ভারতের রাজ্য কয়টি | How many states in India?

ভারতের রাজ্য কয়টি – ভারত পৃথিবীর সবথেকে বড় মহাদেশ এশিয়ার মধ্যে অবস্থিত। এবং জনসংখ্যার দিক থেকে এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ। ২০১১ সালের জনসংখ্যা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ১২১ কোটি। ভারত ১৯৪৭ সালে স্বাধীন হয়।

আজকের আর্টিকেল থেকে আমরা বর্তমানে ভারতে কয়টি রাজ্য আছে ও তাদের রাজধানী গুলির নাম কি এই সম্পর্কে জানব।

অনেকেই ভারতে বর্তমানে কয়টি রাজ্য আছে এই সম্পর্কে জানেনা। এই জন্য তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। যদি আপনিও ভারতে রাজ্যের সংখ্যা সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি পড়ে নিন।

ভারতের রাজ্য কয়টি (How many states in India)

বর্তমানে ভারতে ২৮ টি রাজ্য আছে। এবং প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা রাজধানী শহর রয়েছে। রাজধানী শহরগুলি থেকে রাজ্যটিকে পুরোপুরি কন্ট্রোল করা হয়।

ভারতের ২৮ টি রাজ্য এবং রাজধানীর নাম

বর্তমানে ভারতের ২৮ টি রাজ্য রয়েছে তাদের নাম গুলো নিচে দেওয়া হল। এবং এর সাথে সাথে ডানদিকে আপনারা নির্দিষ্ট রাজ্যের রাজধানী শহর কোনটি এটিও দেখে নিতে পারবেন।

  1. পাঞ্জাব – চন্ডিগড়
  2. অন্ধ্র প্রদেশ -হায়দ্রাবাদ, অমরাবতী
  3. অরুণাচল প্রদেশ – ইটানগর
  4. মেঘালয় – শিলং
  5. বিহার – পাটনা
  6. ছত্তিশগড় – রায়পুর
  7. মধ্য প্রদেশ – ভোপাল
  8. গুজরাট – গান্ধীনগর
  9. হরিয়ানা – চন্ডিগড়
  10. হিমাচল প্রদেশ – সিমলা
  11. উত্তর প্রদেশ – লখনৌ
  12. কর্ণাটক – ব্যাঙ্গালোর
  13. কেরল – তিরুবন্তপুরম
  14. গোয়া – পানাজি
  15. রাজস্থান – জয়পুর
  16. উত্তরাখন্ড – দেরাদুন
  17. আসাম – দিসপুর
  18. মনিপুর – ইম্ফল
  19. ঝাড়খন্ড – রাঁচি
  20. ত্রিপুরা – আগরতলা
  21. মিজোরাম – আইজল
  22. নাগাল্যান্ড – কোহিমা
  23. মহারাষ্ট্র – মুম্বাই
  24. ওড়িশা – ভুবনেশ্বর
  25. তামিলনাড়ু – চেন্নাই
  26. পশ্চিমবঙ্গ – কলকাতা
  27. সিকিম – গ্যাংটক
  28. তেলেঙ্গানা – হায়দ্রাবাদ

ভারতের রাজ্য মানচিত্র

বর্তমানে ভারতে কয়টি রাজ্য আছে ও কি কি?

ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

উত্তরঃ আয়তনের দিক থেকে ভারতের সবথেকে বড় রাজ্য হল রাজস্থান। যার আয়তন ৩,৪২,২৩৯ বর্গ কিলোমিটার।

ভারতের ছোট রাজ্যের নাম কি?

উত্তরঃ আয়তনের দিক থেকে গোয়া হলো ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য। এর আয়তন মাত্র ৩,৭০২ বর্গ কিলোমিটার।

ভারতের নবীনতম রাজ্য কোনটি?

উত্তরঃ ভারতের সবথেকে নতুন রাজ্য হলো তেলেঙ্গানা। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাকে আলাদা করে নতুন রাজ্য তৈরি করা হয়।

ভারতের জনবিরল রাজ্য কোনটি?

উত্তরঃ অরুণাচল প্রদেশ।

ভারতের জনবহুল রাজ্য কোনটি?

উত্তরঃ মহারাষ্ট্র।

ভারতে বর্তমানে কয়টি রাজ্য আছে?

উত্তরঃ ২৮ টি।

বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে?

উত্তরঃ বাংলাদেশের সীমান্তে ভারতের পাঁচটি রাজ্য আছে। এগুলি হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে ভারতে কয়টি রাজ্য আছে ও কি কি এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি এখনও এই আর্টিকেলটি সম্পর্কে মনে কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment