১ থেকে ১০ এর নামতা – নামতা 1 থেকে 10 ঘর পর্যন্ত

যদি আপনি নিজে নামতা শিখতে চান বা আপনার বাচ্চাকে নামতা শিখাতে চান তাহলে এখানে আপনি, আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন।

কারণ আজকের এই আর্টিকেলের মধ্যে থেকে আপনি 1 থেকে 10 এর ঘরের নামতা পেয়ে যাবেন। এগুলি আপনি প্রত্যেকদিন একটি একটি করে মুখস্ত করে নিতে পারেন। বা আপনার খাতার পাতায় নোট করে নিতে পারেন।

যদি আপনি নামতা কেনার বই না কিনে, নামতা শিখতে চান, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে।

তাই চলুন দেরী না করে 1 থেকে 10 ঘর পর্যন্ত নামতা একটি একটি করে পড়ে নেওয়া যাক।

১ এর নামতা

১ × ১ = ১
১ × ২ = ২
১ × ৩ = ৩
১ × ৪ = ৪
১ × ৫ = ৫
১ × ৬ = ৬
১ × ৭ = ৭
১ × ৮ = ৮
১ × ৯ = ৯
১ × ১০ = ১০

২ এর নামতা

২× ১ = ২
২× ২ = ৪
২× ৩ = ৬
২× ৪ = ৮
২× ৫ = ১০
২× ৬ = ১২
২× ৭ = ১৪
২× ৮ = ১৬
২ × ৯ = ১৮
২× ১০ = ২০

৩ এর নামতা

৩× ১ = ৩
৩× ২ = ৬
৩× ৩ = ৯
৩× ৪ = ১২
৩× ৫ = ১৫
৩× ৬ = ১৮
৩× ৭ = ২১
৩× ৮ = ২৪
৩× ৯ = ২৭
৩× ১০ = ৩০

৪ এর নামতা

৪× ১ = ৪
৪× ২ = ৮
৪× ৩ = ১২
৪× ৪ = ১৬
৪× ৫ = ২০
৪× ৬ = ২৪
৪× ৭ = ২৮
৪× ৮ = ৩২
৪× ৯ = ৩৬
৪× ১০ = ৪০

৫ এর নামতা

৫× ১ = ৫
৫× ২ = ১০
৫× ৩ = ১৫
৫× ৪ = ২০
৫× ৫ = ২৫
৫× ৬ = ৩০
৫× ৭ = ৩৫
৫× ৮ = ৪০
৫× ৯ = ৪৫
৫× ১০ = ৫০

৬ এর নামতা

৬× ১ = ৬
৬× ২ = ১২
৬× ৩ = ১৮
৬× ৪ = ২৪
৬× ৫ = ৩০
৬× ৬ = ৩৬
৬× ৭ = ৪২
৬× ৮ = ৪৮
৬× ৯ = ৫৪
৬× ১০ = ৬০

৭ এর নামতা

৭× ১ = ৭
৭× ২ = ১৪
৭× ৩ = ২১
৭× ৪ = ২৮
৭× ৫ = ৩৫
৭× ৬ = ৪২
৭× ৭ = ৪৯
৭× ৮ = ৫৬
৭× ৯ = ৬৩
৭× ১০ = ৭০

৮ এর নামতা

৮× ১ = ৮
৮× ২ = ১৬
৮× ৩ = ২৪
৮× ৪ = ৩২
৮× ৫ = ৪০
৮× ৬ = ৪৮
৮× ৭ = ৫৬
৮× ৮ = ৬৪
৮× ৯ = ৭২
৮× ১০ = ৮০

৯ এর নামতা

৯× ১ = ৯
৯× ২ = ১৮
৯× ৩ = ২৭
৯× ৪ = ৩৬
৯× ৫ = ৪৫
৯× ৬ = ৫৪
৯× ৭ = ৬৩
৯× ৮ = ৭২
৯× ৯ = ৮১
৯× ১০ = ৯০

১০ এর নামতা

১০ × ১ = ১০
১০ × ২ = ২০
১০ × ৩ = ৩০
১০ × ৪ = ৪০
১০ × ৫ = ৫০
১০ × ৬ = ৬০
১০ × ৭ = ৭০
১০ × ৮ = ৮০
১০ × ৯ = ৯০
১০ × ১০ = ১০০

নামতা শেখার প্রয়োজনীয়তা?

