মাত্রাহীন বর্ণ কয়টি | বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

মাত্রাহীন বর্ণ কয়টি – আমরা সকলেই জানি যে বাংলা ভাষায় মোট 50 টি বর্ণ রয়েছে। এদের মধ্যে 11 টি স্বরবর্ণ এবং 39 টি ব্যঞ্জনবর্ণ।

কিন্তু এই পঞ্চাশটি বর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ কয়টি রয়েছে এগুলো অনেকেরই অজানা।

এইজন্য আজকের আর্টিকেল থেকে আমরা স্বরবর্ণে ও ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি – এই সম্পর্কে জানব। আশা করেছি আজকে আর্টিকেলটি পড়ার পর আপনার মন থেকে “মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি” এই প্রশ্নটি উধাও হয়ে যাবে।

মাত্রাহীন বর্ণ কয়টি?

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10 টি। এরমধ্যে ব্যঞ্জনবর্ণ রয়েছে 6 টি মাত্রাহীন বর্ণ এবং স্বরবর্ণে রয়েছে 4 টি মাত্রাহীন বর্ণ।

নিচে ব্যঞ্জনবর্ণে ও স্বরবর্ণে কয়েকটি মাত্রাহীন বর্ণ রয়েছে এবং সেগুলো কি কি এই সম্পর্কে দেওয়া হল।

বাংলা ব্যঞ্জনবর্ণ মাত্রাহীন বর্ণ কয়টি?

ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা ছয়টি। এই ছয়টি বর্ণ লেখার সময় মাত্রার ব্যবহার হয় না। এই বর্ণ গুলি হল –

ঙ, ঞ, ৎ,ং,ঃ, ঁঁ

মাত্রাহীন স্বরবর্ণ কয়টি?

স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা চারটি। এই চারটি বর্ণ লেখার সময় মাত্রার ব্যবহার হয় না। এই বর্ণ গুলি হল –

এ, ঐ, ও, ঔ

উপসংহার

আশা করছি উপরের ইনফর্মেশন থেকে বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি – এই সম্পর্কে জানতে পেরেছেন। যদি এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে এবং যদি আপনার আরো কিছু সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও জানুন

এটিও জেনে নিন -  মানুষের সব থেকে বড় শত্রু কি এবং মুক্তি পাওয়ার উপায়

Leave a Comment