আজকের আর্টিকেলে আমরা স্বরবর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এমন অনেক ব্যক্তি আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন কিন্তু বাংলা স্বর বর্ণের সংখ্যা কয়টি এই সম্পর্কে জানেনা।
এইজন্য যারা বাংলা স্বরবর্ণ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আজকের এই আর্টিকেল থেকে স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয় প্রকার এবং স্বরবর্ণ উচ্চারণের নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
- ব্যঞ্জনবর্ণ কাকে বলে?
- মাত্রাহীন বর্ণ কয়টি?
- অর্ধমাত্রা বর্ণ কয়টি?
- বর্গীয় বর্ণ কয়টি?
- মহাপ্রাণ বর্ণ কয়টি?
তাই চলুন দেরী না করে স্বরবর্ণ সম্পর্কে জেনে নেওয়া যাক।
সূচিপত্র
স্বরবর্ণ কাকে বলে?
যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলা হয়।
অন্যভাবে বলতে গেলে
ধ্বনির লিখিত রূপটিকে বর্ণ বলে। এবং বাংলা ব্যাকরণ এর দুই ধরনের ধ্বনির ব্যবহার হয়। সেগুলি হলো – স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি।
আর এই স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ।
মানে আমরা যে সকল বর্ণের সাহায্যে কথা বলি সেটি হল স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। আর এই স্বরধ্বনির লিখিত রূপকে বলে স্বরবর্ণ।
স্বরবর্ণ কয়টি ও কি কি?
বাংলা বর্ণমালায় স্বর বর্ণের সংখ্যা 11 টি। সেগুলি হলো –
অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ
স্বরবর্ণ কত প্রকার ও কি কি?
স্বরবর্ণ দুই প্রকারের হয়।
১. মৌলিক স্বরবর্ণ
২. যৌগিক স্বরবর্ণ
মৌলিক স্বরবর্ণ কাকে বলে?
বাংলা বর্ণমালায় মোট মৌলিক স্বর বর্ণের সংখ্যা 7 টি। অ, আ, ই, উ, এ, অ্যা, ও – এই সাতটি বর্ণকে মৌলিক স্বরবর্ণ বলা হয়।
যৌগিক স্বরবর্ণ কাকে বলে?
বাংলা বর্ণমালায় মোট যৌগিক স্বর বর্ণের সংখ্যা দুটি। ঐ, ঔ কে যৌগিক স্বরবর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
স্বরবর্ণ ইংরেজি কি?
স্বরবর্ণ কে ইংরেজিতে Vowel বলা হয়। বাংলা বর্ণমালায় স্বর বর্ণের সংখ্যা যেমন ১১ টি, ঠিক তেমনই ইংরেজি বর্ণমালায় Vowel এর সংখ্যা 5 টি।
এবং সেগুলি হল A, E, I, O, U
স্বরবর্ণ উচ্চারণের নিয়ম
যদি আপনি স্বরবর্ণ উচ্চারণের নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। এখান থেকে আপনি স্বরবর্ণ উচ্চারণ শিখতে পারবেন।
উপসংহার
আশাকরি উপর ইনফর্মেশন থেকে স্বরবর্ণ কি, মৌলিক স্বরবর্ণ এবং যৌগিক স্বরবর্ণ কোনগুলো এবং স্বরবর্ণ উচ্চারণের নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এখনো এই আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন