ভারতের জাতীয় জিনিসের নাম | জাতীয় মাছ, সবজি, পাখি, মিষ্টি, ফল, গাছ ইত্যাদি

অনেকেই ভারতের জাতীয় জিনিসের নাম গুলি জানেন না। এইজন্য আজকের আর্টিকেল থেকে আমরা ভারতের জাতীয় বিষয় গুলির নাম জেনে নেব।

আজকের এই আর্টিকেল থেকে আপনারা ভারতের জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় সংগীত, পশুর নাম, গাছের নাম ইত্যাদি বিষয়ে তথ্য পাবেন।

যদি আপনিও ভারতের জাতীয় জিনিস গুলির নাম জানতে চান তাহলে একটি একটি করে প্রত্যেকটি জিনিসের নাম জেনে নিন।

১. ভারতের জাতীয় খেলা কি?

উত্তরঃ হকি।

২. ভারতের জাতীয় সবজি কি?

উত্তরঃ কুমড়ো।

৩. ভারতের জাতীয় মাছ কি?

উত্তরঃ রুই।

৪. ভারতের জাতীয় পাখির নাম কি?

উত্তরঃ ময়ূর।

৫. ভারতের জাতীয় সংগীত

উত্তরঃ জনগণমন-অধিনায়ক জয় হে।

৬. ভারতের জাতীয় পশু

উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার।

৭. ভারতের জাতীয় বৃক্ষের নাম কি?

উত্তরঃ বট।

৮. ভারতের জাতীয় ফুল কি?

উত্তরঃ পদ্ম ফুল।

৯. ভারতের জাতীয় ফলের নাম কি?

উত্তরঃ আম।

১০. ভারতের জাতীয় ভাষা কি?

উত্তরঃ হিন্দি।

১১. ভারতের জাতীয় রং কি?

উত্তরঃ কমলা, সাদা, সবুজ ও নীল।

১২. ভারতের জাতীয় মিষ্টি কি?

উত্তরঃ জিলিপি।

১৩. ভারতের জাতীয় খাবার কি?

উত্তরঃ খিচুড়ি।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে ভারতের জাতীয় বিষয় গুলির নাম জেনে গেছেন। এখানে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস গুলির নাম দেওয়া হয়েছে। যদি আপনারা পরবর্তীকালে কোন জিনিসের নাম যুক্ত করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। আমরা এই আর্টিকেলটি কে এডিট করে, নতুন জিনিসের নামটি যুক্ত করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

4 thoughts on “ভারতের জাতীয় জিনিসের নাম | জাতীয় মাছ, সবজি, পাখি, মিষ্টি, ফল, গাছ ইত্যাদি”

  1. ভারতের কোনো জাতীয় ভাষা বা রাষ্ট্রীয় ভাষা নেই। ভারত নানা ভাষার দেশ।

    নানা ভাষা নানা মত নানা পরিধান

    Reply
    • ঠিক বলেছো।আমি এটাই বলতে চাই ভারতের কোনো জাতীয় ভাষা নেই।

      Reply
  2. ভারতে নানা ভাষা , নানা পরিধান থাকা সত্বেও ভারতের জাতীয় ভাষা বা রাষ্ট্রীয় ভাষা আছে(হিন্দি)|

    Reply
  3. ভারতের জাতীয় মিষ্টি রসগোল্লা
    ভারতের জাতীয় সবজি আলু
    ভারতের জাতীয় খাদ্য চাউল
    ভারতের জাতীয় ফল আম
    ভারতের জাতীয় ফুল গোলাপ
    ভারতের জাতীয় পশু বাঘ
    ভারতের জাতীয় পাখি ময়ূর
    ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন
    ভারতের জাতীয় ভাষা মাতৃভাষা
    ভারতের জাতীয় পোশাক পিতৃত্ব পোশাক
    ভারতের জাতীয় ধর্ম মানব সেবা

    Reply

Leave a Comment