অনেকেই সূর্য প্রথম কোন দেশে উঠে এবং সূর্য কোথায় অস্ত যায় এই সম্পর্কে জানতে চায়। এই জন্য কাজ করি আর্টিকেল থেকে আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানবো। যদি আপনিও এই উত্তরগুলো পেতে চান তাহলে আর্টিকেলটি পড়তে থাকুন।
সূচিপত্র
সূর্য প্রথম কোন দেশে উঠে?
সাধারণভাবে, আমরা জাপানকে প্রথম সূর্যোদয়ের দেশ হিসাবে বিবেচনা করি।
GMT (Greenwich Mean Time) অনুসারে নিউজিল্যান্ডের সময় GMT+13 আর অন্যদিকে জাপানের সময় GMT+9।
এই কারণে, প্রথম, নিউজিল্যান্ডে নববর্ষ উদযাপন করা হয়। কারণ নিউজিল্যান্ডে যখন সকাল ৬টা বাজে, তখন জাপানে রাত ২টা বাজে।
অর্থাৎ, বিশ্বের প্রথম সূর্যোদয় ঘটে নিউজিল্যান্ডে। এবং, নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া এবং তারপর অন্যান্য দেশে নববর্ষ উদযাপিত হয়।
পৃথিবীর কোন দেশে প্রথম সূর্য ডুবে?
সামোয়ার ছোট দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের কেপ মুলিনুউ পৃথিবীর পশ্চিমতম বিন্দু হওয়ায় দিনের শেষে, সবথেকে প্রথম সূর্য সেখানে অস্ত যায়।
সূর্য কোথায় উঠে | সূর্য কোথায় অস্ত যায়?
আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। প্রকৃতপক্ষে (যে হেতু অক্ষের উপর পৃথিবী আবর্তিত হয়, সেটা পৃথিবী ও সূর্যের সংযোগকারী রেখার সঙ্গে লম্ব ভাবে থাকে না) সূর্যোদয় ও সূর্যাস্ত ঠিক কোন দিকে হবে তা সেই স্থানের অক্ষাংশের ওপর নির্ভর করে।
ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়?
ভারতের কথা বললে, ভারতের প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে। এই রাজ্যের নামটিও সূর্যোদয়ের প্রতীক হিসাবে বিবেচিত হয়।
অর্থাৎ অরুণ মানে সূর্য আর চল মানে উদয়। সূর্যের রশ্মি প্রথমে এই রাজ্যের ডং ভ্যালি নামক স্থানে পড়ে।
আমাদের দেশে কোন রাজ্যে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়?
বাংলাদেশের Cox’s Bazar এ সর্বপ্রথম সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।
Cox’s Bazar এ সূর্যোদয়ের সময় 05:12 am এবং সূর্যাস্তের সময় হলো 06:23 pm।
পৃথিবীর কোন দেশে রাত হয় না?
নরওয়েতে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় 76 দিন সূর্য অস্ত যায় না। এ কারণে একে ‘ল্যান্ড অফ দ্য মিডনাইট সান’ও বলা হয়।
এছাড়া কানাডার কিছু জায়গায় গরমকালে প্রায় ৫০ দিনের জন্য টানা সূর্যের আলো দেখা যায়। এই দিনগুলো ছাড়া কানাডা সারা বছরই বরফে ঢেকে থাকে।
সুইডেনে মে মাসের প্রথম থেকে আগস্টের শেষের দিক পর্যন্ত, সূর্য মধ্যরাতের আশপাশে ডুবে যায় এবং ভোর ৪টায় আবার ওঠে।
এছাড়া আইসল্যান্ডেও রাতের আকাশে সূর্য দেখা দেয়। জুন মাসে এই নিশীথ সূর্যের সবচেয়ে ভালো দর্শন মেলে।
উপসংহার
এখানে যে সকল ইনফরমেশন করে দেওয়া হয়েছে সবকিছুই ইন্টারনেট রিসার্চের মাধ্যমে। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে জানালে আমরা খুবই উপকৃত হব। ধন্যবাদ ভালো থাকবেন।
- সূর্য প্রণাম মন্ত্র টা জেনে নিন।
- চাঁদ নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর