আগের আর্টিকেল থেকে আমরা পৃথিবীর মহাদেশ কয়টি ও কি কি এই সম্পর্কে জেনে ছিলাম। আজকের আর্টিকেল থেকে আমরা মহাসাগর কয়টি ও কি কি এবং মহাসাগর কাকে বলে? এই সম্পর্কে জেনে নেব।
যদি আপনিও সবকটি মহাসাগরের নাম জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়ে নিন।
সূচিপত্র
মহাসাগর কাকে বলে?
অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকেই মহাসাগর বা মহাসমুদ্র বলে।
মহাসাগর পৃথিবীর মোট আয়তনের প্রায় ৭০.৯% স্থান দখল করে আছে। অর্থাৎ পৃথিবীর তিনভাগ জল ও একভাগ স্থল রয়েছে।
একভাগ স্থলের মধ্যে ৭ টি মহাদেশ রয়েছে। এবং বাকি অংশ জলে পরিপূর্ন। এই জলটিকেই বিভিন্ন মহাসাগরে ভাগ করা হয়েছে। এবং আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে।
সোজা ভাষায় বলতে গেলে, একটি উম্নুক্ত বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ জায়গায় জল জমা হয়ে থাকলেই তা মহাসাগর হয়ে যায়।
মহাসাগরের অর্ধেকেরও বেশি জায়গার গড় গভীরতা ৩,০০০ মিটার বা ৯,৮০০ বর্গফুটেরও বেশি।
মহাসাগর কয়টি ও কি কি?
বিজ্ঞানীরা পৃথিবীর জলরাশিকে আলাদা আলাদা পাঁচটি ভাগে ভাগ করেছেন এবং আলাদা আলাদা নাম দিয়েছেন। এটিকেই পাঁচটি মহাসাগর হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ বিশ্বে মোট পাঁচটি মহাসাগর রয়েছে। সেগুলি হলো –
৫ টি মহাসাগরের নাম
- প্রশান্ত মহাসাগর
- আটলান্টিক মহাসাগর
- ভারত মহাসাগর
- উত্তর বা সুমেরু মহাসাগর
- দক্ষিণ বা কুমেরু মহাসাগর
সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি?
দক্ষিণ মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর।
পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি?
প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর।
মহাসাগরের ইংরেজি নাম কি?
The ocean।
উপসংহার
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে মহাসাগর কয়টি ও কি কি (মহাসাগরের সংখ্যা কয়টি) এবং মহাসাগর কাকে বলে এই সম্পর্কে জানতে পেরেছেন। যদি এই আর্টিকেলটি সম্পর্কে এখনো কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্ট এর মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন
কোন মহাসাগরের গভীরতা কত বললে ভালো হয়