পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি?

আগের দুটি আর্টিকেল থেকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং বিশ্বের সবথেকে বড় মন্দির সম্পর্কে জেনেছিলাম। আজকের এই আর্টিকেল থেকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি। যদি আপনিও বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি এই সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি পড়তে পারেন। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনার ভালো লাগবে।

পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি?

পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম হল নীলনদ। এই নদীর দৈর্ঘ্য ৬৬৫০ কিলোমিটার। এই নদীটি বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে ভূমধ্য সাগরে মিশেছে।

পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি

এই নদীর যে সকল দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলোর নাম হল ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, সুদান, উগান্ডা, বুরুন্ডি, তাঞ্জানিয়া, রুয়ান্ডা, মিশর, দক্ষিণ সুদান, কঙ্গো ইত্যাদি।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি?

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীর নাম হল আমাজন। এই নদীর মোট দৈর্ঘ্য ৬৪০০ কিলোমিটার। আয়তনে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী হলেও, জল প্রবাহের দিক দিয়ে বিচার করলে এই নদীটি বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে।

এই নদীটি প্রতি সেকেন্ডে ১,৮০,০০০ কিউবিক মিটার জল প্রবাহিত করে।

আমাজন নদী; ব্রাজিল, পেরু, বোলিভিয়া, কলোমবিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গিয়ানা ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে আটলান্টিক মহাসাগরে এসে মিলিত হয়েছে।

পৃথিবীর সবচেয়ে বড় নদী

এখানে আমি পৃথিবীর সবথেকে বড় 10 নদীর তালিকা দিলাম। আপনি একটি একটি করে প্রত্যেকটি নদীর নাম জেনে নিন।

১. নীলনদ – এটি পৃথিবীর বৃহত্তম (সবথেকে বড়) নদী। নীল নদের দৈর্ঘ্য ৬,৬৫০ কিলোমিটার। এই নদীটি ভূমধ্য সাগরে মিশেছে।

২. আমাজান – এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। আমাজন (Amazon) নদীর দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার। এই নদীটি আটলান্টিক মহাসাগরে মিশেছে।

৩. ইয়াংজি – এই নদীর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী। নদীটি পূর্ব চীন সাগরে মিশেছে।

এটিও জেনে নিন -  ভারতের জাতীয় জিনিসের নাম | জাতীয় মাছ, সবজি, পাখি, মিষ্টি, ফল, গাছ ইত্যাদি

৪. মিসিসিপি – মিসিসিপি নদীর দৈর্ঘ্য ৬,২৭৫ কিলোমিটার। নদীটি মেক্সিকো উপসাগরে মিশেছে।

৫. ইয়েনিছি – এই নদীর দৈর্ঘ্য ৫,৫৩৯ কিলোমিটার। নদীটি কারা সাগরে মিশেছে।

৬. ইয়োলো রিভার – এই নদীর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার। নদীটি বহাই সাগরে মিশেছে।

৭. ওবি – ওবি নদীর দৈর্ঘ্য ৫,৪১০ কিলোমিটার। নদীটি ওবি উপসাগরে মিশেছে।

৮. পারানা – পারানা নদীর দৈর্ঘ্য ৪,৮৮০ কিলোমিটার। এই নদীটি Río de la Plata এ মিশেছে।

৯. কঙ্গো – এই নদীর দৈর্ঘ্য ৪,৭০০ কিলোমিটার। নদীটি আটলান্টিক মহাসাগরে মিশেছে।

১০. আমুর – আমুর নদীর দৈর্ঘ্য ৪,৪৪৪ কিলোমিটার। নদীটি Sea of Okhotsk তে মিশেছে

ভারতের সবচেয়ে বড় নদী কোনটি?

ভারতের সবচেয়ে বড় নদীর নাম হলো গঙ্গা নদী। গঙ্গা মোট ২৫১০ কিমি দীর্ঘ। গঙ্গার উৎপত্তি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে।

উপসংহার

আশা করি আজকের এই ইনফরমেশন থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি এই সম্পর্কে জেনে গেছেন। যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। এবং যদি এরকম আরও আর্টিকেল পেতে চান তাহলে সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Sanju

আমি সঞ্জু রাউত। আমার বাড়ি কলকাতা, পশ্চিমবঙ্গ। আমি অন্যকে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে ভালোবাসি। তাই আমি এই ব্লগটি ওপেন করি, যার দ্বারা আমার সখ এবং অন্যকে সাহায্য দুটোই সম্ভব হয়।

Leave a Comment