বর্ণ কাকে বলে – কত প্রকার ও কি কি?

আগের আর্টিকেল থেকে আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সম্পর্কে জেনেছিলাম। আজকের এই আর্টিকেল থেকে আমরা বর্ণ কাকে বলে এবং বর্ণ কয় প্রকার ও কি কি – এই সম্পর্কে জানবো। যদি আপনিও বর্ণ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের আর্টিকেলটা পড়তে থাকুন।

বর্ণ কাকে বলে?

ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ (Letter) বলে। বর্ণর উদাহরণ হলো অ,আ,ক,খ,গ ইত্যাদি।

অন্যভাবে বলতে গেলে,

মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে।

আমরা কোনো কিছু লিখে, মনের ভাব প্রকাশ করার জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার করি। আলাদা আলাদা চিহ্ন, আলাদা আলাদা মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করা হয়। এই সকল চিহ্ন গুলিই হলো বর্ণ।

আপনি এই লেখাটি এখন পড়ছেন। এখানে আমি বিভিন্ন চিহ্নের মাধ্যমে আপনাদের বর্ণ সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। এই চিহ্ন গুলিই হল এক একটি বর্ণ।

স্বরবর্ণ কাকে বলে ব্যঞ্জনবর্ণ কাকে বলে?

বর্ণ হলো দুই প্রকারের। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ।

স্বরবর্ণ কাকে বলে?

যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলোকে স্বরবর্ণ বলে। স্বরবর্ণ ১১ টি।

স্বরবর্ণ সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আর্টিকেলটি পড়ুন।

এদের মধ্যে হ্রস্বস্বর ৪ টি এবং দীর্ঘস্বর ৭ টি।

ব্যঞ্জনবর্ণ কাকে বলে?

যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনবর্ণ বলে। ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।

ব্যঞ্জনবর্ণ সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আর্টিকেলটি পড়ুন।

বর্ণমালা কাকে বলে?

বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে, এই গুলোর সমষ্টি কেই বর্ণমালা বলে।

অর্থাৎ বর্ণ হলো একটি আর বর্ণমালা হলো সকল বর্ণের সমষ্টি।

বর্ণ বিশ্লেষণ কি?

বর্ণবিশ্লেষণ করা বলতে বোঝায় একটি শব্দের মধ‍্যে কোন কোন ধ্বনি আছে, তা পর পর ভেঙে আলাদা করে দেখানো।

যেমন : ‘কালো’ শব্দটি ভাঙলে আমরা পরপর ৪টি ধ্বনি পাবো। সেগুলি হলো – ক্,আ,ল্,ও।

বর্ণবিশ্লেষণ করার সময় শব্দের ধ্বনিগুলিকে বানান অনুসারে পর পর যুক্ত (+) চিহ্ন দিয়ে লিখতে হয়।

উপসংহার

আশা করি আজকের এই আর্টিকেল থেকে বর্ণ কাকে বলে, বর্ণমালা কাকে বলে এবং বর্ণ বিশ্লেষণ কি – এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি এই তিনটি জিনিস বুঝতে আপনার এখনো কোনো অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্টের মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

2 thoughts on “বর্ণ কাকে বলে – কত প্রকার ও কি কি?”

Leave a Comment