আজকের আর্টিকেল থেকে আমরা বাংলাদেশের নদী বন্দর কয়টি ও কি কি এই সম্পর্কে জানব। যদি আপনি বাংলাদেশে বসবাস করেন এবং আপনার দেশে কতগুলি নদী বন্দর রয়েছে, এটা না জানেন তাহলে আজকের আর্টিকেল থেকে বাংলাদেশের নদী বন্দর গুলির নাম জেনে নিন।
বাংলাদেশের নদী বন্দর কয়টি ও কি কি?
বর্তমানে বাংলাদেশের মোট ৩৫ টি নদী বন্দর রয়েছে। এবং এগুলি সব কটি সক্রিয় আছে। বাংলাদেশের নদী বন্দর গুলির নাম হল –
বাংলাদেশের নদী বন্দরের নাম
- নারায়ণগঞ্জ নদীবন্দর
- বরিশাল নদীবন্দর
- চাঁদপুর নদীবন্দর
- টঙ্গী নদীবন্দর
- ঢাকা নদীবন্দর
- নরসিংদী নদীবন্দর
- বাঘাবাড়ী নদীবন্দর
- কস্তরাঘাট নদীবন্দর, কক্সবাজার
- দৌলতদিয়া নদীবন্দর
- নওয়াপাড়া নদীবন্দর, যশোর
- নগরবাড়ী-কাজীরহাট-নরাদহ নদীবন্দর
- খুলনা নদীবন্দর
- পটুয়াখালী নদীবন্দর
- ভোলা নদীবন্দর
- আরিচা নদীবন্দর
- আশুগঞ্জ-ভৈরববাজার নদীবন্দর
- বরগুনা নদীবন্দর
- ছাতক নদীবন্দর
- মেঘনাঘাট নদীবন্দর
- টেকেরহাট নদীবন্দর
- ফরিদপুর নদীবন্দর
- ঘোড়াশাল নদীবন্দর
- শিমুলিয়া নদীবন্দর
- রূপপুর নদীবন্দর
- গোয়ালন্দ ঘাট নদীবন্দর
- মীরসরাই-রাসমনি নদীবন্দর
- টেকনাফ নদীবন্দর
- মিরকাদিম নদীবন্দর, মুন্সিগঞ্জ
- চিলমারী নদীবন্দর
- মজু চৌধুরীহাট নদীবন্দর
- সুনামগঞ্জ নদীবন্দর
- দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর
- চরজানাজাত নদীবন্দর
- মেঘাই ঘাট-নাটুয়াপাড়া নদীবন্দর
- বালাগঞ্জ নদীবন্দর
বাংলাদেশের সর্ববৃহৎ নদী বন্দর
বাংলাদেশের সর্ববৃহৎ নদী বন্দরটির নাম হলো নারায়ণগঞ্জ নদীবন্দর।
বাংলাদেশের 35 তম নদী বন্দর কোনটি?
বাংলাদেশের 35 তম নদী বন্দরটির নাম হলো বালাগঞ্জ নদীবন্দর।
উপসংহার
আশাকরি উপরে ইনফর্মেশন থেকে বাংলাদেশের নদী বন্দর কয়টি ও কি কি? এই সম্পর্কে জানতে পেরেছেন। যদি আপনার বন্ধুরা বাংলাদেশের নদী বন্দর সম্পর্কে জানতে চায় তাহলে তাদের সাথে আর্টিকেলটা শেয়ার করতে পারেন। এবং আর্টিকেলটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন