হেডফোন কাকে বলে – হেডফোন ব্যবহারের নিয়ম

হেডফোন কাকে বলে – হেডফোন ব্যবহারের নিয়মআজকের দিনে হেডফোন বেশিরভাগ মানুষ ব্যবহার করে। তবে হেডফোন সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন থাকে। তাই তাদের মন থেকে হেডফোন সম্পর্কে এই সমস্ত প্রশ্ন দূর করতে, আজকের আর্টিকেলে আমরা হেডফোন সম্পর্কে জানব।

যেখান থেকে আপনারা হেডফোন কাকে বলে, হেডফোন ব্যবহারের নিয়ম, হেডফোন কি ধরনের ডিভাইস এবং হেডফোন কয় প্রকার ও কি কি এই সম্পর্কে জানতে পারবেন। তাই চলুন দেরী না করে এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

হেডফোন কি?

হেডফোন হলো ১ জোড়া ট্রান্সডুসার। যেটি মিডিয়া প্লেয়ার থেকে নির্গত হওয়া বৈদ্যুতিক তরঙ্গ রূপান্তরিত করে, মানুষের কানের শ্রবণযোগ্য শব্দ সৃষ্টি করে।

হেডফোন মানুষ সাধারণত গান শোনার জন্য এবং মোবাইলের কথা শোনার জন্য ব্যবহার করে। হেডফোনে থাকা দুই ট্রান্সডুসারকে, দুটি কানে লাগানো হয়।

বিশেষ কিছু হেডফোনে মাইক্রোফোন লাগানো থাকে। যার মাধ্যমে হেডফোন লাগিয়ে কোন ব্যক্তিকে ফোন করলে, শব্দ শোনার সাথে সাথে কথা বলাও যায়।

হেডফোন এর অপর নাম

হেডফোন কে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিহ্নিত করা হয়। সেগুলি হল –

  1. এয়ারফোন,
  2. স্টেরিওফোন এবং
  3. হেডসেট

হেডফোন কয় প্রকার ও কি কি?

সাধারণত হেডফোন দুই প্রকারের হয়ে থাকে। কিছু হেডফোন আছে, যেগুলি তারের মাধ্যমে কোন ডিভাইসে যুক্ত করা হয়। আর কিছু হেডফোন আছে যেগুলি ব্লুটুথের মাধ্যমে, তারবিহীনভাবে কানেক্ট করা হয়।

সুতরাং গঠনের ভিত্তিতে হেডফোনকে দুই ভাগে ভাগ করা হয়।

  1. Wired Headphone
  2. Wireless Headphone

১. Wired Headphone

হেডফোন কাকে বলে - হেডফোন ব্যবহারের নিয়ম

এই সমস্ত হেডফোনে একটি তার থাকে। তারের এক প্রান্ত হেডফোনের সাথে যুক্ত থাকে এবং অপর প্রান্তে একটি Cod (কড) থাকে। যেটি নির্দিষ্ট ডিভাইসের মধ্যে প্রবেশ করিয়ে কানেক্ট করা যায়।

২. Wireless Headphone

হেডফোন কাকে বলে - হেডফোন ব্যবহারের নিয়ম

এই সমস্ত হেডফোনে তার থাকে না। হেডফোনটিকে চালু করে, ব্লুটুথের মাধ্যমে মোবাইল বা ল্যাপটপের (কম্পিউটার) সাথে কানেক্ট করা হয়।

ব্লুটুথ হেডফোন কি?

যেসকল হেডফোনে ব্লুটুথ থাকে সেই সমস্ত হেডফোনকে, ব্লুটুথ হেডফোন বলা হয়।

ব্লুটুথ হেডফোন গুলি তারবিহীনভাবে শুধুমাত্র ব্লুটুথ এর সাহায্যে নির্দিষ্ট ডিভাইস কানেক্ট করা যায়। এবং নির্দিষ্ট ডিভাইস থেকে হেডফোনটি কে কন্ট্রোল করা যায়।

বেশিরভাগ ব্লুটুথ হেডফোনে ব্যাটারি থাকে। এবং এই সমস্ত হেডফোনগুলি চার্জ দেওয়ার পর, ব্যবহার করা যায়।

হেডফোন ব্যবহারের নিয়ম

যদি আপনি হেডফোন ব্যবহার করতে চান তাহলে নিচের নিয়ম গুলো ফলো করুন।

তারযুক্ত হেডফোন

যদি আপনি তার যুক্ত হেডফোন ব্যবহার করেন তাহলে তারের অপরপ্রান্তটি ডিভাইসের সাথে যুক্ত করুন।

এরজন্য কম্পিউটার বা মোবাইলে থাকা হেডফোন port এর মধ্যে, হেডফোনের কডটি গুঁজে দিন।

এরপর, নির্দিষ্ট ডিভাইসের মধ্যে থাকা ভিডিও বা অডিও গান গুলি play করুন। দেখুন এবার আপনি হেডফোনে গান শুনতে পাচ্ছেন।

ব্লুটুথ হেডফোন

ব্লুটুথ হেডফোন চালানোর জন্য প্রথমে আপনাকে হেডফোনটি চার্জ দিতে হবে। হেডফোনটি চার্জ হয়ে গেলে, হেডফোনটি চালু করুন।

এরপর মোবাইলের ব্লুটুথ অপশনে গিয়ে, headphone name টির সাথে pair করে, কানেকশন তৈরি করুন।

যদি ব্লুটুথ হেডফোন টি মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায়, তাহলে মোবাইলের যে কোন গান, হেডফোনের মাধ্যমে শুনতে পারবেন।

হেডফোন কোন ধরনের ডিভাইস

যেহেতু হেড ফোনের মাধ্যমে সাউন্ড বা শব্দ নির্গত হয়। তাই এটি হলো এক ধরনের আউটপুট ডিভাইস

আমরা জানি যে কম্পিউটার থেকে কোন কিছু আউটপুট ইউজারকে পরিবেশন করা হলে, সেটিকে আউটপুট ডিভাইস বলা হয়। এখানে যেহেতু আমরা শব্দ শুনতে পাচ্ছি, তাই হেডফোন ও একটি আউটপুট ডিভাইস এর উদাহরণ। আউটপুট ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন।

হেডফোন এর দাম কত?

হেডফোনের দাম তার কোয়ালিটির উপর নির্ভর করে। আপনি যেমন কোয়ালিটি হেডফোন নেবেন তার দাম তত বেশি হবে।

বাজারে আপনি ১০০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামের হেডফোন পেয়ে যাবেন। আপনি এর জন্য অনলাইন মারফত হেডফোনের দাম দেখতে পারেন।

হেডফোন কেনার আগে কি দেখবেন?

যদি আপনি নতুন হেডফোন কিনতে চান তাহলে কিছু জিনিস দেখে রাখা দরকার। সেগুলি হল –

  • হেডফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন সেটি দেখে নিন।
  • হেডফোনের তারের কোয়ালিটি দেখে নিন।
  • হেডফোন থাকা মাইক্রোফোন ঠিক কাজ করছ নাকি সেটিও যাচাই করুন।
  • যদি ব্লুটুথ হেডফোন কেনেন – তাহলে মোবাইলের সাথে কানেক্ট হচ্ছে না কি যাচাই করে নিন।
  • ব্লুটুথ হেডফোনের চার্জ সার্ভিস কেমন, কিছুক্ষণ বাজিয়ে দেখে নিন।
  • যদি হেডফোনের ওয়ারেন্টি থাকে তাহলে সেটিও যাচাই করে নিন।

উপসংহার

আশাকরি উপরে ইনফর্মেশন থেকে হেডফোন কাকে বলে, হেডফোনের দাম কত, হেডফোন ব্যবহারের নিয়ম এবং হেডফোন কেনার আগে কি কি দেখবেন – এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি হেডফোন সম্পর্কে এখনো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট এর মাধ্যমে আমাদের জিজ্ঞাসা করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে কমেন্ট সেকশনে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment