ভারতের ভাষা কয়টি | ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা

ভারতের ভাষা কয়টি – ভারত এমন একটি দেশ যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ব্যাবহার করা হয়। অন্য দেশের মত শুধুমাত্র একটি ভাষা ব্যাবহার করে ভারতে কথা বার্তা বলা হয় না। এবং বিভিন্ন রাজ্যের সরকারি কাজকর্ম গুলিও সেই রাজ্যের নির্দিষ্ট ভাষার মাধ্যমে করা হয়।

আজকের এই আর্টিকেল থেকে আমরা ভারতের ভাষা কয়টি, ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা এবং ভারতের রাষ্ট্রীয় ভাষা কয়টি এই সম্পর্কে বিস্তারিত জানবো।

ভারতের ভাষা কয়টি?

ভারতের সাংবিধানিক স্বীকৃত সরকারি ভাষা রয়েছে ২২ টি। হিন্দি এবং ইংরেজি সাধারণত কেন্দ্রীয় সরকারের একটি আনুষ্ঠানিক ভাষা হিসাবে ব্যবহৃত হয়।

ভারতের ২২ টি ভাষা কি কি?

  1. অসমীয়া,
  2. বাংলা,
  3. গুজরাটি,
  4. হিন্দি,
  5. কন্নড়,
  6. কাশ্মীরি,
  7. মারাঠি,
  8. মালায়লম,
  9. ওড়িয়া,
  10. পাঞ্জাবি,
  11. সংস্কৃত,
  12. তামিল,
  13. তেলেগু,
  14. উর্দু
  15. সিন্ধি,
  16. কোঙ্কনি,
  17. নেপালি,
  18. মনিপুরি,
  19. বোড়ো,
  20. ডোগরি,
  21. সাঁওতালি এবং
  22. মৈথিলি

ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা

1. পশ্চিমবঙ্গ – বাংলা
2. আসাম – অসমিয়া
3. তামিলনাড়ু – তামিল
4. পাঞ্জাব – পাঞ্জাবি
5. অন্ধ্রপ্রদেশ – তেলেগু
6. উড়িষ্যা – ওড়িয়া
7. মহারাষ্ট্র – মারাঠি
8. কেরল – মালায়লম
9. কর্ণাটক – কন্নড়
10. ঝাড়খণ্ড – হিন্দি
11. বিহার – হিন্দি
12. মধ‍্যপ্রদেশ – হিন্দি
13. উত্তরপ্রদেশ – হিন্দি
14. উত্তরাখন্ড – হিন্দি
15. ছত্রিশগড় – হিন্দি
16. রাজস্থান – হিন্দি
17. হিমাচল প্রদেশ – হিন্দি
18. হরিয়ানা – হিন্দি
19. নাগাল‍্যান্ড – ইংরেজি
20. অরুণাচল প্রদেশ – ইংরেজি
21. মেঘালয় – ইংরেজি
22. সিকিম – ইংরেজি
23. তেলেঙ্গানা – তেলেগু
24. মণিপুর – মণিপুরি
25. গুজরাট – গুজরাটি
26. গোয়া – কোঙ্কনি
27. মিজোরাম – মিজো, হিন্দি, ইংরেজি
28. ত্রিপুরা – বাংলা, ইংরেজি, ককবরক

ভারতের রাষ্ট্রীয় ভাষা কয়টি?

ভারতের সংবিধানে কোনো জাতীয় ভাষা নেই। ভারতের সংবিধান অনুযায়ী ভারত সরকারের দাপ্তরিক ভাষা হলো হিন্দি এবং ইংরেজি

ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি?

ভারতীয় সংবিধান দ্বারা অনুমোদিত 22 টি ভাষা রয়েছে।

ভারতের প্রধান ভাষা কয়টি?

ভারতের ২২ টি সাংবিধানিক স্বীকৃত সরকারি ভাষা রয়েছে।

হিন্দি এবং ইংরেজি সাধারণত কেন্দ্রীয় সরকারের একটি আনুষ্ঠানিক ভাষা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।

এবং প্রত্যেকটি রাজ্যের, রাজ্য সরকার নিজ নিজ দাপ্তরিক ভাষা ব্যবহার করে থাকে।

উপসংহার

আশা করছি আজকের এই আর্টিকেল থেকে ভারতের ভাষা কয়টি, ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা এবং ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি এই সম্পর্কে জানতে পেরেছেন। যদি আর্টিকেল টি সম্পর্কে এখনও কিছু জানার থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে যোগাযোগ করুন।

Leave a Comment