শিউলি কবিতা | শিউলি নিয়ে কবিতা | শিউলি ফুল নিয়ে প্রেমের কবিতা

অনেকেই শিউলি ফুল পছন্দ করেন। এবং অনেক ব্যক্তি এমন আছে তারা শিউলি নিয়ে কবিতা পড়তে ভালোবাসেন। এই জন্য আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক ধরনের শিউলি ফুল নিয়ে কবিতা পাবেন।

যদি আপনি শিউলি ফুল নিয়ে প্রেমের কবিতা এবং শিউলি কবিতা পছন্দ করেন তাহলে নিচের এই আর্টিকেল দেখে একটি একটি করে প্রত্যেকটি কবিতা পড়ে নিন। আশা করছি আজকের এই আর্টিকেলে দেওয়া কবিতাগুলি আপনার খুব পছন্দ হবে।

শিউলি ফুল নিয়ে কবিতা

কবিতার নাম – শিউলি ফুলের গয়না
কবির নাম – নূরনবী সোহাগ

শিশির ভেজা ফুল ঝরেছে
শিউলি গাছের তলে
কে কে যাবি ফুল কুঁড়াতে
আয় ছুটে দলবলে
ফুল কুঁড়াব থলে ভরে
গাঁথবো গলার মালা
চুলের খোঁপায় রাখব গুঁজে
করব হাতের বালা
শিউলি ফুলের গয়না হবে
গন্ধে মাতাল করা
সেই লোভে কাল ফুল কুঁড়াবে
আজ আসেনি যারা

শিউলি ফুল নিয়ে প্রেমের কবিতা

কবিতার নাম – শিউলি প্রেম
কবির নাম – Shihab Shahriar

কোনো এক সন্ধ্যাবেলায়,
আকুন্ঠতায়,
দুলছিলো মন;

এদিক ওদিক তাকিয়ে দেখি-
সন্ধ্যাবাতি;
তোমার ফোন।

যখন তুমি বললে কথা,
হাজার ব্যাথা,
মুছে গেলো।

তখনি বললে,”রাখি?”
দুটি আঁখি,
সিক্ত হলো।

তুমি কি সূর্যমুখী?
লজ্জাবতীর
চাপা হাসি,

তুমি কি বিকেলবেলার
হাওয়ায় দোলা
বৃষ্টি রাশি?

তুমি কি আকাশ নীল?
ঝলমলে ঝিল?
পাখির খেলা?

তুমি কি দূর পথিকের
কষ্টে ভরা
সুরের মেলা?

তুমিতো হাওয়ায় দোলা
লাল-সাদা
শিউলি ফুল।

তোমার নাকি
কৃষ্ণকালো,
খোপায় রাঙা ছোট্ট চুল।

তোমার ঐ সুগন্ধতার
আকুলতায়
আমি বিভোর

তোমাকেই ভাবতে ভাবতে,
স্বপ্ন দেখে,
আমার ভোর।

তোমার সাথে কথা বলার
ব্যাকুলতায়
যায় না সময়;

আমার চোখে তাকিয়ে দেখো
লেগে আছে
কেমন ভয়।

আমার সাথে করলে আড়ি
ওপারেতে
দিবো পাড়ি

তুমি যে জীবন আমার,
ক্ষুদ্র ক্ষুদ্র
কোষের সারি।

শিউলি কবিতা | শিউলি নিয়ে কবিতা | শিউলি ফুল নিয়ে প্রেমের কবিতা

শিউলি ফুলের মালা কবিতা

কবিতার নাম – শিউলি ফুলের মালা
কবির নাম – সেলিম সিকদার

সাতসকালে হিম পড়েছে
দূর্বাঘাসের কাছে,
শিশির পরছে ফুল ঝরছে
মনটা আমার নাচে।

বুকটা কারছে দুরু দুরু
আয়রে সখির দল,
শিশির ভেজা খালি পায়ে
শিউলি তলায় চল ।

ফুল কুড়াবি মালা গাঁথবি
কাকে দিবি বল ?
মালা গেঁথে রাখবো খোঁপায়
করিস না তো ছল।

শিউলি ফুলের গন্ধে মাতাল
বইছে তাদের মেলা
মালা গাঁথিবো বালা বানাবো
কাটবে শরৎ বেলা ।

শিউলি নিয়ে কবিতা

কবিতার নাম – শিউলি ফুল
কবির নাম – দেবব্রত ঘোষ

শিউলি ফুল শিউলি ফুল
সবার সাথী তুমি ।।

তোমার গন্ধে ত্রিভূবন পাই নতুন জীবন।

তোমার ছোঁয়ায় শিশির ভেজা ঘাসেরা পাই নতুন পরিচয়।

তোমার জন্য শান্ত ভোরের স্নিগ্ধ আলো এসে
ভরিয়ে দেয় সব দুঃখ কষ্টের অবসান।।

শিউলি ফুল। শিউলি ফুল
তুমি শরতের ফুলের রাজা
তুমিই দূর্গা পূজোর আসার আগমনী।।

শিউলি ফুল শিউলি ফুল
তাই তো আমি তোমাই ভালোবাসি।

শিউলি কবিতা

কবিতার নাম – শিউলি ও শরৎ
কবির নাম – কিশোর মজুমদার

শরৎ বলে, শিউলি তুমি কোথায় ?
শিউলি বলে , এই তো আমি রানী ।
তোমার আঁচল কাশের সাদা ফুলে
কষ্ট মেখে , বড্ড অভিমানী ।
বৃষ্টি ভেজা চোখের জলে স্নাত
পাপড়ি আমার যদিও অক্ষত
ভুলেই গেছে খুশির অবদানই ।

ডুকরে উঠে শরৎ বললে কেঁদে
তুই যে আমার চিরকালের সই
মেঘের ভেলায় খুশির আনাগোনা
দেখ না খুঁজে । বল না সখী কই ?

শিউলি বলে নামিয়ে মাথাখানি
বলবো কী গো , আমি কি আর জানি !

এমন সময় বাতাস এলো উড়ে
ঢাকের আওয়াজ কাশের ফুলে মুড়ে
বললে হেসে কেঁদো না তাই ব’লে
অতীত গেছে দুঃখ নিয়ে চলে
আসছে মায়ের উদার আশীর্বাদ
শিউলি শরৎ ফোটাও খুশির স্বাদ
ছোট্ট মেয়ে ছোট্ট ছেলেগুলো
দেখবে তারা হাসবে কাপাস তুলো ।
খুশি হলো কষ্ট ভুলে গিয়ে
মেঘের মতন সুরের ভেলা নিয়ে
নতুন শুরু নতুন করে বাঁচা
দুঃখ ভুলে আনন্দেতে নাচা ।

শিউলি শরৎ ঢাকের সাথে মিলে
সবুজ ধানে শিশির ভেজা চুলে
জল চোখে তাও হাসতে হাসতে ভাবে
আনবো খুশি এবারে উৎসবে ।

শিউলি কবিতা | শিউলি নিয়ে কবিতা | শিউলি ফুল নিয়ে প্রেমের কবিতা

শিউলি নিয়ে বিখ্যাত কবিতা

কবিতার নাম – শিউলির গন্ধ!
কবির নাম – আরন্যক বসু

প্রতিটি কমলা রঙের ভােরে,
তােমার চোখের পাতায় তিনটি চুম্বন দিলে,
বিশ্বাস করাে, শিউলির গন্ধ পাই!
ভােরের ওই আশ্চর্য সময়টুকুই তাই বেছে নিই,
শুধু আশ্বিন নয়, সারাবছর, সারাজীবন
তােমার স্বপ্ন-আঁখিপল্লবে শিউলি ফোটে, ঝরে, ফোটে…
ভাগ্যিস, তুমি জানতেও পারাে না!
হাজার মাইল সুদূরে থাকলেও
রাতের পাগল ডাকহরকরা আমাকে, ভােরের আগে
তােমার দরজায় পৌছে দিয়ে যায় ।
আর তখনই, ভােরের প্রথম ছােট্ট পাখির কিচিমিচির;
আর তখনই, শিউলি শিউলি শিউলি শিউলি শিউলি…
আর তখনই আমার ওষ্ঠ নামে তােমার, শুধু তােমার
তােমার দু-চোখের পাতায়!
ভাগ্যিস, তুমি…

উপসংহার

আশা করি আজকের এই আর্টিকেলে আপনি শিউলি নিয়ে কবিতা পেয়ে গেছেন। এখানে দেওয়া কবিতাগুলি ইন্টারনেটের মাধ্যমে অন্য জনের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। যদি কারো কোন আপত্তি থাকে তাহলে আমরা এখান থেকে কবিতাগুলি মুছে দিতে বাধ্য হব। যদি কোন লেখক এর কোন সমস্যা থাকে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

2 thoughts on “শিউলি কবিতা | শিউলি নিয়ে কবিতা | শিউলি ফুল নিয়ে প্রেমের কবিতা”

Leave a Comment