পূর্ণমাত্রার বর্ণ কয়টি ও কি কি?

পূর্ণমাত্রার বর্ণ কয়টি – আগের আর্টিকেল থেকে আমরা বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি রয়েছে ও সেগুলি কি কি এই সম্পর্কে জেনেছিলাম। আজকের আর্টিকেল থেকে আমরা বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি এই সম্পর্কে জানব।

পূর্ণমাত্রা মানে হল যে সকল বর্ণ গুলি সম্পূর্ণ মাত্রা দিয়ে লিখতে হয়। তাই চলুন দেরী না করে জেনে নেওয়া যাক, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি ও কি কি।

পূর্ণমাত্রার বর্ণ কয়টি?

বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা যুক্ত মোট বর্ণের সংখ্যা ৩২ টি।এই ৩২ টি বর্ণ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিয়ে রয়েছে।

পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ গুলি হল –

অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়

স্বরবর্ণ পূর্ণমাত্রার বর্ণ কয়টি?

স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ ৬ টি। এগুলি হলো –

অ, আ, ই, ঈ, উ, ঊ

ব্যঞ্জনবর্ণ পূর্ণমাত্রার বর্ণ কয়টি?

ব্যঞ্জনবর্ণতে মোট ২৬ টি পূর্ণমাত্রার বর্ণ রয়েছে। এগুলি হলো –

ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি ও কি কি – এই সম্পর্কে জেনে গেছেন। যদি এই আর্টিকেলটি সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও জানুন

Leave a Comment