সূর্য প্রণাম মন্ত্র বাংলা (surya pranam mantra in bengali) – হিন্দু ধর্মীয় সাহিত্যে সূর্যকে দেবতা বলে মনে করা হয় এবং সূর্যকে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়। কারণ তিনিই একমাত্র দেবতা যাঁকে মানুষ প্রত্যহ দর্শন করতে পারেন।
- হনুমান চল্লিশা বাংলায়
- মহা মিত্তুঞ্জয় মন্ত্র
- ভগবান শিবের মোট অবতার
- একাদশী পারণ মন্ত্র
- পুরী জগন্নাথ মন্দিরের রহস্য
বৈষ্ণবেরা সূর্যকে সূর্যনারায়ণ বলে থাকেন। সূর্যের ওপর কিছু নাম হলো রবি, আদিত্য, দিবাকর, ভানু, গ্রহপতি ইত্যাদি।
সূর্য প্রণাম মন্ত্র
সূর্যকে দেবতা বলে মনে করার কারণে, অনেক ব্যাক্তি সূর্য উদিত হওয়ার সাথে সাথে তাকে প্রণাম করেন। এই জন্য কেউ কেউ প্রণামের সময় “সূর্য প্রণাম মন্ত্র” ব্যাবহার করে থাকে। তবে অনেক ব্যাক্তি এমনও আছেন যারা সূর্য প্রণাম মন্ত্র জানেন না।
যদি আপনিও মন্ত্রটি না জেনে থাকেন এবং বিনা মন্ত্রে সূর্যকে প্রণাম করেন, তাহলে আপনারও মন্ত্রটি জেনে রাখা দরকার।
মন্ত্রটি হলো –
ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম । ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ।।
আজকের পর থেকে যখনই সূর্যকে প্রণাম করবেন, সেই সময় মন্ত্রটি উচ্চারণ করবেন। দেখবেন মনে শান্তি আসবে।
সূর্য প্রণাম মন্ত্র সংস্কৃত
ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম । ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ।।
সূর্য মন্ত্র বাংলা
যারা মন্ত্রটি জানেন কিন্তু সূর্য প্রণাম মন্ত্রের বাংলা অর্থ জানেন না, তাদের এর অর্থ জেনে রাখা দরকার। যার ফলে আপনি কি বলছেন, এটা বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন।
মন্ত্রের বাংলা অর্থটি হলো –
“জবাপুষ্পের মত লোহিত বর্ণ, অন্ধকারণাশক মহাদ্যুতিবিশিষ্ট সর্ব্বপাপবিনাশক কশ্যপপুত্র সূর্য্যকে প্রণাম করি।”
সকালে সূর্য প্রণাম করলে কি কি লাভ হতে পারে?
- প্রতিদিন নিয়মিত সূর্য নমস্কার করলে এটি আমাদের শরীরের সমস্ত অঙ্গের বিকৃতি দূর করে সুস্থ করে তোলে।
- হাত পায়ের ব্যথা দূর হয় এবং শক্তি আসে।
- ঘাড়, ফুসফুস ও পাঁজরের পেশী শক্তিশালী হয়।
- শরীরের অতিরিক্ত চর্বি কমে যায় এবং শরীর হালকা হয়।
- সূর্যনমস্কারের মাধ্যমে চর্মরোগ দূর হয় বা পাওয়ার সম্ভাবনাও দূর হয়।
- এর অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পেটের সমস্যা দূর হয় এবং পরিপাকতন্ত্র শক্তিশালী হয়।
- দেহের ছোট-বড় সকল স্নায়ু ও স্নায়ু সক্রিয় হয়ে ওঠে। ফলে অলসতা, নিদ্রাহীনতা ইত্যাদি ব্যাধি দেখা দেয়।
উপসংহার
আশা করছি আজকের আর্টিকেল থেকে সূর্য প্রণাম মন্ত্র এবং সূর্য প্রণাম মন্ত্রের বাংলা অর্থ পেয়ে গেছেন। যদি আপনার আশপাশে অন্য কেউ সূর্যকে বিনা মন্ত্রে প্রণাম করে, তাহলে তাকেও মন্ত্রটি বলে দিতে পারেন। ধন্যবাদ।
আরও জানুন
Very nice sanju bhai
Thank you