ভারতের জেলা কয়টি | How many District in India?

ভারতে মোট কয়টি জেলা আছে এই সম্পর্কে অনেকেই জানেন না। এই জন্য আজকের এই আর্টিকেল থেকে আমরা ভারতের জেলা কয়টি এই সম্পর্কে আলোচনা করব। এবং এর সাথে সাথে আমারা এটাও জেনে নেবো ভারতের কোন রাজ্যে কতগুলি জেলা রয়েছে।

যদি আপনিও ভারতে মোট কয়টি জেলা আছে এই সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন।

ভারতের জেলা কয়টি (How many District in India)

2001 সালের হিসাব অনুযায়ী ভারতের মোট জেলার সংখ্যা ছিল ৫৯৩ টি। এবং পরবর্তীকালে ২০১১ সালের হিসাব অনুযায়ী ভারতের জেলার সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬৪০ এ।

এবং সর্বশেষ হিসাব যেটি হয় ২০২০ সালে, এতে দেখা যায় বর্তমানে ভারতে মোট ৭৩৯ টি জেলা রয়েছে।

অর্থাৎ ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত মাত্র ৯ বছরে, ভারতে ৯৯ টি নতুন জেলার সৃষ্টি হয়েছে। এবং এই ৭৩৯ টি জেলা, ভারতের ২৮ টি রাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থান করছে।

নিচে আমরা ভারতের কোন রাজ্যে এবং কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি জেলা রয়েছে এটি জেনে নেব।

ভারতের কোন রাজ্যে কতগুলি জেলা রয়েছে ?

ভারতের ২৮ টি রাজ্যে মোট ৬৯২ টি জেলা রয়েছে। এবং বাকি জেলা গুলি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে। এখান থেকে কোন রাজ্যে কতগুলি জেলা রয়েছে সেটি দেখে নিন।

  1. বিহারে ৩৮ টি
  2. ছত্রিশগড়ে ২৭ টি
  3. গোয়াতে ২ টি
  4. অন্ধ্রপ্রদেশে ১৩ টি
  5. অরুণাচল প্রদেশে ২৫ টি
  6. গুজরাটে ৩৩ টি
  7. পাঞ্জাবে ২২ টি
  8. তেলঙ্গানাতে ৩৩ টি
  9. নাগাল্যান্ড ১২ টি
  10. হরিয়ানায় ২২ টি
  11. আসামে ৩৩ টি
  12. মধ্যপ্রদেশে ৫২ টি
  13. ঝাড়খন্ডে ২৪ টি
  14. কর্নাটকে ৩০ টি
  15. কেরেলাতে ১৪ টি
  16. হিমাচল প্রদেশে ১২ টি
  17. পশ্চিমবঙ্গে ২৩ টি
  18. মহারাষ্ট্রে ৩৬ টি
  19. মণিপুরে ১৬ টি
  20. মেঘালয় ১১ টি
  21. সিকিমে ৪ টি
  22. ওড়িশাতে ৩০ টি
  23. রাজস্থানে ৩৩ টি
  24. মিজোরামে ১১ টি
  25. উত্তরাখণ্ডে ১৩ টি
  26. তামিলনাড়ুতে ৩৮ টি
  27. ত্রিপুরাতে ৮ টি
  28. উত্তরপ্রদেশে ৭৫ টি

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে কয়টি জেলা আছে?

ভারতে যে ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে মোট ৪৭ টি জেলা অবস্থান করছে। নিচে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি জেলা রয়েছে সেটি দেওয়া হল।

  • অন্দমান নিকোবারে ৩ টি
  • চন্ডিগঢ়ে ১ টি
  • দাদরা ও নগর হাভেলিতে ১ টি
  • দমন এবং ডিউতে ২ টি
  • লাক্ষাদ্বীপে ১ টি
  • দিল্লিতে ১১ টি
  • পুন্ডেচেরীতে ৪ টি
  • জম্মু কাশ্মীরে ২২ টি
  • লাদাখে ২ টি

ভারতের সবথেকে বড় জেলার নাম কি?

ভারতের সবথেকে বড় জেলা হলো গুজরাট রাজ্যের, কচ্ছ জেলা। এই জেলাটির আয়তন ৪৫,৬৫২ বর্গ কিলোমিটার।

ভারতের সবথেকে ছোট জেলার নাম কি?

ভারতের পুদুচেরি নামক কেন্দ্রশাসিত অঞ্চলের মাহে জেলা হলো ভারতের সবথেকে ছোট জেলা। এই জেলার আয়তন মাত্র ৯ বর্গ কিলোমিটার।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে ভারতের জেলা কয়টি, ভারতের সবথেকে ছোট ও বড় জেলার নাম কি এবং কোন রাজ্যে কতগুলি জেলা রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি এখনও এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment