছে পেতাম খেতাম একটা কিস
একটি ফুল দুটি পাতা, মনে পড়ে শুধু তোমার কথা
মনে আমার অনেক ব্যাথা, হয়না তোমার সাথে কথা।
তুমি বলবে কি আমার সাথে কথা
তুমি ফুল আর আমি লতা, ভুলো না কখনো আমার কথা।
৩. কি চাও তুমি?
আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাই?
আর যদি আমি চলে যাই তাহলে কি তুমি খুশি থাকবে?
আমি এই কথাটা কখনই বলতে চাইনি, কিন্তু আজ বলছি….
আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো।
হ্যাঁ আমি জানি, তোমায় ছাড়া আমার বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে…..
কিন্তু তুমি চিন্তা করোনা….. আমি শিখে যাবো
আর যদি না পারি, তাহলে বেঁচে থাকাটাই ভুলে যাব।
৪. কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে
আর কেউ যদি না দেখে কাঁদে
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালোবাসে
ফুলে ফুলে সাজিয়ে দেবো তোমার জীবন
তুমি শুধু আমায় দিও সুন্দর একটা মন
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়
শুধু জানি এই অবুঝ মনটা, অনেক মিস করে তোমায়।
৫. তোমাকে ভালবাসি বলেই ভয় পাই,
কিন্তু তুমি ভাবো সন্দেহ করি।
৬. তোমাকে হারাতে চাইনা বলেই তোমার সাথে রাগ করি।
৭. যখন তুমি অন্য কারোর সাথে থাকো তখন আমার খুব কষ্ট হয়। কিন্তু তুমি বোঝোনা আমার খারাপ লাগাটা।
৮. তোমাকে হারানোর কথা ভাবতে গেলেই, নিজের অজান্তে আমার চোখে জল আসে।
৯. আমার ভালোবাসা গুলোকে তোমার সব সময় পাগলামো মনে হয়।
১০. হ্যাঁ আমি পাগল, তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গিয়েছি।
১১. তোমার অবহেলা গুলো আমাকে অনেক কষ্ট দেয়।
১২. কাউকে বেশি ভালবাসলে, নিজের অজান্তেই তাকে হারানোর ভয়টা বেশি কাজ করে।
১৩. মৃত্যু টাও হয়তো এতটা কষ্ট কর নয়, যতটা কষ্ট কর প্রতিদিন মরে মরে বেঁচে থাকা।
১৪. দেখে নিস একদিন তোর কাছে সবাই থাকবে, শুধু এই বিরক্তকর মানুষটাই তোর পাশে থাকবে না।
১৫. টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, তবে টাকা না থাকলে ভালোবাসা ধরেও রাখা যায় না। এটাই বাস্তব।
১৬. সত্তিকারের ভালোবাসার মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে,
কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও, তোমাকে ব্যস্ততা দেখাবে।
১৭. অবহেলিত হতেই হবে, যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো।
Bengali Love Shayari
১৮. কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না।
১৯. জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না।
২০. এক ফোটা চোখের জল ঝরার থেকে, এক ফোটা রক্ত ঝরা অনেক ভালো।
কারণ ….
এক ফোটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোটা চোখের জল হৃদয় চিরে বের হয়।
২১. অবহেলাটা তখনই কাটার মধ্যে বিধে, যখন যেটা সবথেকে কাছের মানুষ করে।
২২. মায়া বড় খারাপ জিনিস। না দেয় ভালো থাকতে, আর না দেয় ভুলে থাকতে।
২৩. গিরগিটি রং বদলায় বাঁচার জন্য, কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য।
২৪. কাউকে যদি তোমার ভালো না লাগে তাহলে গোপনে রেখে অভিনয় কোরো না।
তাকে বলে দিও… কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, তার পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে।
২৫. বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায়, কিন্তু ঘুমানো যায় না।
Bengali love poems – love poems in Bengali
রুপ কথা রাণী তুমি
দু’নয়নের আলো
সারা জীবন তোমায় আমি
ভালোবেসে যাবো
আমি তোমায় ভালোবাসি
বলছি বহুবার
আমার যদি না হবে
হবে তুমি?
তাহলে তুমি কার?
তুমি আমার রাতজাগা
সুন্দর একটা পাখি
তোমায় ছাড়া বন্ধু
আমি কেমন করে থাকি
Bangla shayari love
আমরা নিজেদের দেখে নিজেরা যেভাবে হাসাহাসি করি, এরকম আর কেউ পারবেনা ——- এটাই আমাদের বন্ধুত্বের প্রমাণ।
তুমি যখন অপমান করেন তখন প্রকৃত বন্ধুরা বিরক্ত হয় না। তারা হাসবে এবং তোমাকে আরও কিছু বলতে বাদ্ধ করবে।
এমন বন্ধু পাওয়া কঠিন যে দারুন দেখতে, স্মার্্ উদার, দয়াল, দানশীল । সুতরাং তোমাদের সবাইকে আমার একটাই উপদেশ যে, আমায় হারিয়ে ফেলো না।
বন্ধুদের কখনই একাকী হতে দেবেন না…। তাদের সব সময় বিরক্ত করুন।
Sad caption Bangla
বুকের পাঁজর গুলো দুমড়ে মুচড়ে একাকার!
মন থেকে ঘৃণা করার ভান করি,
তবুও তোকে ফিরে পাবার অদ্ভুত এক হাহাকার।
আমার যখন মৃত্যু হবে
সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে গ্রাম হতে শহর,
আপন আপন মানুষ গুলোর কাছে
ছড়িয়ে পড়বে যোগাযোগে মৃত্যুর সংবাদ।
কান্নায় ভেঙ্গে যাবে প্রিয়জন
আবার কেউ বা করবে কাঁদতে বারণ!
গ্রামের লোকজন জড়ো হবে
কেউ বলবে ভালো কেউ বা বলে উঠবে মন্দ। সেইদিন বিবেচনা করার লোক আমি নয়।
উপসংহার –
আশাকরি উপরের তালিকা থেকে আপনি ভালো ভালো Bengali love shayari, Bangla Shayari Love, Bengali Status খুঁজে পেয়েছেন। এখন এর সকল shayari গুলি আপনার বন্ধুদের পাঠাতে পারেন।