যদি আপনি নামতা শিখে নিতে পারেন তাহলে ভবিষ্যতে যে কোন math খুব সহজভাবে করে নিতে পারবেন। গুন, ভাগ, যোগ এই সব কিছুতেই নামতার প্রয়োজন আছে। তাই যদি আপনি নামতা শিখে নেন তাহলে যেকোনো হিসাব নিকাশ খুব সহজেই করতে পারবেন।

নামতা পড়ার নিয়ম

নামতা পড়ার নিয়ম রয়েছে। আমি এখানে 2 এর নামতা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি।

ধরুন আপনি 2 এর নামতা পড়তে চাইছেন। তখন আপনি এই রকম ভাবে নামটাতি পড়বেন।

দুই এক্কে দুই, দুই দুগুনে চার, দুই তিন ছয়, দুই চারে আট, দুই পাঁচ দশ। এরকমভাবে প্রথমে 5 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করবেন। প্রথম পাঁচটি সংখ্যা মুখস্থ হয়ে যাওয়ার পর, বাকি পাঁচটি মুখস্ত করতে শুরু করবেন।

এইভাবে করতে করতে, কিছুক্ষণ পরই আপনার পুরো নামটাটি কিছুটা আয়ত্তে চলে আসবে।

নামতাটি আয়ত্তে আনার পর প্রত্যেকদিন দুই থেকে তিনবার না দেখে বলার চেষ্টা করবেন। আর দেখবেন ঠিকঠাক বলতে পারছেন না ভুল হচ্ছে। যদি ভুল হয় তাহলে সেটিকে পুনরায় তিন থেকে চারবার বলতে থাকুন। এবং না দেখে বলার অভ্যাস করুন।

এইভাবে পড়তে থাকলে, নির্দিষ্ট ঘরের নামতা টি আপনার মুখস্ত হয়ে যাবে। তখন আপনি অন্য ঘরের নামতা পড়তে পারেন।

এরকমভাবে নামতা শিখতে থাকলে আপনি খুব তাড়াতাড়ি নামতা শিখে নিতে পারবেন। এবং এরপর কোনদিনও ভুলবেন না।

ইংরেজিতে নামতা পড়ার নিয়ম

ইংরেজিতে নামতা পড়ার জন্য আপনাকে শুধুমাত্র উপরের বাংলা সংখ্যাগুলিকে ইংরেজিতে বলতে হবে।

যদি আপনি ১ এর নামতা পড়েন তাহলে এরকম ভাবে পড়ে থাকবেন – এক এক্কে এক, এক দুয়ে দুই ইত্যাদি।

তেমনি ইংরেজিতে নামতা পড়ার সময় এক এক্কে এক কথাটির বদলে, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান টু টু, ওয়ান থ্রি থ্রি – এরকম ভাবে পড়তে হবে।

যেকোনো নামতা ইংরেজিতে পড়ার জন্য, আপনাকে এই নিয়মটি মনে রাখতে হবে। তাহলে আপনি খুব সহজেই ইংরেজিতে নামতা পড়তে এবং মনে রাখতে পারবেন।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে ১ থেকে ১০ এর নামতা পেয়ে গেছেন এবং নামতা পড়ার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আপনি খুব তাড়াতাড়ি নামতা গুলো মুখস্থ করে আয়ত্ত করে নিতে পারেন। যেগুলোর সাহায্যে ভবিষ্যতে কোনো জটিল ক্যালকুলেশন খুব সহজে করে নিতে পারবেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment