ভারত আমার ভারতবর্ষ গানটি কার লেখা?

অনেক স্কুলে ভারত আমার ভারতবর্ষ গানটি অনেক স্কুলে প্রার্থনা সংগীত হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু ভারত আমার ভারতবর্ষ গানটি কার লেখা – এই সম্পর্কে অনেক ব্যক্তি জানেন না। সবাই মনে করে একটি দেশাত্মবোধক গান তৈরি করতে গিয়ে এই গানটি লেখা হয়েছে। কিন্তু এটি সত্যি নয়। এই জন্য আজকের থেকে আমরা এই গানটির অল্প বিস্তর ইতিহাস এবং লেখকের নাম জেনে নেব।

ভারত আমার ভারতবর্ষ গানটি কার লেখা?

ভারত আমার ভারতবর্ষ গানটি শিবদাস বন্দ্যোপাধ্যায় এর লেখা। অর্থাৎ তিনি হলেন এই গানের গীতিকার।

গানটিতে সুর দিয়েছেন, অজয় দাস এবং গানটি গেয়েছেন মান্না দে।

ভারত আমার ভারতবর্ষ গান সম্পর্কে কিছু কথা

চিন্ময় রায় অভিনীত চারমূর্তি গল্প অবলম্বনে একটি সিনেমা তৈরি হয়। যেখানে চিন্ময় রায়, টেনিদার ভূমিকায় ছিলেন। এই গানটি চারমূর্তি সিনেমার একটি গান।

এই গানটি দেশাত্মবোধক গান হিসেবে তৈরি করা হয়নি। শুধুমাত্র সিনেমার উদ্দেশ্যে গানটি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই গানটি একটি দেশাত্মবোধক গান হয়ে ওঠে এবং কম করে ২৫০ এর বেশি স্কুলের পর্থনা সঙ্গীত হয়ে ওঠে।

ভারত আমার ভারতবর্ষ লিরিক্স

ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো

ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো

কিরীটধারিণী তুষারশৃঙ্গে
সবুজ সাজানো তোমার দেশ
তোমার উপমা তুমিই তো মা
তোমার উপমা তুমিই তো মা
তোমার রুপের নাহি তো শেষ

সঘন গহন তমসা সহসা
আসে যদি নেমে আকাশে তোর
হাতে হাত রেখে মিলি একসাথে
আমরা আনিব নতুন ভোর

ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো

শক্তিদায়িনী দাও মা শক্তি
ঘুচাও দীনতা ভীরু আবেশ
আঁধার রজনী ভয় কি জননী
আঁধার রজনী ভয় কি জননী
আমরা বাঁচাব এ মহাদেশ

রবীন্দ্রনাথ বিবেকানন্দ
বীর সুভাষের মহান দেশ
নাহি তো ভাবনা করি না চিন্তা
হৃদয়ে নাহি তো ভয়ের লেশ
ভারত আমার ভারতবর্ষ

স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো।

উপসংহার

আশা করছি আজকের এই আর্টিকেল থেকে ভারত আমার ভারতবর্ষ গানটি কার লেখা? এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে গেছেন। যদি আর্টিকেলটা সম্পর্কে এখনও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

Leave a Comment