ফ্রিজের গ্যাসের দাম কত জানুন

ফ্রিজের গ্যাসের দাম কত – আজকাল বেশিরভাগ ব্যক্তির বাড়িতেই ফ্রিজ রয়েছে। যেগুলি খাবার ঠান্ডা ও ভালো রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু অনেকদিন হয়ে গেলে বা ফ্রিজের গ্যাস লিক করলে ফ্রিজে গ্যাস ভরার প্রয়োজন পড়ে।

এইজন্য সেই মুহূর্তে ফ্রিজে গ্যাস না ভরলে ফ্রিজ খাবার ঠান্ডা রাখতে পারেনা। তবে বেশিরভাগ ব্যক্তি ফ্রিজের গ্যাসের দাম কত এই সম্পর্কে জানেনা। এইজন্য আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা এই সম্পর্কে আলোচনা করব।

ফ্রিজের গ্যাসের দাম কত?

ফ্রিজের জন্য বাজারে অনেক ধরনের গ্যাস সিলিন্ডার রয়েছে। যাদের দাম মডেল অনুযায়ী আলাদা হয়ে থাকে।

যদি আপনি একদম সাধারণ মানের ফ্রিজের গ্যাস কিনতে চান তাহলে তার দাম পড়বে 2500 থেকে 2800 টাকার মধ্যে।

এবং এর থেকে একটু দামি গ্যাস কিনলে তার খরচ পড়বে 2900 থেকে 3500 টাকার মধ্যে।

সবথেকে জনপ্রিয় ফ্রিজের গ্যাস

আজকের দিনে রেফ্রিজারেটর গুলিতে যে গ্যাসটি সবথেকে জনপ্রিয়তা লাভ করেছে সেই গ্যাসটির নাম হলো Tetrafluoroethane বা Norflurane। বর্তমান দিনে সব থেকে বেশি ব্যবহৃত গ্যাস গুলির মধ্যে এটি হলো অন্যতম।

উপসংহার

আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে ফ্রিজের গ্যাসের দাম কত – এই সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। যদি আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

Leave a Comment