অনেকেই ১ পাউন্ড সমান কত গ্রাম এই সম্পর্কে জানেনা এবং কখনো কখনো আমাদের পাউন্ড থেকে গ্রামে হিসাব করবার সময় আমরা অনেক সমস্যায় পড়ে থাকি। এই সমস্যার হাত থেকে সমাধান পাওয়ার জন্য আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
কারণ আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা পাউন্ড থেকে কিভাবে গ্রাম বের করতে হয় সেই সম্পর্কে জানব। তাই চলুন দেরি না করে শুরু করা যাক।
সূচিপত্র
১ পাউন্ড সমান কত গ্রাম
১ পাউন্ড সমান হলো ৪৫৩.৫৯ গ্রাম। যদি আপনি কোন পাউন্ডের গ্রাম বের করতে চান তাহলে ৪৫৩.৫৯ গ্রাম – এই ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে হিসাব করতে হবে।
এক পাউন্ড সমান কত কিলোগ্রাম
১ পাউন্ড = ০.৪৫৩৬ কেজি বা কিলোগ্রাম।
পাউন্ড থেকে গ্রাম বের করার উপায়
পাউন্ড থেকে গ্রাম বের করার জন্য আপনি সরাসরি গুন করে দিন। অর্থাৎ আপনাকে যত পাউন্ডের গ্রাম বের করতে হবে, সেই নির্দিষ্ট পাউন্ড দিয়ে ৪৫৩.৫৯ গ্রাম এর গুন করতে হবে।
অর্থাৎ যদি আপনাকে দশ পাউন্ড এর গ্রাম বের করতে বলা হয় তাহলে হিসাবটি হবে ১০*৪৫৩.৫৯ = ৪৫৩৫.৫৯ গ্রাম।
এবং যদি আপনাকে কুড়ি পাউন্ডের গ্রাম বের করতে বলা হয় তার হিসাবটি হবে ২০*৪৫৩.৫৯ = ৯০৭১.৮ গ্রাম।
এরকমভাবে আপনি খুব সহজে যে কোন হিসাব করে নিতে পারবেন।
১ পাউন্ড কেক কত গ্রাম
১ পাউন্ড কেক = ৪৫৩ গ্রাম বা ০.৪৫৩৫৯২ কিলগ্রাম।
pound in gram
খুব সহজে পাউন্ড থেকে গ্রাম বের করার জন্য আপনি সরাসরি গুগলে গিয়ে pound in gram লিখে সার্চ করুন।
সাথে সাথে আপনার সামনে এরকম একটি ক্যালকুলেটর চলে আসবে। আপনি সেখানে যে কোন সংখ্যার পাউন্ডের অঙ্ক বসিয়ে খুব সহজে গ্রাম এর হিসাব জেনে নিতে পারবেন।
উপসংহার
আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে ১ পাউন্ড সমান কত গ্রাম – এই সম্পর্কে জেনে গেছেন। যদি আর্টিকেলটি বুঝতে আপনার এখনো কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।